নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
হাজারো মেধাবী আজ মেধার সবটুকু দিয়ে প্রেম করে চলেছে , শ্রমিকেরা তাদের শ্রম বিলিয়ে দিচ্ছে প্রেমিকার পদতলে।
দেশ যাচ্ছে রসাতলে।
প্রেমিকারা আজ বালকের সবটুকু ভাবনা জুড়ে।
চলুন তাদের এই তথাকথিত ভালবাসাকে সংজ্ঞায়িত করি ,
“জন-মানব শূন্য একটি কামড়া...
আলো-আধারে লুকোচুরি খেলা...
ফার্মেসি থেকে ক্রয়কৃত রাবার জাতীয় এক ধরনের বস্ত্র...
ক্লান্ত শরীরে ঘামের উপস্থিতি...
এটাই যেন এখন ভালোবাসা”
কি হল বিশ্বাস হয়নি/বুঝতে পারেন নি?
আপনার আশে পাশে প্রেমিক প্রেমিকা জুটির দিকে সুক্ষ দৃষ্টি দেন। বুঝে যাবেন।
আর আপনি যদি প্রেমিক হন তাহলে তো আঁতে ঘা লাগবে।
আমি লজ্জিত আমার বন্ধুবর প্রেমিক দের নিয়ে কারণ ভালবাসার সংজ্ঞা টা কে আরেকটু বর্ধিত করলে এটা এমন হয়, “ কিছুদিন পর আবার কামরা চেঞ্জ..... পরিবেশ টিকই একই থাকে শুধু বদলে যায় ভালবাসা।”
এরপর ও ভালবাসা রাজত্ব করে চলছে আমাদের সমাজে।
০৩ রা মে, ২০১৬ সকাল ১১:২০
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: লিটনের ফ্ল্যাট কিংবা বাগানে ..... শুধুই ভালোবাসা।
২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:০৩
বিপরীত বাক বলেছেন: সবকিছুরই নেগেটিভ সাইড আছে।
অনেক পবিত্র প্রেমও আছে তেমন। আছে সুন্দর সম্পর্ক। আছে শালীন ভাবের আদান প্রদান।
সেসবও লেখেন।
৩| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৩৭
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ।
আর ভাইরে, অভিজ্ঞতা ছাড়া লিখতে গেলে নিজেকে বড় অপরাধী মনে হয় যে, কি করব বলেন????
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৬ সকাল ৯:১৯
বিপরীত বাক বলেছেন: ভালবাসা ভালবাসা
শুধু ভালবাসা