নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও ভন্ড অনেকের মত...

পাঠকের প্রতিক্রিয়া !

ভাষা হোক সংযত, চিন্তাধারা হোক বিস্তৃত

পাঠকের প্রতিক্রিয়া ! › বিস্তারিত পোস্টঃ

২৬। "পাঠকের প্রতিক্রিয়া!" নিকের বর্ষপূর্তিতে উরাধুরা পোস্ট..;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

আজকের লেখাটা শুরু করলাম, কোন রকম প্ল্যানিং ছাড়াই। গতকাল দেখি নিকটার বয়স এক বছর হয়ে গিয়েছে। আমি ম্যাওপ্যাও টাইপের লেখক। তাই পোস্ট দেব, নাকি দেব না, ভাবতে ভাবতেই দিন কাবার! এদিকে চকবাজারের শোক যেতে না যেতেই, গতকাল বিমান ছিনতায়ের(!) ঘটনা। তার উপর আজ বিডিয়ার বিদ্রোহের দশম বার্ষিকী। এসব নিয়ে ব্লগে অনেক লেখা এসেছে, আসছে, আসবে। তারপরও মনে অনেক প্রশ্ন। যাকগে সেসব চলুন, ঘটনাকে অন্যদিকে নিয়ে যাই...
আমার একটা আইপি এখনো বন্ধ আছে। মানে সেটা দিয়ে এখনো ব্লগিং করতে পারছি না। ব্লগ সম্পর্কে রাষ্ট্রের মন্ত্রী পর্যায় থেকে এমন মন্তব্য শুনে আমি অবাক। সত্যিই অবাক।

খালি ব্যান খাইঃ আমি ব্যান খাই সমস্যা নাই, তাই বলে সামুর দিকে আঙুল তোলা!? তাও আবার সব খোঁড়া যুক্তিতে! আমি মানতেই পারছিলাম না। সামুতে প্রথম ব্যান খেয়েছিলাম, ক্যাচাল করতে গিয়ে(মন্তব্যে অশালীন কথা লেখায়)। কমেন্ট ব্যান ছিল প্রায় ৩সপ্তাহ আর প্রথম পাতায় ৩দিন ব্লক(একজনকে হেয় করে ছড়া লেখায়):P। বিষয়টা লিখলাম এই কারণে, নানা ছুতোয় রাষ্টপক্ষ থেকে সামুর দিকে আঙুল তোলা হয়। আমার কাছে এসব হাস্যকর। অর্ধযুগ ব্লগের সাথে আছি। আমি দেখেছি, অ্যাডাল্ট পোস্ট দেবার জন্য একজন সিনিয়র ব্লগারকে ব্যান করা হয়েছিল। বেচারা তো রাগ করে আর ব্লগেই আসে না। সামু যদি চটির সমপর্যায়েই হবে, এসব ব্যানের মানে কী!
পাঠক নিকে ব্যান খেয়েছি একবার। মডুকে নিয়ে উল্টা পাল্টা বলার জন্য। (গতবছর কিছুদিন খুব ফ্লাডিং হচ্ছিল। সেটা নিয়ে মডুদের উপর মেজাজ খারাপ ছিল)। তখন অবস্য শুধু কমেন্ট বন্ধ ছিল। তাৎক্ষণিক না হলেও ফ্লাডিংকারী নিকগুলো ব্যান করা হয়েছে। এখন কিন্তু ব্লগে ফ্লাডিং নেই।

মন্ত্রী অভিযোগ করেছিল, ব্লগে ব্যক্তি আক্রমন করা হয়। কথাটা আংশিক সত্য হলেও ক্যাচাল-প্যাচাল, যুক্তি তর্ক ব্লগিং এরই একটা অংশ। এটাকে বন্ধ করতে না বলে স্বাভাবিক বিতর্কের জায়গাটা তৈরী করতে হবে। আরেকটা অভিযোগ ছিল, ব্লগাররা নাকি সরকার বিরোধী(!)। "কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজি" কথাটা খুব মনে পড়ছে। কমিউনিটি ব্লগে সব ধরণের/মতের লোক থাকবে, এটাই স্বাভাবিক। এই ব্লগেই দেখেছি, জামাত শিবিরের পক্ষে সাফাই গাওয়া পোস্টকে ব্লগাররাই প্রতিরোধ করেছে। গতবছর জাশি পন্থী একটা আইডিকে ব্যান করতে দেখেছি।
আমার কথা পরিষ্কার, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের নূন্যতম অধিকার থাকতে হবে। মানুষকে সাদা-কালো/ভালো-মন্দ বুঝার, সত্যটা বলার জায়গাটা করে দিতে হবে। এমনিতেই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেভাবে কিছু বলতে পারি না, ব্লগে এসেও যদি দুলাইন না লিখি, জাতী একদিন মুক বধির হয়ে যাবে। তৈরী হবে "সার্টিফিকেটধারী বুদ্ধিপ্রতিবন্ধী" প্রজন্ম। আমরা কি সেটাই চাই? না চাইলে সামু বন্ধ কেন?

❀❀❀ সংযুক্তিঃ
১. আমিও ভন্ড অনেকের মত।(আমার পছন্দের একটা লেখা)
২. কেন ব্লগে পড়তে এলাম ? ব্লগ পড়ে কি শিখলাম ? - পাঠক মানব
৩. ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর- হাসান মাহবুব
ছবিগুলো সামুর আর্কাইভ থেকে নেয়া।
[পোস্টটি আপডেট হবে..]

আপডেট-০১ঃ আজ(২২.০২.১৯) বিকেলে সামুতে আসতে পারছিলাম না। এমনিতেই একটা আইপি বন্ধ, এটাও বন্ধ হলে সামুতে আসতে পারবো কিনা জানি না। আমি প্রক্সি সার্ভার ইউজ করি না। নিজেকে কেন জানি চোর চোর মনে হয়। জাতীয় স্বার্থ বিরোধী কী এমন কাজ করি যে লুকিয়ে ব্লগে আসতে হবে?
১। ভিপিএন কী? এটা কী কাজে লাগে? - Banglatech24.com
২। VPN কি? কেন, কোন কজে লাগে। জেনে নিন এর সুবিধা ও অসুবিধা সহ সম্পূর্ন বিস্তারিত। নেট ব্যবহার করীদের জন্য VPN এর কোন বিকল্প নেই (অবশ্যই জেনে রাখা উচিত)
৩। সামুতে প্রবেশের সমস্যা সমাধান। - মাহমুদুর রহমান

আপডেট-০২: ০৯/০৩/২০১৯
ব্রডব্যান্ডের আইপি বন্ধ। এখন মোবাইল থেকে ব্লগিং করছি। এটাও বন্ধ হয়ে গেলে, সামুতে আসবো কিনা জানি না। :(

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/bpiash/bpiash-1511101823-e25889d_xlarge.jpgমডারেশন স্ট্যাটাস-
"আপনি একজন সাধারন ব্লগার। এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।"

এটা কী হল, বুঝলাম না!

মন্তব্য ৫৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

হাবিব বলেছেন: উরাধুরা শুভেচ্ছা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: ব্লগিং হোক আনন্দময়।
সুস্থ সুন্দর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটাই

ভাষা হোক উন্মুক্ত, চিন্তা হোক বিস্তৃত।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

ঢাবিয়ান বলেছেন: মন্ত্রীর কথায় মনে হচ্ছে সরকার বিরোধিতা একটা অপরাধ!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অযোক্তিক বিরোধীতা/গুজব ছড়ানো অপরাধ।

গঠনমূলক সমালোচনা করাটা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্যান :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি নই, এখন সামু ব্যানে আছে:D

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া !




রাজনীতিবিদরা যখন ব্যক্তি আক্রমনের চরমে ওঠেন তখন মন্ত্রী মহোদয়রা থাকেন কই ? :( আর সেভাবেই যদি ধরি, তবে মন্ত্রী মহোদয়েরও সামুকে ব্যক্তিগত আক্রমন করাটা জায়েজ হয়নি !!!!!!!!! X(
মন্ত্রীর অভিযোগ, ব্লগাররা সরকার বিরোধী । অথচ সরকারই তো নিজেই জোরেসোরেই চাইছে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে আসুক, সরকারের অন্যায্য কাজগুলোর বিরোধিতা করুক কারন বিরোধী দল থাকলে নাকি গনতন্ত্রের ধারা সমুন্নত থাকে। সংসদেও এমন আশা ব্যক্ত করা হয়েছে যে সরকার বিরোধীরা আসুক। তাহলে মন্ত্রীর মুখে এমন উল্টো কথা কথা কেন, তার দলের ধারনার বিপক্ষে যেয়ে? কি উদ্দেশ্য তার ? সরকারকে হেয় করা ?

বর্ষপূর্তি উপলক্ষ্যে যে তাফসির বয়ান করলেন তাতে ধন্যবাদ আর অভিনন্দন জানিয়ে বলি, আপনার এ লেখাটি যেন মন্ত্রী মহোদয়ের চোখে পড়ে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শ্রদ্ধেয়,

"উচিত কথায় মুর্শিদ বেজার"। নেতারা নিজেরা বিবেকহীন/তাঁরছেড়া মন্তব্য করবে সমস্যা নেই। আমরা কিছু বললেই দোষ।

মুখে যাই বলুক, সরকার সমালোচনা সহ্য করার মত অবস্থানে নেই। কোন সরকারই সেটা করে নি।

ধন্যবাদ। মন্ত্রী মশায় কি ব্লগ পড়ে! পড়লে তো ব্লগ সম্পর্কে এমন মন্তব্য করতো না।:(

ভালো থাকবেন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

মনিরা সুলতানা বলেছেন: ব্যান বিশেষজ্ঞের বর্ষপূর্তি পোস্ট পড়ে জ্ঞান অর্জন করলাম।
বর্ষপূর্তির শুভেচ্ছা জনাব!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ মিসেস।

সামুর একটা পুপাও ব্যান খেয়েছিল। বিতর্কিত পোস্ট দেবার জন্য। :D

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

আরোগ্য বলেছেন: অভিনন্দন। আশা করি সামু সহি সালামাত থাকবে এবং আগামীতেও আপনাকে অভিনন্দন জানাবো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।

সামু স্বমহিমায় উজ্জ্বল থাকুক।

ভালো থাকবেন

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

জুন বলেছেন: প্রিয় সামহোয়্যারইন ব্লগে আমার নয় বছর পুর্তি হইলো পাঠক। ভাবছিলাম আপনার মতই একটা উরাধুরা মেগা পোষ্ট দিবো। কিন্ত বর্তমান অবস্থায় আমিও মুক ও বধির হয়ে আছি। গুটিকয়েক মানুষের লেখালেখি করার স্লেটটা ফিরিয়ে দেয়ার আকুল আবেদন জানাই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে।
নিজের কথা বলতে গিয়ে আপনার লেখা নিয়ে কিছু বলা হলোনা :(
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ও তাই তো! ৯ বছর ৩ দিন:)
অগ্রীম শুভকামনা।

না না না। পোস্ট দিতেই হবে। প্রতিবাদি না হয় পেয়ারা চুরির মত নিরীহ পোস্ট দিন। আমরাও ব্রেইল পদ্ধতিতে পড়ে নেব।:P

পোস্ট লেখা শুরু করে দিন। :D

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কথাগুলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭

বলেছেন: উরাধুরা শুভেচ্ছা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থ্যাংকস:)

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬

সোহানী বলেছেন: ওরে বাপরে আপনিতো দেখি ব্যান বিশেষজ্ঞ এর পর্যায়ে চলে গেছেন......... :P

"উচিত কথায় মুর্শিদ বেজার"। নেতারা নিজেরা বিবেকহীন/তাঁরছেড়া মন্তব্য করবে সমস্যা নেই। আমরা কিছু বললেই দোষ।....

আরে ভাই দোষ টোষ না । ওই ব্যাটা জাব্বাররে নিয়া আমরা একটু মাইন্ড মার্কা কথাবার্তা বলছিলাম তার দুই নাম্বারি নিয়া। ওইতে তার আঁতে ঘা লাগছে মনে হয় :D

তারপরও এক বছরের শুভেচ্ছা ..... এবং ভবিষ্যতে ব্যান না হবার জন্য প্রত্যাশা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অনেকবার ব্যান খেয়েছি তো। তাই...:P


সেটাই। আমাদের উপর জব্বার কাকু তার ব্যক্তিগত রাগ ঝাড়ছে। দম থাকলে সে ব্লগে আসুক, দেখি কে কত বড় সত্যের যুধিষ্ঠির।

মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪২

প্রামানিক বলেছেন: উল্টাপাল্টা কথা কমু না শেষে ব্যান খাইতে পারি তবে বর্ষপূর্তীর শুভেচ্ছা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।

উল্টো না হোক, সিধে কথা তো বলবেন। :)

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ ব্লগিং। সাথেই আছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হ্যাপি বার্থ ডে.......

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: thanks:)

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২১

চাঁদগাজী বলেছেন:


সরকারের অনেক জ্ঞানীরাও ব্লগিং করে দেখেছেন সামুতে, গড়ে ২/৩ টি কমেন্ট পেতেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :D


ওদের আলেচিত পেজে যেতে হলে রিলোড ছাড়া উপায় নাই:D

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

নীল আকাশ বলেছেন: সোহানী বলেছেন: "উচিত কথায় মুর্শিদ বেজার"। নেতারা নিজেরা বিবেকহীন/তাঁরছেড়া মন্তব্য করবে সমস্যা নেই। আমরা কিছু বললেই দোষ।....আরে ভাই দোষ টোষ না । ওই ব্যাটা জাব্বাররে নিয়া আমরা একটু মাইন্ড মার্কা কথাবার্তা বলছিলাম তার দুই নাম্বারি নিয়া। ওইতে তার আঁতে ঘা লাগছে মনে হয় :D
সোহানী আপুর সাথে বেশিরভাগ সময়ই আমার মতের মিল হয়ে যায়। আজকেও মন্তব্য লিখতে যেয়ে দেখি আপু আমার কথা লিখে দিয়েছেন। দেশের আজ এমনই অবস্থা যে চোর চোর বললেও দোষ! আপনার এই পোস্টের নামটা চেন্জ করা দরকার মনে হচ্ছে। গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।
গরু-ছাগল পাল্টে পাঠা লিখলে একদম মন্দ হয় না! X((

আপনিতো দেখি ব্যান বিশেষজ্ঞ! :P ইস, একবার ব্যান খেয়ে দেখতে হবে কেমন লাগে! :`> তয় ক্যাচাল লাগালে আপনার সাথেই লাগাবো! ভালো ট্রেনিংও হয়ে যাবে! কি বলেন?

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।

মিসেস সোহানির কথা তো মিথ্যে নয়:D

ব্লগারদের মন মানসিকতা বিস্তৃত। মিল হওয়াটাই স্বাভাবিক।

সাধু পাঁঠাদের নিয়ে কি আর বলবো! চারিদিকে এত এত পাঁঠা, ভেঁড়া, গাধার ছড়াছড়ি। দেশ থেকে তো কাঁঠাল গাছ বিলুপ্ত হয়ে যাবে!!!:P

বেশ কয়েকবার ব্যান মুবারক প্রত্যক্ষ করেছি।:( অভিজ্ঞতা তো একটু আছেই। ;)

আমি ফাইটার ব্লগার। ক্যাচাল আমার ভালো লাগে। ফাইটিংএ স্বাগতম। ;)

ভালো থাকবেন।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

নীল আকাশ বলেছেন: পোস্টের সব শেষে সংযুক্তি এর ১ নাম্বারটার লিংক ঠিক করে দিন।
ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ। ঠিক করেছি:)
https://blog.bdnews24.com/zahed/147966

বিষয়টা আমি গতকালই দেখেছি। মেজাজ একটু গরম ছিল তো, থার্ড ব্র্যাকেট যে বাদ পড়েছে বুঝতে পারি নি। :D

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫

বিলিয়ার রহমান বলেছেন: বর্ষপূর্তির শভেচ্ছা।

আপনার পাঠপ্রতিক্রিয়া চলতে থাকুক অবিরাম।

শুভকামনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: thanks


ভালো থাকবেন

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সোহানী বলেছেন: ওরে বাপরে আপনিতো দেখি ব্যান বিশেষজ্ঞ এর পর্যায়ে চলে গেছেন......... :P +++ আমি মাত্র নামছিলাম কমেন্ট এর ঘরে এই ধরনেরই কিছু লিখবো বলে।

কমিউনিটি ব্লগিং এর সবচেয়ে বড় বিষয় হল, "সাদাকে সাদা এবং কালোকে কালো নিঃসংকোচে বলার স্বাধীনতা।" তাই সামু ব্লগ আজ বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগিং সাইট। আর এই নিপাট সত্য যদি কারো আতে ঘা দেয় কিছু করার নেই। ক্ষমতার বলে সামুকে বন্ধ করে দিলেই কি এর লেখকদের কলম থেমে থাকবে? আপনাদের মত বইলতে চাই, "হাইস্যকর, হাইস্যকর..." =p~

এক বছরের (নাকি ছয় বছরের?) পথচলার শুভেচ্ছা রইল। আর হ্যাঁ, আপনার প্রতিক্রিয়াগুলো যদি আরেকটু শালীনতার মধ্যে রাখা যায় তাহলে কিন্তু মডূ এবং সাধারণ পাঠক সবার কাছেই প্রতিক্রিয়াগুলো হজমযোগ্য হবে। ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড। বোঝাই যাচ্ছে, বোকা নামের আড়ালে আপনি বুদ্ধিমান কেউ..:D

## কমিউনিটি ব্লগিং এর সবচেয়ে বড় বিষয় হল, "সাদাকে সাদা এবং কালোকে কালো নিঃসংকোচে বলার স্বাধীনতা।"
ঠিক। বিটিআরসি চায় না মানুষ উচিৎ কথা বলুক।

এই নিকে লেখক হয়েছি ১বছর আগে। আর পাঠক হিসেবে বয়স ৬বছর ১মাস। ;) আগে ক্যাচাল করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলতাম, তাই দ-একটা অশালীন কথা মুখ ফসকে বেরিয়ে যেত। এখন অ্যাটাকিং মোড ছেড়ে ডিফেন্সিভ হয়েছি।

আপনার কথা মাথায় রাখবো, আরেকটু ভদ্র হবার চেষ্টা করবো।:)

ভালো থাকবেন। টা টা...

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬

আখ্যাত বলেছেন: :
এই শুভক্ষণে আপনাকে সম্মানসূচক উপাধি (প্রতিক্রিয়াশীল)তে ভূষিত করা হলো।
সবাই হাত তালি.....

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাপরে বাপ! প্রতিক্রিয়াশীল উপাধি!!! তাও আবার সম্মান সূচক!!!
আমারে মাইরালা...:D

আপনি আখ্যাত থেকে বিখ্যাত হন। মন্তব্যে ধন্যবাদ।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

ভুয়া মফিজ বলেছেন: এক বছর!!! আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। নতুন একটা নিক খুলেন, আর চির তরুন থাকেন। =p~

বছর পূর্তির জন্য জব্বারীয় শুভেচ্ছা। :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সেটা কি বাঁকি রেখেছি নাকি!!;) :P

ধন্যবাদ।


পুনশ্চঃ জব্বার কাকুর জব্বর সীদ্ধান্তে আমি পুরাই শকড্।:(

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯

করুণাধারা বলেছেন: অনেক আগেই অভিনন্দন জানাতে চাচ্ছিলাম, কিন্তু ব্লগের সাম্প্রতিক অবস্থায় এতটাই বিষণ্ণ বোধ করছি যে, লগ ইন করতে ইচ্ছে করছিল না, তাই দেরি হল।

অভিনন্দন পাঠকের প্রতিক্রিয়া। আরও দীর্ঘ দিন থাকুন সামুতে।

পোস্টারটা (একে পোস্টার বলা যায়, নাকি?) খুব ভালো হয়েছে, ওটার জন্য একটা লাইক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ আপু। বিষয়টা হতাশারই। প্রথমে করা হল অ্যাডাল্ট তালিকা ভুক্ত; মন্ত্রী বললো আমদের ব্লগ নাস্তিকতায় পূর্ণ, আমরা ব্যক্তি আক্রমনকারী, সরকার বিরোধী; এখন বলছে আমরা ‘জাতীয় স্বার্থের পরিপন্থী’!!!! :(


পোস্টারটা সামুর এক সিনিয়র ব্লগার করেছিল। ধন্যবাদটা তারই প্রাপ্য। :)

ভালো থাকবেন।

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

নীলপরি বলেছেন: সামুর কথা মানে আমাদের কথা ভেবে মনটা খুবই খারাপ লাগছে । সবার মনে কিছুটা রিলিফ দিতে লিখেছেন মনে হোলো পোষ্টটা । ভালো লিখেছেন ।
আপনার জন্য শুভেচ্ছা রইলো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ আপু। সামুর কথা ভেবে সবারই খারাপ লাগছে। আমাদের উপর এতটা অপবাদ না দিলেও চলতো..:(

ভালো থাকুন

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর আলোচনা করেছেন সামু সম্পর্কে, ভালো লাগলো।

বর্ষপূর্তিতে অভিনন্দন আপনাকে
শুভকামনা আপনার জন্য

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নয়ন ভাই, সামুকে নিয়ে তো অনেক স্মৃতি জমে আছে।

ভালো থাকবেন

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: আমাদের বিশ্বাস, সামু বন্ধ হবে না।।

শুভেচ্ছা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপাতত কিছুদিন সমস্যা হলেও সামু বন্ধ হবে না।

ধন্যবাদ। শুভরাত্রি

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফাইটার ব্লগারকে স্বাগতম জানাতে এত দেরি করায় একটা বক্সিং উপহার দিন।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:

২৭| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: ছবিদুটো দারুণ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.