নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

কভিড-১৯ আপডেট(২৯.০৩.২০ রাত ১১:৫৫ পর্যন্ত)

২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:৫৭


কভিড-১৯ আপডেট(২৯.০৩.২০) রাত ১১:৫৫ পর্যন্ত।
আজকের বিস্তারিত আপডেট।

আগামীকাল রাত বারোটায় আবার আপডেট দেওয়া হবে।

◆ মোট আক্রান্ত= ৭,০৮,২৮১ জন (গত দুইদিন আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ছিল ৬,৪৫,৯১০৫ ও ৫,৭৭,৫৪০ জন)

◆মোট মৃত্যু= ৩৩,৫৪৮ জন (গত দুইদিন ছিল যথাক্রমে ২৯,৯৯৭ ও ২৬,৪৫৯জন)

◆মোট সুস্থ্য হয়েছে= ১,৫০,৭৫১ জন
(গত দুইদিন ছিল যথাক্রমে ১,৩৯,৬২০ ও ১,৩০,৬৬৭জন)

◆ মৃত্যুর হার= ৪.৭৫% (গত দুইদিন ছিল যথাক্রমে ৪.৬৮% ও ৪.৫৮%)

◆বাংলাদেশে আক্রান্ত= ৪৮জন (গত দুইদিনও ছিল যথাক্রমে ৪৮জন ও ৪৮জন)

◆বাংলাদেশে মোট মৃত্যু গত পাঁচদিন থেকেই= ৫ জনে আছে।

◆ বাংলাদেশে সুস্থ্য হয়েছেন= ১৫জন (গতকালও ছিল ১৫ জন)

◆ আক্রান্তের শীর্ষে আছে= আমেরিকা (১,৩৩,১০৯জন) দ্বিতীয় ইতালি(৯৭,৭৫২ জন)

◆ মৃত্যুর হারে শীর্ষে আছে= ইতালি(১০,৭৮৯জন) দ্বিতীয় স্পেন(৬,৬২১ জন)

◆ সুস্থ্য হওয়ার শীর্ষে আছে= চীন (৭৫,৪৫২ জন) দ্বিতীয় স্পেন (১৪,৭২১জন)

যেসব রোগে আক্রান্ত মৃত্যুর হার বেশি।
---------------------------------------

◆ হার্ট ও ফুসফুসের সমস্যা= ১০.৫০%

◆ডায়াবেটিস সমস্যা= ৭.৩০%

◆ শ্বাস-প্রশ্বাসজনীত সমস্যা= ৬.৩০%

◆ উচ্চরক্তচাপ সমস্যা= ৬%

◆ ক্যান্সার সমস্যা= ৫.৬০%

◆◆উপরের কোন সমস্যা নেই এমন আক্রান্ত হওয়া রোগী মারা যাওয়ার হার ০.৯০%

বয়স অনুযায়ী মৃত্যুর হার।
----------------------------

◆ ৮০+ বয়স্ক মৃত্যুর হার= ১৪.৮০%

◆ ৭০-৭৯= ৮%

◆৬০-৬৯= ৩.৬%

◆৫০-৫৯=১.৩%

◆৪০-৪৯=০.৪%

◆৩০-৩৯=০.২%

◆২০-২৯=০.২%

◆১০-১৯=০.২%

◆০-০৯= ০%

■ পুরুষের মৃত্যুর হার= ২.৮%

■ মহিলাদের মৃত্যুর হার= ১.৭০%

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই আল্লাহর রহমত
তিনি রহামনুর রাহীম
বাংলাদেশের উপর
তার রহমত বর্ষিত হোক

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:৫৬

নূর আলম হিরণ বলেছেন: যেভাবেই হোক যে উপায়ই হোক এই সমস্যা সমাধান হয়ে যাক।

২| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সহায়ক হবেই।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: সমস্যা কেটে যাক। সব আগের মত স্বাভাবিক হয়ে যাক।

৩| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মনে হচ্ছে ইতালি রাষ্ট্রটি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে।

৩০ শে মার্চ, ২০২০ রাত ১:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ইতালিতে নাকি মৃত্যু হার আরো বেশি। না মুছে যাবে না, তবে বৃদ্ধ মানুষের সংখ্যা খুব বেশি থাকবে না মনে হয়।

৪| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৩:১০

শের শায়রী বলেছেন: সারা বিশ্বে মৃত্যুর হার বেড়েই চলছে, সেখানে এই দেশে মৃত্যু এসে থমকে গেছে।

৩০ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৩

নূর আলম হিরণ বলেছেন: এই সপ্তাহ শেষে মৃত্যুর হার লাখ ছাড়াবে মনে হচ্ছে। আমাদের সরকারি হিসেবে মৃত্যু না হলেও অনেক মৃত্যুর খবর আসছে যেগুলো করোনার লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে।

৫| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: অলরেডি ৩৫ হাজার লোক মারা গেছে বিশ্বে।

৩১ শে মার্চ, ২০২০ সকাল ১১:১০

নূর আলম হিরণ বলেছেন: মৃত্যুর এই সংখ্যা আরো বড় হবে।

৬| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৩০ ও ৩১ তারিখের আপডেট পাইনি।
হতাশ হয়ে পড়েছেন নাকি অনিহা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.