নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
একটি ছেলে সহজ সরল, না না সে ভয়ঙ্কর,
কথায় বার্তায় মিলল প্রমাণ, সে চরম ক্ষতিকর।
সেই ছেলেটি
করতে পারে নরহত্যা কিংবা আক্রমণ
পারেনিকো ভাঙ্গতে কভু তোমার সেই মন।
যে মনেতে ছিল তোমার
শুধুই নোংরামি আর প্রতারণার জল।
আজকে তুমি অনেক সুখী, ভুলে গেছ তাকে
যে ছেলেটি সব ছেড়েছে হয়ত পাবে তোমাকে।
ধন্য তুমি, ধন্য তোমার নিখুঁত অভিনয়
এইরকমের প্রতারণা যেন,
আল্লাহ নাহি সয়।
বলছি আমি ওই ছেলেকে,
"কি ভাবছিস, এখানেই তর শেষ??
তাহলে নে জেনে এখানেতেই শুরু
তর, তুই চলবি অনিঃশেষ "।
ক্ষণস্থায়ী জয়ী সে আজ আছে হয়ত সুখে,
তুই শুধু মনে রাখিস,
তুই ভালোবাসতি তাকে।
সেদিন বেশি দুরে নয়,
যেদিন ওই হৃদয় বেশ্যা মরবে ধুকে ধুকে।
©somewhere in net ltd.