নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
রক্তগঙ্গা ভয় পেয়ে কি লাভ?
যখন এই গঙ্গায় স্নান করলেই আসে পবিত্রতা
নোংরামিকে নাক চিটকিয়ে কি লাভ?
যখন নোংরামি ই গড়ছে নতুনতম সভ্যতা
নিজের স্বার্থ ত্যাগ করছ কেন ?
অপর জন ভাবছে এটা তোমার দুর্বলতা
বিদ্রোহ করেই আর কি করবে?
যখন বিদ্রোহকে দেখে সবাই বলে অসভ্যতা ।
এত ভেবে, এত লিখে কি আর হবে বল?
যদি বিবেকের থাকে কাল সানগ্লাস
এত জ্ঞানের বুলি আউরাচ্ছ কেন ?
যখন পারনা বলতে সত্যটা ঠাস ঠাস ।
রক্তগঙ্গা চাই হাজারটা,
নোংরামিই হউক সভ্যতার ধারক,
হতে চাই আরও স্বার্থপর , বিদ্রোহ করে হতে চাই অসভ্য,
পড়াবনা বিবেক কে কাল সানগ্লাস, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে যেতে চাই সত্যটা ।
কে কি বলল, Who cares????????
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ভালো না হলেও সমস্যা নাই ভাই...
ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে যেতে চাই সত্যটা
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: বেশ!
০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:০৬
মুই কোলো হাবিল্লা কতা কবা হামলাইয়া বলেছেন: অরে আল্লা ভালই তো লেকছেন, মোরে একটু শিখাইবেন কেমনে কবিতা লেহে।