![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক ঘন্টা ধরে ভাবছি। বিষয়টি নিয়ে লিখব কী না কিংবা কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি না। দু লাইন না লিখলে শান্তিও পাচ্ছি না। তাই শুরু করলুম...
সামু যে চটি সাইটের তকমা পেয়েছে খবরটা অনেকেই শুনেছেন। বাংলা ভাষার সর্ববৃহৎ কমিউনিটি ব্লগে ৩ কোটির উপর পোস্ট এসেছে। হাজার হাজার পোস্টের সাথে দু-চারটা অ্যাডাল্ট কন্টেন্ট যুক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না(ব্লগ অনুসন্ধানে সার্স দিলে ১৮ অনেক পেজ আসে)।
সরকার অ্যাডাল্ট সাইট বন্ধের উদ্যোগ নিয়েছে।
-ভালো কথা।
এর জন্য কয়েকদিন কিছু আইএসপি থেকে ব্লগে আসা যাচ্ছে না(আমি এখনো ডেক্সটপ মোডে ব্লগিং করতে পারছি না)।
-সেটাও না হয় মানলুম। (কর্তৃপক্ষ ২০ হাজারেরও বেশি সাইট চিহ্নিত করেছে। যার মধ্যে ১৫,৬৩৬টি প্রাপ্তবয়স্ক সাইট এবং ২,২৩৫টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয়।)
তালিকাতে সামুর নাম দেখে অবাক হই নি, অবাক হয়েছি মন্ত্রীর মশায়ের বক্তব্যে, সামু নিয়ে যে মন্তব্য করেছেন সেটা পড়ে।
www.somewhereinblog.net এবং books.google.com.bd পর্নোগ্রাফির সাথে কিভাবে সম্পৃক্ত জানতে চাইলে টেকনোক্র্যাট মন্ত্রী মোস্তফা জব্বার জানান, সেখানে আপত্তিকর বিষয়বস্তু ছিল। এর জবাবে তিনি সাংবাদিককে জিজ্ঞাসা করেন, "এই ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত বিষয় বস্তুগুলো কখনও পড়ে দেখেছেন?"(!!!???)
তিনি আরো বলেন, "সামহোয়্যারইন ব্লগ এক সময় খুবই বিতর্কিত ব্লগ ছিল৷ এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকার বিরোধী না, আরো জঘন্য ছিল৷ যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করত তারা৷ নাস্তিকতার জন্যও দায়ী ছিল তারা৷ সুতরাং এরকম কোনো কনটেন্টের জন্য এটা হতে পারে৷ ওভার অল একটা সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট চাই আমরা৷" (dw.com থেকে লিংকটা কপি করতে পারছি না।)
সামু নিয়ে মন্ত্রী চিন্তাধারা কী, ভাবা যায়! আমাদের বিরুদ্ধে তো অভিযোগের ছড়াছড়ি! এসব কি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেবার চেষ্ট?
পরিচ্ছন্ন হোক ইন্টারনেট, বেঁচে থাক সামুঃ
ইন্টারনেট জগৎ নিরাপদ থাকুক এটা আমরাও চাই। দেশের আইন/সামুর নীতিমালাও পর্নোকে সমর্থন করে না। (৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে, তবে তা মুছে ফেলা হবে । সামু কোন লাভজনক প্রতিষ্ঠান নয় যে ১৮ পোস্ট নিয়ে ব্যবসা করবে। সামুতে যেসব ১৮ লেখা/ছবি আছে, এর জন্য আমরাই দায়ী। সামুতে আপত্তিকর যেসব কন্টেন্ট আছে, মডারেশন প্যানেল আলোচনা করে তার কিছু অংশ মুছে ফেলা যেতে পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার, "নীতিমালা বিরুদ্ধ কন্টেন্ট(যদি থাকে) মুছতে হবে, আইপি বন্ধ করা যাবে না"।
আমরা চোখ-কান খোলা রেখে বিচক্ষণতার সাথে লেখালেখি করি। ব্লগিং হোক দেশ, মাটি ও মানবতার কল্যানে। হ্যাপি ব্লগিং...
কিছু লিংকঃ
১। ছয় মাস পর্ন সাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের (খবরটা গত নভেম্বরের)
২। টার্গেটে বিশ্বের সব থেকে বড় বাংলা ব্লগ
৩। বেশ কিছু আইএসপি থেকে সামহোয়্যারইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে। - নোটিশবোর্ড
৪। সামহোয়্যারইনব্লগে ঢুকতে সমস্যা হচ্ছে, অভিযোগ কর্তৃপক্ষের
৫। নিষিদ্ধ পর্নোগ্রাফিক ওয়েবসাইটের তালিকায় গুগল বুকস, সামহোয়ারইনব্লগ (Click This Link ।। http://www.dw.com/../a-47634886)
৬। যে কারণে বন্ধ করা যায় না পর্নো সাইট
৭। ভুল হচ্ছে, নিশ্চয়ই খুব বড় কোন ভুল হচ্ছে এখানে! - হাসান মাহবুব
৮। সরকারের চোখে ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’, বন্ধ সামহোয়ারইন ব্লগ অথবা, Click This Link
৯। শেখ হাসিনা সামু বন্ধ করতে পারে বলে বিশ্বাস হচ্ছে না - চাঁদগাজী
১০। ব্লগ ব্লক ও নিজেস্ব বগবগ - রুদ্র আতিক
১১. সামহোয়্যারইন ব্লগ বন্ধের তীব্র নিন্দা জানাচ্ছি। - গিয়াস উদ্দিন লিটন
১২. সামু বন্ধে পাঠক প্রতিক্রিয়া - মৃত্যু হবে একদিন
১৩. আমাদের শেষ ঠিকানাটি কেড়ে নিবেন না প্লিজ... - বোকা মানুষ বলতে চায়
১৪. সামু বড় আদরের জায়গা আমার/ আমাদের - জুন
১৫. শেইম মি: জাব্বার, শেইম - সোহানী
১৬. শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে করা যায় এমন যত ধরণের প্রতিবাদ রয়েছে- সামুকে পুরোপুরি মুক্ত করে না দেয়া পর্যন্ত তা অব্যাহতভাবে করে যাব। করেই যাবো ইনশাআল্লাহ। - নতুন নকিব
১৭. সামু খোলা আছে থাকবে, সন্ধ্যা রাত্রি ভোরে....... - কাজী ফাতেমা ছবি
১৮. সরকার, প্রশাসন, দুষ্ট-শিক্ষিত বাংগালীরা চিন্তাশীল প্রজন্ম চাহে না বাংলায় - চাঁদগাজী
১৯. মুক্তচিন্তা বন্ধ করা মানে পিছনের দিকে চলে যাওয়া - রোকসানা লেইস
২০. মিথ্যা অপবাদে- নিষেধাজ্ঞার বেড়াজালে সামু! মত্ প্রকাশের সাংবিধানিক মৌলিক অধিকার ফিরিয়ে দাও - বিদ্রোহী ভৃগু
২১. ব্লগের সাম্প্রতিক অবস্থা - ইনাম আহমদ
পুনশ্চঃ ইদানিং নতুন করে আবার ফ্লাডিং শুরু হয়েছে। তাহলে কী ছেড়েই দিতে হবে প্রিয় সামুকে? - আকতার আর হোসাইন
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ রিভিউ হবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তা আর বলতে,
স্বঘোষীত বুদ্ধিজীবী এবং তাঁর আইটি ব্যাবসা...
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১
শরীফ আতরাফ বলেছেন: বুঝলাম না সামু বন্ধ হলো কবে?আমিতো দেশে বসে স্বাভাবিকভাবেই সামুকে ঢুকতে পারছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার ISP(Internet Service Provider) এ কোন সমস্যা নেই, তাই ব্লগে আসতে পারছেন।
সামু বন্ধ হয় নি। কিছু আইপি সাময়িক বন্ধ করা হয়েছে। ফলে অনেকে সামুতে প্রবেশ করতে পারছিল না/পারছে না।
শুভরাত্রি
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৭
আরোগ্য বলেছেন: রাজনীতিতে প্রায় সকলেই বিনা ঘোষিত ধান্দাবাজ। মুখে মধু অন্তরে বিষ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।
অনেকদিন পর গভীর রাতে ব্লগিং করছি। ঘুমান গিয়ে।
শুভরাত্রি...
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫২
নতুন বলেছেন: কাগু এই রকমের ঘিলু নিয়ে মন্ত্রীত্ব করলে তো দেশের ১৪টা বাজাইয়া ছাড়বে....
পণ` সাইট বন্ধ করতেই পারে সমস্যা নাই.... কিন্তু উনি মনে হয় ভুইলা গেছে যে যত মুসকিল তত আছান...কত যে তরিকা আছে পণ`সাইটগুলি দেখার তিনি বোধ হয় যানেন না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর বলবেন না। এদের কাজ দেখলে মেজাজ গরম হয়। এদের কাজই ইয়াবা বদিকে রেখে দুটাকার ব্যবসায়ীদের ক্রসসফায়ার করা। আসল সাইটগুলো(পিকচার, ভিডিও) ঠিকই আছে। বন্ধ করেছে কিছু চটি সাইট(গল্প)। আর দোষ দিচ্ছে সামুর উপর।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৪৫
মা.হাসান বলেছেন: আমি নবীন পাঠক, পুরাতন ইতিহাস জানা ছিল না। স্টিকি পোস্টের ৪২ নম্বর মন্তব্যে ব্লগার দুরমুশ ব্লকের শানে নুজুল বর্ননা করেছেন।
আমার একটি লেখায় ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম চমৎকার একটি মন্তব্য করেছেন । ১৮+ পোস্টের মন্তব্য বলে এখানে পেস্ট করা সঙ্গত মনে করলাম না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী, ইহাই শানে নুজুল।(দুরমুশ ঠিকই কহিয়াছে)
আশরাফুল ভাইয়ের মন্তব্য পড়েছি। উনি উচিত কথাই কহিয়াছেন
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৯
সোহানী বলেছেন: মানে কি, জাব্বার সাহেবের এতো রাগ কেনো সামুর উপর???
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: রাগ হবে না, বিজয় রেখে আমরা অভ্রের পক্ষে কেন ছিলাম..
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪১
রাজীব নুর বলেছেন: কোন গাধা বলে সামু পর্ন সাইট?
নির্বোধ দিয়ে দেশ ভরে গেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কর্তৃপক্ষ আর তাদের ইন্টেলিজেন্স সফ্টওয়ার
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২
তারেক_মাহমুদ বলেছেন: আপনারা অভ্রর প্রতিষ্ঠাতাকে একুশে পদক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন জব্বার মিয়া কি চুপ করে বসে থাকবেন? খুবই দু:খজনক ঘটনা তাহলে কি আমরা অচিরেই হারাতে বসেছি আমাদের প্রিয় সামুকে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিজয় রেখে আমরা অভ্রের পক্ষে কেন ইহাতেই কাকুর রাগ..
সামুকে সরাসরি বন্ধ করা কঠিন। সামু বন্ধ হবে না, বড় জোর গেটওয়ে থেকে কিছু আইপি বন্ধ হবে। তখন ভিপিএন ব্যবহার করলেই হবে।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
ল বলেছেন: ফাজলামির ও একটা নমুনা থাকে!!!
আফসোস হয় কিছু হারামী ও কূটবুদ্ধিধারী লোক স্বাধীন বাংলাদেশের সবকিছু তাদের বানিজ্যিক বিজ্ঞাপন মনে করে।
ওদের পক্ষে হলে সবকিছু শিল্প নইলে পর্নো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটাই।
আমাদের ব্লগ রুলে পর্নো নিয়ে স্পস্ট বলা আছে,
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।(তবে তা মুছে দেয়া হবেhttps://www.somewhereinblog.net/blogrules)
কোন কন্টেন্ট সমস্যা থাকলে ওরা নোটিশ পাঠাক। আইপি বন্ধ করার মানে কী!!!
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
নীল আকাশ বলেছেন: সোহানী বলেছেন: মানে কি, জাব্বার সাহেবের এতো রাগ কেনো সামুর উপর???
দিন দিন সবাই বিজয় বাদ দিয়ে অভ্র বা রিদমিক ইউজ করবে আর উনি বসে বসে কি আংগুল চুশবে? নিজের প্রডাক্টের প্রতি কি উনার কোনই কমিটমেন্ট নেই!!
এই দেশে মন্ত্রী হবার আসল যোগ্যতা কি সেটা জানতে বড় মন চায়! কত টুকু আর কোন পর্যায়ের.........হলে এই দেশে মন্ত্রী হতে পারা যাবে, সেটা একটা অফিসিয়াল সার্কুল্যার বা সরকারী গেজেট থাকা উচিত। সেটা হলে ছোটবেলা থেকেই বাবা মা আর স্কুলে এদের আলাদা করে শিক্ষার ব্যবস্থা করতো আর আমরাও বেঁচে যেতাম!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্লগাররা উনার বিজয়ের বিরুদ্ধে কথা বলেছে। আগে তো কিছু করতে পারেন নি, এখন নানা ছুতোয় নন্দঘোষের উপর দোষ চাপাচ্ছে..
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !
একটা সংস্কৃত শ্লোক বলি --- সর্বনাশে, সমুৎপন্নে অর্ধং ত্যাজ্যতি পন্ডিতঃ
এর অর্থ হলো, বুদ্ধিমান মাত্রেই সর্বনাশের ষোলকলা পূর্ণ হবার আগেই সর্বনাশা ঘটনার স্থান পরিত্যাগ করে।
আশা করা মন্তব্যকারী সবাই বিষয়টি বুঝতে পারছেন। পাগলকে পাগল বলতে নেই যখন তার হাতেই থাকে খালের উপরের সাঁকোর ভার!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শ্রদ্ধেয়,
ইহাই বোধহয় ঘটবে। সরকারি কর্তৃপক্ষের বিবেচনা দেখলে অবাক হই।
মন্ত্রী মশাই বুদ্ধিমান লোক, আমরাই বোকা...
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: বুদ্ধিমান মাত্রেই সর্বনাশের ষোলকলা পূর্ণ হবার আগেই সর্বনাশা ঘটনার স্থান পরিত্যাগ করে (১১ নং মন্তব্য) - বুদ্ধিমান হবো, নাকি বোকাই থাকবো, তা বুঝতে পারছি না!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমিও বুঝতে পারছি না
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
রাকিব আর পি এম সি বলেছেন: অাপনার কথামত ব্লগ অনুসন্ধান করে উনার সেই বিখ্যাত "কাগু" উপাধি খুজে পেলাম!!!! এখন বিষয়টি অামার কাছে পরিষ্কার হলো। ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী জনাব। এই কারণেই কাকুর অনেক রাগ। নির্বোধ ব্লগারদের জন্য উনার কোটি টাকা লস হয়েছে।.....
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩
আহমেদ জী এস বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !
আমার বলা শ্লোকটির পেছনে লুকানো মর্মার্থ এবং শেষের লাইনটির মূল ভাবটি বুঝতে সম্ভবত ভুল করেছেন।
পাগলকে পাগল ডাকলে পাগলের নাচ বেড়ে যায়, অনর্থ ঘটিয়ে ফেলতে পারে। আমি মন্তব্যে তাই সাবধানী হতে বলেছি যাতে পাগলকে কেউ পাগল বলে না ডাকে । এটাই বুদ্ধিমানের কাজ। যেটুকু ক্ষতি হয়েছে তো হয়েছেই , সেটা যেন আর না বাড়ে.....
বেঁচে থাক সামু।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাগলকে পাগল ডাকলে পাগলের নাচ বেড়ে যায়, অনর্থ ঘটিয়ে ফেলতে পারে। আমি মন্তব্যে তাই সাবধানী হতে বলেছি যাতে পাগলকে কেউ পাগল বলে না ডাকে । এটাই বুদ্ধিমানের কাজ। যেটুকু ক্ষতি হয়েছে তো হয়েছেই , সেটা যেন আর না বাড়ে.....
হ্যাঁ শ্রদ্ধেয়, এবার বিষয়টা পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।
মন্তব্যে সহমত। পোস্ট ও মন্তব্যে আমাদের আরো বিচক্ষণ ও সতর্ক হতে হবে। (আমিও পোস্টটা এডিট করছি)
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬
ডার্ক ম্যান বলেছেন: মন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা না । ২০১১-১২ তে সামু নাস্তিকতা প্রচারে সহায়ক ছিল। থাবা বাবার অশালীন লেখাও একসময় বাহবা পেত । ২০১৩ সালের মার্চে সামুতে একটা টাগ ছিল, নাস্তিকতা ও ছাগু মুক্ত ।
বাংলাদেশে নাস্তিকদের দুইটি গ্রুপ আছে, একটা প্রোআমেরিকান এবং আরেকটি প্রোইউরোপিয়ান । সামুর সাথে দ্বিতীয়টার সংশ্লিষ্টতা আছে । বেশকয়েকজন বিতর্কিত ব্লগারকে তারা জার্মানিতে থাকার ব্যবস্থা করে দেয় ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার মন্তব্যকে সমীহ করছি।
প্রোইউরোপিয়ান গ্রুপের দু-একজন এখনো ব্লগিং করছে। কমিউনিটি ব্লগে নীতিমালার ভেতর মত প্রকাশের অধিকার সবার আছে। এটা ঠিক, তখন মুক্ত চিন্তার নামে(ইউরোপ যাবার লোভে) অনেকে ইচ্ছাকৃত ধর্মকে কটাক্ষকরে পোস্ট দিয়েছে। সেসব নিয়ে অনেক প্রতিবাদ, তর্ক-বিতর্ক হয়েছে। তাই সামুকে ঢালাওভাবে নাস্তিক ব্লগ, বিতর্কিত, সরকার বিরোধী,... এসব বলাটা বাড়াবাড়ি।
২০১৩থেকে ব্লগের লেখা পড়ছি। সামুকে আমি পজিটিভ রুপেই দেখেছি,দেখছি, ভবিষ্যতেও দেখতে চাই।
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এর পরের ব্যাখ্যাটির জন্য তাঁকে ধন্যবাদ। আশাকরি, তাঁর পয়েন্টটা এখন সহজভাবে অনেকের কাছেই বোধগম্য হবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী। উনি বিচক্ষণ কথাই বলেছেন..
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২
নাহিদ০৯ বলেছেন: উইকিপিডিয়ায় হাজারে হাজারে ১৮+ পাতা আছে। তাহলে কি উইকিপিডিয়াও বন্ধ করে দিবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটাই। এভাবে ঠগ বাছতে গেলে পুরো গ্রামই উজাড় হয়ে যাবে। আসল সাইট বন্ধের সাথে সাথ নাই সামুর উপর হম্বিতম্বি।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু যদি পর্ণ সাইট হয় তবেতো স্কুলরে শারিরীক শিক্ষার সকল বই ব্যান করা উচিত!
কারণ তাতে যৌন বিষয়ক বিষয়াবলী আছে।
মগের মুল্লুক কি ইহাকেই বলে?
স্বৈরাচারিতার বিষ সবাইকেই একসময় যাতনা দেয়!
সামু এখন সে বিষে জর্জর!
ফেসবুকে ঝড় উঠাতে হবে। অনলাইন পিটিশন ফর্ম ক্রিয়েট করুন কর্তৃপক্ষ থেকে!
মানব বন্ধন হোক জেলায় জেলায়!
জাতীয় ভাবে সবাই আসুন স্মারকলিপি দেই প্রধানমন্ত্রী বরাবরে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সরকার নানা ছুতোয় বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চাচ্ছে। যা মনবতা ও সংবিধানের লঙ্ঘন।
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার, নিশ্চয়তা দান করা হইল।
এখনই সময়, এসব অন্যায়কে প্রতিরোধের। ভালো কাজে সামুর সাথেই আছি।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: সঙ্গত কারণেই আমি কেবল আমার উপস্থিতি জানিয়ে গেলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি অন্য দেশে আছেন তাও প্রতিবাদ করতে পারছেন না, এ কেমন কথা??
আচ্ছা ঠিক আছে, আপনি শোক পালন করুন আর সাথে সাথুন। অবস্থা বুঝে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
হাজিরা দেয়ায় ধন্যবাদ।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২
রাকু হাসান বলেছেন:
মন্ত্রীর এমন মন্তব্যে মর্মাহত হওয়া ছাড়া উপায় নেই । আপনি ঠিক বলেছেন এর জন্য আমরাই দায়ী । বেশি রোমান্টিকতাময় পোস্ট গুলোর শিরোনাম ব্লগাররা ১৮+ দিয়ে দেয় । এটাও একটা কারণ । আমার মনে হয় আমার ভাবমূর্তি রক্ষার নিজেদের কাজ করা উচিত । কিছু একটা প্রতিক্রিয়াও জানাতে পারি মন্ত্রীর বক্তব্যে । খুব খারাপ লাগছে খবর টি শুনে । দুঃখজনক ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১৮+ দেয়া হয় সতর্কতার জন্য। আমি তো জানি এটাই নিয়ম। মন্ত্রী মশায় যে এত হাজী (!) সেটাতো আমরা জানা ছিল না..
মডুদেরও কয়েদিন দেখছি না। কিছু আইপি খুলে দিয়েছে, না দেয়নি, সেটাও বুঝতে পারছি না।
দেখা যাক, পরিস্থিতি কোনদিকে যায়।
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
ঢাবিয়ান বলেছেন: আসল কথা যে এই ব্লগ বাক স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে এটা এখন এক নম্বরের অপরাধ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটাই..
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
নতুন নকিব বলেছেন:
সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষার শ্রেষ্ঠ সামাজিক যোগাযোগ মাধ্যমই শুধু নয়, এ যে দেশে বিদেশে ছড়িয়ে থাকা লক্ষ কোটি মানুষের কন্ঠস্বর, প্রাণের স্পন্দন আজ। বাংলা ভাষার বৃহত্তম পাঠশালার ভূমিকায় এই অনলাইন প্লাটফর্ম।
আশা করছি, বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে বিশ্বময়, বাংলা ভাষাভাষীদের মিলনমেলা- এই ব্লগটির পথচলা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে এগিয়ে আসবেন সংশ্লিষ্ট সকল মহল। পোস্টে +++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।
সহমত। সামু স্বমহিমায় বেঁচে থাকুক।
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ১৮+ লেখক?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী, আমার বয়স ১৮+
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
উম্মু আবদুল্লাহ বলেছেন: সরকার পক্ষ চায় সম্পূর্ন দালাল জাতীয় ওয়েব সাইট। সামহোয়ারে ব্লগাররা স্বচ্ছন্দে নিজেদের রাজনৈতিক বিশ্বাস ভদ্র ভাষায় প্রকাশ করতে পারেন। এইটিই সামহোয়ারের বিরূদ্ধে সরকারের ক্ষোভের আসল কারন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী। আমারও ধারণা, ভেতরের কারণ ইহাই।
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: । "ডার্ক ম্যান বলেছেন: মন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা না । ২০১১-১২ তে সামু নাস্তিকতা প্রচারে সহায়ক ছিল। থাবা বাবার অশালীন লেখাও একসময় বাহবা পেত । ২০১৩ সালের মার্চে সামুতে একটা টাগ ছিল, নাস্তিকতা ও ছাগু মুক্ত । "
সেইটা ২০১৩ এর কথা। তখন তো কিছু করে নি। পাচ বছর পরে এখন কেন হঠাৎ এত তৎপর?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বুড়ো সিংহ উজানে বসে ভাটির বাচ্চা হরিণকে বলে জল ঘোলা করিস কেন। পরের কাহিনী তো জানেনই...
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
সাহাবুব আলম বলেছেন: আমাদের স্টিভ জব্বার যত দিন থাকবে তত উদ্ভট কতা বের হবে বের হবে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জবস সায়েবের শুভবুদ্ধির উদয় হোক
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১
নীলপরি বলেছেন: শুনে খারাপ লাগছে । আশারাখি সবকিছুর সমাধান হবে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খারাপ লাগার মতই ঘটনা।
সামু নিরাপদ থাকুক
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: সামু ব্লক করার বিষয়টি আমার কাছে ভালো লাগছে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা ষড়যন্ত্র, হাইস্যকর সীদ্ধান্ত।
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পাগলকে পাগল বলতে নেই যখন তার হাতেই থাকে খালের উপরের সাঁকোর ভার।
সহমত ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জ্বী, আমিও সহমত।
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যেহেতু কিছু আইএসপি থেকে দেশের ভিতর থেকেই সামহোয়্যার ইন ব্লগে ওয়েব ভার্সনেই লগইন করা যাচ্ছে, তাই এই ব্যাপারটি নিয়ে কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এর সাথে ব্লগ এর মোবাইল ভার্সন এবং ওয়েব ভার্সনেও প্রায়শই নানান পোস্টের এডাল্ট কন্টেন্ট টাইপ শিরোনাম এবং ছবি সম্বলিত লিংক শো করে একেবারে নীচের দিকে। এই ব্যাপারটা সামু কর্তৃপক্ষ 'র উচিত সিরিয়াসলি খতিয়ে দেখা।
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার একটা আইপি বন্ধ। এখন মোবাইল থেকে স্পিড মোডে ব্লগিং করছি(ডেক্সটপ মুডে সামুতে ঢোকা যায় না)। সকালে ৩৩৩নাম্বারে কল দিয়েছিলাম, সামু বন্ধের ব্যাপারে ওরা কিছু জানাতে পারবেনা বলেছে.
##ব্লগ এর মোবাইল ভার্সন এবং ওয়েব ভার্সনেও প্রায়শই নানান পোস্টের এডাল্ট কন্টেন্ট টাইপ শিরোনাম এবং ছবি সম্বলিত লিংক শো করে একেবারে নীচের দিকে।
...হ্যাঁ। বিষয়টা আমিও খেয়াল করেছি। নতুন যে কেউ এসব দেখলে সামু সম্পর্কে নেগেটিভ ধারণা পাবে। কর্তৃপক্ষকে এটা নিয়ে বলেছিলাম। গুরুত্ব দেয় নি।
আমার মনে হয়, সামুর ব্যাপারে ব্লগ টিম এখন যথেষ্ট তৎপর নয়।
৩১| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৪
পলাশবাবা বলেছেন: ঠিক নাস্তিকতা না ..।.।.।.।। ইসলাম বিদ্বেষী লেখা এখনো সামুতে মহাসমারহে প্রকাশিত হচ্ছে। ব্যক্তিগতভাবে ইসলাম বিদ্বেষ থাকতে পারে কিন্তু তা প্রচার করা এবং প্রচার করতে সাহায্য করা মুক্তচিন্তা বা বাক স্বাধীনতা হতে পারে না।
০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সহমত।
ধন্যবাদ
৩২| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৫
ভুয়া মফিজ বলেছেন: দেশ দু'পা আগায় তো এসব মন্ত্রীরা টেনে তিন পা পিছিয়ে দেয়। এদের কীর্তির কথা লেখা শুরু করলে এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার চেয়ে বড় ভলিয়্যুম হয়ে যাবে.....কি বলেন!!
০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সে আর বলতে!
মন্ত্রীরে ব্লগে পেলে, সবার সামনে ডলা যা দিতাম...
৩৩| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: এখনো ভিগো আর টিকটল চলতেছে। এগুলো তো আবার খুব ভাল।
ভাল না হলেও কি এগুলোর কাছ থেকে মন্ত্রী মহোদয় টাকা পাইছে, তাই অনুমিত দিছে। সামু কি টাকা দিছে?
কি আর বলব... এই দেশে ভাল কিছু হোক সেটা ওনারা চায় না।
০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯
আরোগ্য বলেছেন: সামুর উন্নতিতে মন্ত্রী মহোদয়ের এতো গাত্রদাহন দেখে মনে হচ্ছে শীঘ্রই পানি ঢালতে হবে। নতুবা এই বসন্তে এতো জ্বালাপোড়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর।