নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

কভিড-১৯ আপডেট(২৫.০৩.২০ রাত ১১:৫৫ পর্যন্ত)

২৬ শে মার্চ, ২০২০ রাত ১২:২৪


কভিড-১৯ আপডেট(২৫.০৩.২০)

◆ মোট আক্রান্ত= ৪,৫৩,০৭৪ জন (গতকাল ছিল ৪,০৯,০৫৫ জন)

◆মোট মৃত্যু= ২০,৫১৯ জন (গতকাল ছিল ১৮,২৬২ জন)

◆মোট সুস্থ্য হয়েছে= ১,১৩,১২১ জন (গতকাল ছিল ১,০৭,০৭৩ জন)

◆ মৃত্যুর হার= ৪.৫৩% (গতকাল ছিল ৪.৪৬%)

◆বাংলাদেশে আক্রান্ত= ৩৯জন (গতকাল ছিল ৩৯ জন)

◆বাংলাদেশে মোট মৃত্যু=৫ জন (গতকাল ছিল ৪ জন)

◆ বাংলাদেশে সুস্থ্য হয়েছেন= ৭ জন (গতকাল ছিল ৫ জন)

◆ আক্রান্তের শীর্ষে আছে= চীন (৮১,২১৮ জন)

◆ মৃত্যু হারে শীর্ষে আছে= ইতালি(৭৫০৩ জন)

◆ সুস্থ্য হওয়ার শীর্ষে আছে= চীন(৭৩,৬৫০ জন)

◆ ৮০+ বয়স্ক মৃত্যুর হার= ১৪.৮০%

◆ ৭০-৭৯= ৮%

◆৬০-৬৯= ৩.৬%

◆৫০-৫৯=১.৩%

◆৪০-৪৯=০.৪%

◆৩০-৩৯=০.২%

◆২০-২৯=০.২%

◆১০-১৯=০.২%

◆০-০৯= ০%

■ পুরুষের মৃত্যুর হার= ২.৮%

■ মহিলাদের মৃত্যুর হার= ১.৭০%

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


অনেক মানুষ কি গ্রামে চলে গেছে?

২৬ শে মার্চ, ২০২০ রাত ১:৩৩

নূর আলম হিরণ বলেছেন: অনেক। ঈদের চেয়েও বেশি। আমি যাইনি।

২| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৩:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গ্রাম ভাল ছিল। এবার শহর থেকে গ্রামে গিয়ে,গ্রামেও করোনা বিস্তার লাভ করবে।যে হারে লোক গ্রামে যাচ্ছে তাতে নানারকম সমস্যা দেখা দিবে।সেটা হবে আরেক সমস্যা।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: সরকারে দক্ষ লোকবল নেই। সবাইকে হোম কোয়ারণটাইনে রেখে চেকআপ করে গ্রামে পাঠানো দরকার ছিলো। এখন মনে হচ্ছে শহরের চেয়ে গ্রামে ছড়াবে বেশি।

৩| ২৬ শে মার্চ, ২০২০ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা নিজকে ইডিয়ট বানায়েছে, এদের সংক্রমণ চীনের থেকে বেশী হবে।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: তাই মনে হচ্ছে। ট্রাম্প প্রথমে তো সিরিয়াসলি নেয়নি। সে চায়না ভাইরাস বলে এটা নিয়ে হাস্যরস করেছে।

৪| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৮

নূর আলম হিরণ বলেছেন: সচেতনতার বিকল্প কিছু নেই।

৫| ২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপডেট নিউজের জন্য।

২৬ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। রাতে আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো।

৬| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো করছেন আপডেট দিয়ে ।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৮

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৬ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: বহু মানুষ গ্রামে গিয়েছে। ঢাকা শহর ফাকা কিন্তু এই ফাকা শহর উপভোগ করতে পারছি না। গরের মধ্যে বন্ধী হয়ে আছি।

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯

নূর আলম হিরণ বলেছেন: ঢাকাকেই এখন নিরাপদ মনে হচ্ছে। গ্রামে ছড়াবে বেশি।

৮| ২৬ শে মার্চ, ২০২০ রাত ১১:১৭

কূকরা বলেছেন:

২৭ শে মার্চ, ২০২০ রাত ১২:০১

নূর আলম হিরণ বলেছেন: সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা ছাড়া আপাতত কনো উপায় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.