নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
তুমি বন্ধু...
তুমি বন্ধু কষ্টগুলি
রেখো না চেপে বুকে
মনের ব্যথা সহ্য করে
হাসি দিও না মুখে।
বরং তুমি দুঃখ গুলি
পাঠাও আমার হাতে।
সাগরসম দুঃখের ভীড়ে
জমা রবে তাতে।
তুমি সখী জীবন সাজাও
তাহার মত করে
আমি সখী একাই হাঁটি
আমার পথই ধরে।
তুমি প্রিয়া ভেবো নাকো
কেমন কাটছে দিন
ভেবে নিও স্মৃতির পাতায়
বাড়ছে শুধুই ঋণ।
তুমি সবই আগলে রেখো
তোমার ভালো মেনে
জীবন খাতা বন্ধ দিবো
স্মৃতির পাতা টেনে।
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি প্রিয়া ভেবো নাকো
কেমন কাটছে দিন
ভেবে নিও স্মৃতির পাতায়
বাড়ছে শুধুই ঋণ।
...........................................................
আসিও বন্ধু চুপি সারে, শোধিব সকল ঋণ
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
নূর আলম হিরণ বলেছেন: বন্ধু এখন চুপিসারে আসতে পারবে না, বন্ধু তাহার বাঁধনে আটকে গিয়েছে।
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
চাঁদগাজী বলেছেন:
পদ্য হয়েছে কিছুটা, মনে আঁচড় কাটবে না হয়তো তেমন; এই ধরণের পদ্য প্রায়ই আসছে; সময় নিয়ে, মানুষের মনের কথাকে জীবন্ত করার চেষ্টা করার দরকার।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
নূর আলম হিরণ বলেছেন: সিরিয়াস কিছু না, ছড়ার মতও লাগছে। কবিতা দিয়ে মানুষের কথা জীবন্ত করার মত কবি নই আমি। তবে ব্লগে সেই রকম কবিতা লিখার মত কবি কমই এটা সত্যি।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
হাবিব বলেছেন: ভালো লিখেছেন..............
১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮
নূর আলম হিরণ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: খারাপ নয়।
১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
নূর আলম হিরণ বলেছেন: আমি কবি বা ছড়াকার নই, কিছু শব্দ আগে পিছে সাজিয়েছি ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
নূর আলম হিরণ বলেছেন: বি:দ্র: সিরিয়াস কিছু না, অলস মস্তিষ্ক কবিতার কারখানা।