নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
মরিচা পড়া অতীতের স্মৃতি আর ধারালো অনুভূতির কোপাকোপিতে আমাদের / বাঙালির হৃদয় প্রতিনিয়তই রক্তাক্ত হয় আর সেই রক্তাক্ত হৃদয়ের রক্ত দিয়ে আলতা পড়ে হলিও আমাদের/বাঙালির মধ্যেই কেউ না কেউ খেলে।
ওরা বুঝেনা যে, প্রকৃতি কখনো কোনকিছু ভুলে যায়না, আজ অথবা কাল সে প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত থাকে।
প্রকৃতি ক্ষমা করতে জানেনা।
আর প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম কেননা, প্রকৃতি অনুভূতির জন্মদাত্রী হলেও তার নিজের কোন অনুভূতি নাই।
আজ যে অন্যের হৃদয়কে রক্তাক্ত করে লোহিতবর্ণের আলতা পড়ে হলি খেলছে কাল প্রকৃতি তার হৃদয়ে রক্তগঙ্গা বইয়ে দিবে যে রক্ত দিয়ে হয়ত কোন কীটপতঙ্গ অবহেলায় হলি খেলবে এটাই নিয়ম।
চলছে, চলুক রক্ত নিয়ে হলি খেলা,
পড়ছে পড়ুক আলতা,
হৃদয় অনুভূতিতে হোল ফোটাক
শত কোটি বোলতা ..........
(আমি বাঙালি, আপনি????? )
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ ! বাস্তবতাকে সুন্দর হিসেবে মেনে নেওয়ার সাহসের জন্য।
২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৩
সোজোন বাদিয়া বলেছেন: আপনার ক্ষোভের সাথে সহমর্মিতা জানাচ্ছি। ভাল থাকুন।
০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: হা হা হা হা হা ........
এখানে কি শুধুই আমার ক্ষোভ ই দেখলেন?
বাস্তবতা কি এমন নয়??
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর