নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

ভালবেসে এরা আজ অসামাজিক আর নষ্ট

০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৫২



বাতাস হয়ত একদিন আর নিকোটিন, গাজা কিংবা ইয়াবার গন্ধ বয়ে বেড়াবেনা কিন্তু কিছু অকাল ঝরে যাওয়া কিছু মেধাবী প্রাণ যাদের কে সামাজিক ভাবে দাপন করা হলেও অসামাজিক আর নষ্ট খেতাব দিয়ে পৃথিবীর বুকে রেখে দেওয়া হয় তাদের খুনিদের অট্ট হাসির শব্দ চিরদিনই এই বাতাস বয়ে বেড়াবে।
তাইতো সকল অসামাজিক আর নষ্টরা প্রতিনিয়ত এই অট্টহাসিকে ধামাচাপা দেয়ার জন্য বাতাসে ছড়িয়ে দিবে/দেয় নিকোটিন, গাজা কিংবা ইয়াবার ধোয়া।
আমি জানি একদিন এক্ষেত্রেও এরা পরাজিত হবে। কেননা, এরা জয়ী হয়ে গেলে ক্লিওপেট্রাদের (ভালবাসার ব্যবসায়ী বেশ্যা) ভালবাসা বিক্রি হয়ত বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে খেমটা নাচানো আমার জাত ভাইয়ারা ভালবাসাকে আর ভোগ্যপণ্যের ন্যায় হয়ত পাবেনা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:০২

চিত্রনাট্য বলেছেন: কি লিখলেন বুঝলাম না।

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:০৬

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: সত্যিকারে যারা ভালবাসে তারা বরাবরের মতই পরাজিত হয় আর সমাজের চোখে হয়ে যায় নষ্ট , বুঝলেন???
আর ভন্ড প্রেমিকেরা সবসময়ই জয়ী হয়।

২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:০৫

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: সত্যিকারে যারা ভালবাসে তারা বরাবরের মতই পরাজিত হয় আর সমাজের চোখে হয়ে যায় নষ্ট , বুঝলেন????

৩| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫৮

চিত্রনাট্য বলেছেন: এবারো বুঝলাম না।

আজকেই দেখলাম আপনি প্রায় পাঁচটা পোস্ট দিছেন, আপনার এনার্জি আছে বলতে হবে।

০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:১৬

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: হা হা হা হা বেকার বলে কথা । সত্যি বলতে গেলে এগুলো আমার ফেইসবুক অ্যাকাউন্টে আগেই পোষ্ট করা ছিল। ঐ টা ডিঅ্যাক্টিব করে দিয়েছি তাই এখানে পোষ্ট করছি। আর না বুঝলে মেনে নিন আপনার অভিজ্ঞতার অভাব। ধন্যবাদ

৪| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৫৪

কানিজ রিনা বলেছেন: মাতাল মানুষ গুলার বিবেকের নার্ভ নষ্ঠ হয়ে
যায়, কোনটা ভালবাসা আর কোনটা প্রেম
হিতাহিত জ্ঞান থাকেনা। নেশার ঘোরে
দেহের আবেগ প্রেম বলে চালায়।

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ভাল বলেছেন। কিন্তু কেউ ই জন্মগত ভাবে মাতাল হয়ে জন্মায়না। কিছু অস্বাভাবিক বাস্তবতা মেধাবীদের মাতালে রুপান্তর করে।
আমার টমের বদলে যাওয়া গল্পের শেষ লাইনটি আপনার জন্য।
আর আমার মত মাতালদের জন্য এক মিনিট নিরবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.