| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম্ব পেডেস্ট্রিয়ান
আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
রক্তগঙ্গা ভয় পেয়ে কি লাভ?
যখন এই গঙ্গায় স্নান করলেই আসে পবিত্রতা
নোংরামিকে নাক চিটকিয়ে কি লাভ?
যখন নোংরামি ই গড়ছে নতুনতম সভ্যতা
নিজের স্বার্থ ত্যাগ করছ কেন ?
অপর জন ভাবছে এটা তোমার দুর্বলতা
বিদ্রোহ করেই আর কি করবে?
যখন বিদ্রোহকে দেখে সবাই বলে অসভ্যতা ।
এত ভেবে, এত লিখে কি আর হবে বল?
যদি বিবেকের থাকে কাল সানগ্লাস
এত জ্ঞানের বুলি আউরাচ্ছ কেন ?
যখন পারনা বলতে সত্যটা ঠাস ঠাস ।
রক্তগঙ্গা চাই হাজারটা,
নোংরামিই হউক সভ্যতার ধারক,
হতে চাই আরও স্বার্থপর , বিদ্রোহ করে হতে চাই অসভ্য,
পড়াবনা বিবেক কে কাল সানগ্লাস, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে যেতে চাই সত্যটা ।
কে কি বলল, Who cares????????
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ভালো না হলেও সমস্যা নাই ভাই...
ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে যেতে চাই সত্যটা
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: বেশ!
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৬
মুই কোলো হাবিল্লা কতা কবা হামলাইয়া বলেছেন: অরে আল্লা ভালই তো লেকছেন, মোরে একটু শিখাইবেন কেমনে কবিতা লেহে।