![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাম্পাসের দিনকাল ভালোই যাচ্ছিল। মাসে মাসে বাপের পাঠানো টাকা, হলের খাবার আর অল্প-স্বল্প পড়াশুনা; আমার অবস্থা এক কথায় বোঝানোর জন্য এসবই যথেষ্ট ছিল। সবই ঠিকই ছিল। সমস্যার শুরু হলো যখন আমি আমার ক্লাসমেট রিয়া নামের মেয়েটার প্রেমে পড়ে গেলাম। প্রেমের কথা বলার সাহস আমার ছিল না। মনের কথা বলতে না পেরে প্রচন্ড হতাশ হয়ে গেলাম। জীবন সম্পর্কে বিতৃষ্ণা চলে আসলো। কিছু ভালো লাগে না। গল্পের বই পড়তে ভালো লাগে না, গান শুনতে ভাল লাগে না, পিসিতে গেম খেলতে ভাল লাগে না, পড়াশুনা যা করতাম তাও করতে ভালো লাগে না। পুরাই বাজে অবস্থা।
ওদিকে আমার পছন্দের মেয়েটা দেখি খুব আনন্দে দিন কাটাচ্ছে। সহ্য করতে পারলাম না। আমি প্রেমে পড়ে কষ্টে থাকবো আর ও কেন খুশিতে থাকবে? মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। একদিন রিয়ার ফেসবুক আইডি হ্যাক করে ফেললাম। আমি অবশ্য হ্যাকিং এর হ ও জানি না। তবে একথা সবাইকে মানতেই হবে, কারও হোম টাউন যদি খুলনা আর ছোট বেলার প্রিয় খেলা যদি লুডু হয় আর সে যদি তার ইমেইল অ্যাকাউন্টের সিক্রেট কোয়েশ্চান এগুলো দিয়ে রাখে তাহলে তার আইডি হ্যাক হওয়া বাধ্যতামূলক। হ্যাক করার পর অবশ্য কেমন যেন মায়া মায়া লাগল। কোন ক্ষতি করতে ইচ্ছা করল না। নতুন পাসওয়ার্ড রিয়ার এক বান্ধবীকে মেসেজ করে বের হয়ে আসলাম। পাসওয়ার্ড পেয়ে সে অতি স্বত্বর তার আকাউন্টের মালিকানা উদ্ধার করে নিল।
এদিকে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আগে হতাশায় ভুগতাম, এখন অপরাধবোধে ভুগতে শুরু করলাম। সারাক্ষণ মনে হয় কাজটা করা ঠিক হয় নি। দুই-তিন দিন প্রচন্ড হতাশা আর অপরাধ বোধের মধ্য দিয়ে কাটিয়ে দিলাম। তারপর ঠিক করলাম না এভাবে আর থাকা সম্ভব না। কিছু একটা করা দরকার।
রিয়াকে ফোন করে বললাম ‘একটা কথা বলবো, মানসিকভাবে প্রস্তুতি নাও।’
ও বলল ‘নিলাম’।
কিন্তু আমার মধ্যে আবার ভয় জেঁকে বসলো। বললাম ‘আমিও মানসিক প্রস্তুতি নিয়ে নেই। তারপরে বলবো’।
তারপর কয়েকদিন ধরে মানসিক প্রস্তুতি নিলাম। একদিন ক্যাম্পাসে ওকে একা পেয়ে বলে দিলাম-দেখো রিয়া, মাইর-টাইর দিও না। তোমার আইডি যে কালপ্রিট হ্যাক করছিল, সে আমি। রিয়া একেবারে চোখ গোল্লা গোল্লা করে আমাকে খেয়ে ফেলবে এমন ভঙ্গিতে প্রশ্ন করল-কেন হ্যাক করছ?
আমি একটু ভাব নিয়ে নিলাম, হ্যাকাররা কেন হ্যাক করে? কারণ তারা হ্যাকার।
আমি আসলে ছাগল টাইপের ছেলে। নাইলে আমি তো সত্যি কথা বলতে পারতাম, "রিয়া আমি ভালবেসে তোমার আইডি হ্যাক করেছি। এটা আমার ভালবাসার বহিঃপ্রকাশ।" দুই সপ্তাহ আফসোস করলাম। ইশ! সত্যিটা কেন বললাম না? তারপরে আবার সিদ্ধান্ত নিলাম: জোভি হোগা, এবার ভালোবাসার কথা বলেই দিব।
ক্যাম্পাসে এক কোনায় রিকে ডেকে নিয়ে বললাম-আরেকটা কথা বলব। মানসিক ভাবে প্রস্তুতি নাও।
আবার কি অকাজ করছ?
নিজু কারণ ছাড়া কোন অকাজ করে না। এখন কিছু কথা বলব।
তাহলে বলেন নিজু সাহেব। শুনে ধন্য হই।
ইয়ে মানে, রিয়া? তোমাকে আমি অনেকদিন ধরে ভালবাসি। কথাটা না বলে শান্তি পাচ্ছি না।
জানি তো।
জানো মানে!
আমি কি কচি খুকি নাকি? ক্লাসে সারাক্ষণ যে আমার দিকে তাকিয়ে থাকো, কি ভাবছ জানি না?? আমার বাসার কাছে গিয়ে যে ঘুর ঘুর কর আমি লক্ষ্য করি না??
তাহলে এখন কি করবো?
কি করবা মানে? আমার আইডি হ্যাক করছো আবার আমার পিছনে ঘুর ঘুর করো? দূরে যেয়ে মরো।
ব্যর্থ মনোরথে পিছন ফিরে হাঁটা শুরু করলাম। উদ্দেশ্য দূরে যেয়ে মরবো।
পিছন থেকে রিয়া ডাক দিলো-রাতে ফোন খোলা রাখবা, ফোন দিব।
.....(সমাপ্ত)
বি. দ্রঃ
গল্পের মূল লেখক আমার বন্ধু(অতিথি নিক)। আমি কপি করেছি সাথে কিঞ্চিৎ এডিট করে গল্পের নায়ক হয়েছি।
মূল লেখাঃ http://www.sachalayatan.com/guest_writer/46473
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এত হাসেন ক্যান মিয়া?
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা, গল্পের ফ্যান্টাসি দারুণ হইছে। তো নিজু ভাই বিয়া করড় সময় তোমার এই ছোটনকে রাখিও। _____
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওক্কে ডিয়ার।
কিন্তু সমস্যা হল,
আমি তো কনিষ্ঠ প্রেমিক
করা থুয়ে কারে বিয়া করি!
সারাক্ষণ আমি ভাই
এই চিন্তাতেই মরি।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: হাঁ হাঁ হাঁ সে তো বুঝতেই পারছি !!! মনে কিছু একটা চলে এসেছে । তাই বলে শেষ পর্যন্ত বন্ধু কপিরাইট হ্যাক !! তবে এবার রিয়াকে হ্যাক না করলেই হল । তবে আমরা কিন্তু মন্ডলভাইকে বিয়ে থা দেবো না । কচি করেই রাখবো, হা হা হা...
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রিয়া নামটা বাস্তব। সে আমাদের ক্লাসমেট।
না বলে কপি-পেষ্ট করাটা অবস্য ঠিক হয়নি। তবে আমার নাম্বার তার কাছে আছে। সমস্যা হবে না।
বিয়ের ব্যাপারে আপনাদের সীদ্ধান্ত গ্রহণ করা হইলো।
ভালো থাকুন
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
ল বলেছেন: হ্যাকড লেখাটা ঝাকানাকা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হুম
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: অসুস্থ মানুষের গল্প।
সুস্থ মানুষের গল্প গুলো অন্য রকম হয় না।
না, মন্তব্যটা ঠিক হলো না।
আসলে বড্ড অগোছালো লাগলো।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডাক্তারের সাথে যোগাযোগ করেন
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
হাবিব বলেছেন: গানটা শুনেছিলাম......
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গান কোথায় পেলেন?
ওগো নিরুপমা করিও ক্ষমা...
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬
মনিরা সুলতানা বলেছেন: কিন্তু সমস্যা হল,
আমি তো কনিষ্ঠ প্রেমিক
করা থুয়ে কারে বিয়া করি!
সারাক্ষণ আমি ভাই
এই চিন্তাতেই মরি।
হাহাহাহাহা , কপি পেস্ট করে যদি নায়ক হওয়া যেত !!
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গল্পের মধ্যে নায়ক হয়ে কি হবে? বাস্তবে তো ভিলেন হয়ে বসে আছি।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫
পবিত্র হোসাইন বলেছেন: দুষ্ট ছেলে !!!!
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গল্পে যাই হই, বাস্তবে আমি ভদ্র ছেলে
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬
নীল আকাশ বলেছেন: দুর মিয়া।
এইটা কিছু হইল! সমাপ্ত মানি না। এইটার দ্বিতীয় পর্ব চাই। রসে ডুবান জমজমাট প্রেম কাহিনী চাই। নাইলে কিন্তু মাইর আছে কইলাম! একটাও নীচে পড়ব না কইলাম!
কপি পেষ্ট মারেন আর যাই মারেন, ঐ ডনি মিয়ার কইয়া দিয়েন ২য় পর্ব পড়তে চাইছে লোকজন
........।
আমরাও একটু প্রেম করা শিখি!
ধন্যবাদ। আর শুভ কামনাটা ২য় পর্ব পড়ার পর দিমু.....।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাইর খেতে রাজি, আমার দ্বারা গল্প লেখা হবে না।
ডনি এখন ব্লগিং করে না। ও ব্যাটাতো ইদানিং ফোনও ধরে না। ওকে পেলে ২য় পর্ব লিখতে বলবো।
ভালো থাকুন।
(আপনাকে রাজনীতি বিষয়ে কিছু কথা বলবো, মানসিকভাবে প্রস্তুতি নিন।)
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো গল্প ।
যারা ব্লগে গল্প খুঁজে পান না তাঁরা গেলেন কোথায় ?
চোখের সামনের গল্পটাও দেখতে পেলেন না নাকি ?
শুভকামনা
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
(এক টাইপের লোক আছে, ঠিকমত পোস্ট পড়বে না। খালি গল্প মারবে। ব্লগে এই হল, সব লেখা রাবিশ....! ওদের নিয়ে ভেবে কাজ নেই।)
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
শাকে কি আর মাছ ঢাকে!!!
বন্ধু ডনির কথা বললেও আমরা যা বোঝার বুঝেছি
হা হা হা
গল্পে ভাল লাগা
+++
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
ওকে, মাছের উপর থেকে শাক তুলে নিলাম। রিয়া বাস্তব চরিত্র। তার অাইডি ...১০২। দেখি বন্ধু মহলের কেউ পোস্টটা পড়ে নাকি।
জানু পাখি রিয়া
নাই আমার হিয়া,
চলো করি বিয়া
কাজি অপিস গিয়া।।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: চবিটা দেকেই পুস্তটা পলতে এলুম
Hacking is fun if you are a hacker
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুদ্ধ ভাষায় মন্তব্য চাই
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তাও আবার লোকের পোস্ট
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ছিরি না
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
তারেক ফাহিম বলেছেন: রিয়া নামের এক মেয়ে আমায় প্রাথমিক শিক্ষা অধ্যায়নকালে চেকা দিয়েছিলো
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের নায়কার নাম পুরো নাম
ফারিয়া তাবাসসুম রিয়া,
এই জনমে হইবে না আর
তাহার সহিত বিয়া।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যে ছিরি না
টেস্ট করলাম
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: হাহাহা.............শুভ সমাপ্তি।
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪
কালীদাস বলেছেন: গল্পের চেয়ে ৫ নাম্বার কমেন্টের রিপ্লাই বেশি ভাল লাগছে
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৫
শিখা রহমান বলেছেন: জীবন সম্পর্কে এখনো বিতৃষ্ণা আছে দেখছি!! রিয়াকে সাহস করে ফোনটা করেই ফেলো ছেলে।
গল্প মজা লেগেছে। তোমার গল্প তোমার মতোই। শুভকামনা।
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওর ফোন নাম্বার নাই, ফোন দেবার সাহসও নাই..
ধন্যবাদ
২০| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬
ফয়সাল রকি বলেছেন: কপিরাইট সংক্রান্ত ঘটনাটা বাদ দিয়ে বলছি, চমৎকার প্রেমের গল্প।
এরকম একটা ফোনের জন্য অপেক্ষায় থাকাটা আরো চমৎকার!
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।
পোস্টটা লেখককে না বলেই দিয়েছি। আমার আইডিটা তার চেনার কথা।
গল্পটা অাংশিক সত্য। রিয়া আমাদের বান্ধবী। তবে শেষ ফোনটা আর আসেনি।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: রিয়ার কি খবর
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সে যেখানে খুশি মরুক।
(আমি আবার তার প্রেমে পড়েছি)
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1548553561-eb06fa4_xlarge.jpg
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1548554638-c9c3675_xlarge.jpg
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1548554734-3687d61_xlarge.jp
gpro pic
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/numondal/numondal-1548554763-45b41ef_xlarge.jpg ia full
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাইসো না।
আমার জানুর তোলা ছবি। বাগান করার খুব শখ বেচারা...
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২
মুক্তা নীল বলেছেন: মিষ্টি মিষ্টি ভালোবাসার বহিঃপ্রকাশ ও গল্প। ফোনটা করে নিলেই হয়। প্রেমে ভয় বা ইগো থাকতে নেই। রিয়া কে ফোন করে ফেলেন....।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনাদের কমেন্ট পড়ে আমি আবার তার প্রেমে পড়েছি। কি যে করি...
ওর ফোন নাম্বার নাই, ফোন দেবার সাহসও নাই..
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
জনৈক অচম ভুত বলেছেন: ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে আইডি হ্যাক!
২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী। তবে বার্তমানে তাহার ফেবু আইডি বন্ধ আছে। হ্যাক করেও লাভ নাই...
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি তার ছলনা
২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খেজুর গাছী আমারে দেখে মশকরা করে কেন?
কেন? কেন? কেন??...
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: খেজুর গাছী
বাছা এটাও একটা শিল্প
২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুই কি শায়মা হইতে চাস?(ওর মত কমেন্ট করিস ক্যান?)
বিরাট বড় শিল্পী হ...
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কেননা দুনিয়ায় বল দিয়ে কম খেলা নেই
২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্য বুঝি নি।
বয়স কত মিয়া? করবেন কবে বিয়া??
২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: শায়মা হবো কেন
আমি হবো আর্কিওপটেরিক্স
খেলার ভিতর বিয়ে আইলো ক্যা
সাবধান হে বালক
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চুপকর গাছী.. শায়মার নাম মুখে এনেছিস তো...
যা খুশি তাই হ।
পুনশ্চঃ তরে আমি কমেন্ট ব্যানে রাখমু।
৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ভয় পেয়েছ খোকা
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর্কি নামের টার্কিকে দেখে কীসের ভয়!!
৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
বাপরে..... লজ্জায় লাল হে ভায়া
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
ভুয়া মফিজ বলেছেন:
