নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান

আআত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিশ্বাসঘাতক এবং চরমভাবে বদমেজাজি টাইপের একটা প্রাণী। নিরাপদ দূরত্বে থাকুন।

নাম্ব পেডেস্ট্রিয়ান › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ প্রয়োজন

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৩

মনে করুন আপনি একজন মার্জিত বিবেকবোধ সম্পন্ন মানুষ, স্পেশিফিক পুরুষ অথবা মহিলা।
ধরুন আপনার জন্ম নব্বইয়ের দশকে। জন্মসূত্রে আপনি বাংলাদেশের নাগরিক। আপনি পড়াশোনা করে কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর বাংলাদেশ পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করে স্বাভাবিকভাবে(মেধার ভিত্তিতে) নির্বাচিত হইলেন। উল্লেখ্য যে আপনার জন্মের ০১ বছর পর আপনার বাবা মারা গিয়েছিলেন, অভাবের সংসারে বেড়ে উঠেছেন। চাকুরি হওয়ার পর না করতে চাওয়াটা আপনার জন্য বিলাশিতা নি:সন্দেহে। আওয়ামীলীগ সরকারের আমলে দাড়ি সহ কোন তদবীর ছাড়াই আল্লাহ ওয়াস্তে আপনার চাকরিটা হয়ে গেল। আপনি ৪/৫ বছর চাকরিও করে ফেলেছেন অলরেডি।
উল্লেখ্য যে আপনি আপনার চাকুরি জীবনে কোন ধরনের গায়েবী মামলার বাদী/তদন্তকারী ছিলেন না। এ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক ভর্ৎসনাও আপনাকে সইতে হয়েছে। জুলাই অভ্যুত্থানেও আপনি কোন রকম বেআইনী কাজ করেন নি। এমতাবস্থায় আওয়ামী সরকারের পতন হল। আপনার পরিচয় আপনি আওয়ামীলীগের পুলিশ।
আপনার পরিচয় আপনি জাতীয় বেইমান, আপনার পরিচয় আপনি দেশ ও দশের শত্রু।
বলে রাখা ভাল, আপনি আওয়ামীলীগের আমলে যে সকল কর্মস্থলে চাকুরি করেছেন সেখানকার বিএনপি বা অন্য মনোভাবাপন্ন রাজনীতিবিদরা আপনাকে ভুলেও খারাপ বলতে পারবেনা। কেননা আপনি আপনার জায়গায় সৎ ছিলেন। আপনি অবৈধ টাকা পয়সাও নেননা।
এমতাবস্থায়, বর্তমান পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে সামলাইতেন?
সময় সুযোগ হলে পরামর্শ দিবেন।
কেউ একজন পরামর্শ চাইলো তাই এখানে লিখলাম।
অগ্রীম ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: খুব সহজ।
আমাদের দেশে বহু নাস্তিক মারা যাবার পরও তাদের জানাজা হয়েছে, কবর হয়েছে, মিলাদ হয়েছে।
বহু ব্লগার জামাত রিলেটেড না হয়েও জামাত-শিবির ট্যাগ পেয়েছে।
বিশ্বজিৎ শিবির না করেও শিবির ট্যাগে হত্যা হয়েছে।
এরা যেভাবে নিজেদের এখনও সামলে রেখেছে, আপনার কাছে যে প্রশ্ন করেছে তাকেও সেই উত্তরটা দিতে পারেন। আর সাথে সাথে তাকে বলবেন "সবজি" কম টানতে। আঃলীগের সময় আপনার বর্ণনা দেওয়া উপায়ে কেউ পুলিশে চাকরী পাইছে এইটা কোন আঃলীগারও বিশ্বাস করবে না।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৩

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: বিশ্বাস মেটার করছে না। আপনার পরামর্শ টুকুই আমার প্রয়োজন। আর এখানে বলা আছে কল্পিতের চাকরি জীবনে কোনদিন কোন গায়েবী মামলার সাথে সম্পৃক্ত হন নাই।(যার দালিলিক প্রমান আছে)। অতএব বিশ্বাসের মাত্রা আরেকটু বেশি হলে উত্তম হত। তবুও আপনাকে ধন্যবাদ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: পরামর্শ দিব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.