নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

আসলে কি লাভ হয় এদের দিয়ে ? কেন খোঁজে ফিরি তবুও ?

০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮


যে বা যিনি আপনার মধ্যে কোনকিছু(ভালবেসে সুখ) সৃষ্টি করতে পারে ওই সৃষ্ট "কিছুটা(সুখটাকে) কে" ধ্বংস করার ক্ষমতাও কেবল তারই থাকে।
আর সৃষ্টি কিংবা ধ্বংস দুইটাই তার ইচ্ছার উপর নির্ভর করে।
অন্যের সৃষ্ট যে বিষয়টা(ক্রিতিম সুখ ) নিয়ে আজ আপনি প্রফুল্লিত, সেটা যেকোন সময় উনি ধ্বংস করে দিবেনা অথবা আপনার হতে কেড়ে নিবেনা, এর গ্যারান্টি কি?
আপনার মধ্যে অবস্তুগত বিষয়গুলো যখন অন্য কেউ সৃষ্টি করল তখন আপনি তার কন্ট্রোলে চলে যাবেন। আপনার ভাবনাগুলো তখন তখন তাকেই ঘিরে থাকবে ইচ্ছে করলেও নিজেকে ঘিরে আর ভাবতে পারববেননা।
সর্বদাই ভীত সন্তস্ত্র থাকবেন কখন সেগুলো ধ্বংস শুরু হয়ে যায়?
ধ্বংস গেলে হয়তো আপনিও হারিয়ে যাবেন, নষ্ট হয়ে যাবে আপনার সৃজনশীলতা, আকড়ে ধরে রাখবেন সেই সৃষ্টির স্মৃতি গুলো যেগুলো আপনাকে শুধু পিছু টানতে পারবে, সামনে এগোতে দিবেনা ।
তবে সত্য কথা বলতে কি, তবুও আমরা সেই স্রষ্টাকেই খোঁজে ফিরি প্রতিনিয়ত যে আমাদের মধ্যে কৃত্রিম অনুভূতির সৃষ্টি করে বিনাশ্রমে রাজত্ব কায়েম করবে আমাদের মনোরাজ্যে। শুরু করবে ভাঙা গড়ার খেলা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

কবি হাফেজ আহমেদ বলেছেন: একমতধন্যবাদ আপনাকে সতত বাক্যের জন্য।

০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ , সত্য টা বুঝে মেনে নেওয়ার জন্য।

২| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.