নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
সবাইকে স্বাগতম!
মৃতপ্রায় আইডিটা তে ফিরে এলাম। নিজের আইডিতে নিজে গত ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৩টার পর আজ ০৮ আগস্ট ২০২৩ তারিখ রাত ০২ঃ৫৯ মিনিটে লিখতে বসলাম।
বেকার জীবন থেকে জীবিকার পিছনে ছুটে, বিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সবার শুভকামনা থাকলে আবারো লিখা শুরু করব। আজকে আমাকে প্লিজ সবাই ওয়েল কাম করুন। আমার ব্লগটা পড়ে উৎসাহ দেওয়ার মত হলে উৎসাহ দিন। আমি লিখতে চাই।
বিঃ দ্রঃ চিরন্তন সময়ের সাথে মানিয়ে নিতে না পারাটা ব্যক্তির ব্যর্থতা, সময়ের নয়। নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি।
২| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়েলকাম ব্যাক। ধুমাইয়া ব্লগিং করুন। শুভ কামনা থাকলো আপনার জন্য।
আপনার কয়েকটা পোস্ট দেখে এলাম। আপনার ভালো গুণ হলো, আপনি সব কমেন্টের জবাব দিয়েছেন। এর সাথে একটু যোগ করি, জবাবগুলো যথাসম্ভব তাড়াতাড়ি দিবেন। আপনি এ কমেন্টের জবাব না দিয়ে পুরা দুনিয়া ঘুরে কমেন্ট করে বেড়াবেন, সেটা শোভনীয় নয়।
ইয়ে, আমার এ কমেন্টের জবাব যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে না পাই, তাহলে এটাই আপনার পোস্টে আমার শেষ কমেন্ট
আরো একটা ইয়ে আমার পরিচয় অংশে ২টি বানান ভুল আছে। সংশোধন করুন প্লিজ :
আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।
০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: কৃতার্থ জ্বনাব
৩| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: আসুন, লিখুন, পড়ুন, মন্তব্য করুণ।
০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০২
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ধন্যবাদ জ্বনাব।
৪| ০৯ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখে যান,পড়ে যাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৩ রাত ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম!
চেষ্টা করুন, এখন থেকে নিয়মিত লেখা পোস্ট করতে। পড়ার জন্য, লেখা নিয়ে কিছু বলার জন্য আমরা তো আছিই, যেমন এই কথাটা এখানে বলে গেলাম।