নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে, ব্লগে কোনো পোস্ট নেই যে!★

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০১


মুফতি সাহেব বাংলাদেশে অনেক জনপ্রিয় একজন ইসলামী বক্তা(কারো কারো মতে বিজ্ঞানী) কিন্তু কাল মুফতি সাহেবের গ্রেপ্তারে ফেইসবুকে যে প্রতিবাদের ঝড় উঠেছে ব্লগে তার কিছুই দেখা গেলো না! যদিও ব্লগে উনার ভক্ত যে নেই এটা বলা কঠিন। যাক উনি সেসব বিখ্যাত উক্তি/মতবাদ/সূত্র/আবিষ্কার/ভবিষ্যবাণী করেছেন সেগুলো একসাথে দিয়ে দিলাম। আশাকরি অনেক কিছু নতুন করে জানতে পারবেন।
চলুন এক নজরে দেখে নিই বাংলার মহাবিজ্ঞানী মুফতি কাজী ইব্রাহীম হুজুরের সম্প্রসারিত গবেষণা কার্যক্রমঃ

১. শেক্সপিয়রের আসল নাম 'শেখ জুবায়ের' তিনি একজন এরাবিয়ান!
২. এন্টারকন্টিক নামে একটি মহাদেশ আছে যার রাজধানী সামাবাল, এটি মাটির নিচে অবস্থিত!
৩. করোনা ভাইরাসের টিকার আবিস্কারের ফর্মুলা [1.Q7+6=13] [1=এক আল্লাহ, Q=কোরআন, 7=কোরআনের সাতটি আয়াত 6=তিনফল,খেজুর,কালোজিরা,জৈতুন,মধু,জমজমের পানি।] পরে অবশ্য বলেছিলেন, এই ফর্মূলা তার এক ভক্ত মামুন মারুফ ইটালিতে স্বপ্নে পেয়ে তাকে জানিয়েছে!
৪. জার্মানি ও আমেরিকার আবিষ্কার করা করা ভ্যাক্সিন 'ফাইজার' তুরস্কের এক মুসলিম আবিস্কার করেছে!
৫. করোনার টিকার নামে বিদেশীরা মাইক্রো চিপস মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে শরীরের সকল অঙ্গ প্রতঙ্গ দেখার পাশাপাশি তার ব্যাংক সহ সকল তথ্য হাতিয়ে নিবে!
৬. করোনার ভ্যাক্সিন নিলে ছেলেরা মেয়ে অন্যদিকে মেয়েরা ছেলে হয়ে যাবে!
৭. ব্রয়লার মুরগী খেলে সমকামী হয়ে যাবে!
৮. আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট 'জো বাইডেন' তিনি আসলে ছিলেন ফরিদপুরের 'আব্দুল বাতেন'!
৯. ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে পাঁচশত কিলোমিটার দূরের সুরঙ্গ দিয়ে মাটির নিচের আকাশ দেখা যায়!
১০. বিজ্ঞানী আইজ্যাক নিউটন ছিলেন একজন মুসলিম ছাত্র, তার প্রকৃত নাম ইসহাক নিউটন, তিনি আমাদেরই ছাত্র ছিলেন!
১১. বিভিন্ন প্রকার রক্তের গ্রুপ নিয়ে বিশদ গবেষণা ও তাদের চারিত্রিক এবং মানসিক গুণাবলী নির্ধারণ!

মন্তব্য ৫৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪০

এভো বলেছেন:

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৪

নূর আলম হিরণ বলেছেন: :) :)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

বিটপি বলেছেন: তিনি যে কেবল একজন গবেষক - তাই নয়। একজন আশ্চর্য ভবিষ্যৎ বক্তাও। বিশ্বে ১২০ কোটি মানুষ করোনায় মারা যাবে - এই ভবিষ্যৎ বাণী তিনি করোনার উতপত্তিকালেই দিয়েছিলেন। বাংলাদেশে করোনা তেমন ক্ষতি করবেনা, কিন্তু যারা হিন্দি সিনেমা দেখবে, তারাও পার্শ্ববর্তী দেশের মত করোনায় ব্যাপকভবাএ আক্রান্ত হবে - এই ভবিষ্যৎ বাণীও অক্ষরে অক্ষরে ফলতে বাকি আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০

নূর আলম হিরণ বলেছেন: উনি যে কাল গ্রেফতার হবেন এটা জানতে পারলে উনার জন্য সুবিধা হতো। করোনা কি হিন্দি সিনেমার মাধ্যমে ছড়ায়?

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

বিটপি বলেছেন: আমার ধারণা করোনা ছড়াতে হিন্দি সিনেমার বিশেষ ভূমিকা আছে। ভারতের পরে বিশ্বের সবচেয়ে বেশি হিন্দু বাস করে আমেরিকায়। সেখানে নিশ্চয়ই প্রচুর হিন্দি সিনেমা দেখা হয়। ইউকে টপটেনে প্রায়ই কোন না কোন হিন্দি সিনেমা থাকে। সেই ইউকে করোনা র‍্যাংকে চার নম্বরে আছে। তবে রাশিয়ায় বা ব্রাজিলে করোনা ছড়ানোতে হিন্দি সিনেমার কোন ভূমিকা আছে কিনা জানিনা।

এখন বলুন, আমার গবেষণা কি মানে গুণে মুফতি ইব্রাহিমের সমকক্ষ হতে পেরেছে?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০০

নূর আলম হিরণ বলেছেন: আপনি উনার কাছাকাছি গিয়েছেন, চেষ্টা করলে উনাকেও ছাড়িয়ে যেতে পারবেন :)

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৮

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা কথায় যাচ্ছি ভাবি না মৃত তো আমাদের সামনে সেটাও বুঝি না
ন্যায় কে ন্যায় বলব অন্যায় কে অন্যায় বলব এটাই ধর্ম এটাই জ্ঞান
অথচ আমরা সবই কিছু ভুলে যায় মৃতকে দেখি একটা ভাল কাজ করি!

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০১

নূর আলম হিরণ বলেছেন: মুফতি সাহেবের সাথে কি অন্যায় করা হয়েছে? নাকি মুফতি সাহেব অন্যায় করেছেন?

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের একজন বিশাল বিজ্ঞানীকে ভারতীয় গোয়েন্দারা অপহরন করে তাদের গবেষনা কাজে লাগাতে চেয়েছিল।
আমাদের পুলিশ তার আগেই তাকে রক্ষা করেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫

নূর আলম হিরণ বলেছেন: সে যাই হোক পুলিশের কাছ থেকে কাজী ইব্রামভিচ এর মুক্তি চাই

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৪

নীল আকাশ বলেছেন: এই চীজ পালিয়ে ছিল না এতদিন? কোথা থেকে উদয় হয়েছে এতদিন পরে?
একে মাওলানা না বলে বৈজ্ঞানিক বলুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

নূর আলম হিরণ বলেছেন: হুম, এক বিরল প্রতিভার অধিকারী। কাজী ইব্রাহিমাস্টাইনের মুক্তি চাই :)

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন:



যেখানে দেখিবে ছাঁই উড়াইয়া দেখ তাই
পাইলেও পাইতে পার মানক ও রতন।
- দেখা যাক গোয়েন্দারা তার কাছ থেকে কি পায়?

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

নূর আলম হিরণ বলেছেন: আপাতত তার নাইটি ড্রেসটি সংরক্ষিত করে রাখা হোক।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৮

গফুর মিয়া১৯১ বলেছেন: তিনি কোরান-হাদিসের বাইরে তেমন কিছু জানেন না। বিজ্ঞান, ভূগোল আর ইতিহাসের সাধারণ জ্ঞানও তার নাই। সবচে বড় কথা, ক্রিটিকাল থিংকিং বলে যে এক বস্তু আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। একটা জিনিস বলার আগে ভাবেন না যে সেটা কতটুক যৌক্তিক।

মুফতি সাহেব এই পর্যন্ত যেসব থিওরি প্রসব করেছেন-

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

নূর আলম হিরণ বলেছেন: এটাই আসল কথা।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৬

গফুর মিয়া১৯১ বলেছেন: তিনি কোরান-হাদিসের বাইরে তেমন কিছু জানেন না। বিজ্ঞান, ভূগোল আর ইতিহাসের সাধারণ জ্ঞানও তার নাই। সবচে বড় কথা, ক্রিটিকাল থিংকিং বলে যে এক বস্তু আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। একটা জিনিস বলার আগে ভাবেন না যে সেটা কতটুক যৌক্তিক।

মুফতি সাহেব এই পর্যন্ত যেসব থিওরি প্রসব করেছেন-

টিকাতে আছে এইডসের জীবাণু। তাই টিকা নেওয়া যাবে না।

নারী-পুরুষ হ্যান্ডশেইক করলে এইডসের জীবাণু ছড়িয়ে পড়ে।
ফার্মের মুরগি খেলে যৌনশক্তি হ্রাস পায়।

পুরুষের টাখনুর নিচে সেক্স হরমোন থাকে। তাই টাখনু খোলা রাখলে আলো-বাতাস লাগলে যৌনশক্তি ভাল থাকবে।

করোনার ভ্যাক্সিনের সূত্র স্বপ্নযোগে পাওয়া গেছে।
সিজার ছাড়াই কুকুর-বিড়ালের সন্তান হতে পারলে মানুষেরও সম্ভব। সিজার অপ্রয়োজনীয়।

বি রক্তের গ্রুপ হলে মানুষ বেশি আল্লাহওয়ালা হয়।

হিটলার মাটির নিচ দিয়ে এন্টার্কোটিক মহাদেশে পালিয়ে গেছে। (এই তত্ত্ব দেয়ার পরই তাঁকে এন্টার্কোটিক হুজুর উপাধি দেওয়া হয়)

এইভাবে ভূগোল, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞানে তিনি এককভাবে অবদান রেখে চলছেন। আলহামদুলিল্লাহ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

নূর আলম হিরণ বলেছেন: এসবও বলেছিল নাকি? কি আশ্চর্য!

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


ধর্মের জন্ম এদের মাধ্যমে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪১

নূর আলম হিরণ বলেছেন: সুযোগ থাকলে এ যুগে এসেও আরো নতুন নতুন ধর্মের জন্ম হতো ব্যাপক হারে।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

গফুর মিয়া১৯১ বলেছেন: ব্যাঙের ছাতার মত এসব ধর্মব্যবসায়ী বাড়ছে। ইন্টারনেটে এই মোল্লাদের ওয়াজ বন্ধ করতে ইউটিউবকে চাপ দেয়া হোক। কারণ এরা মৌলবাদী ওয়াজ ও ফতোয়ার মাধ্যমে ভিউ বাড়িয়ে কোটি টাকা আর্ণ করছে। একই সঙ্গে ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে নষ্ট করছে পরিবেশ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

নূর আলম হিরণ বলেছেন: সরকার নিজের স্বার্থেও এদের ব্যবহার করেছে যার দরুন এক দৌড়ে কিছু করতে পারছে না।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

রানার ব্লগ বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের একজন বিশাল বিজ্ঞানীকে ভারতীয় গোয়েন্দারা অপহরন করে তাদের গবেষনা কাজে লাগাতে চেয়েছিল।
আমাদের পুলিশ তার আগেই তাকে রক্ষা করেছে।



:D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :) :D :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩

নূর আলম হিরণ বলেছেন: উনার মন্তব্যটি কাজী সাহেবের ফ্যানদের জানানো উচিত।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

গফুর মিয়া১৯১ বলেছেন: এসব মুর্খ মোল্লাদের পাগলের প্রলাপগুলো কি ইসলাম ধর্মের সম্মান বাড়ায়?

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

গফুর মিয়া১৯১ বলেছেন: মাঠে ঘাটে ধর্মীয় সভার নামে যা বলা হয় তাতে সমাজে অস্থিরতা তৈরি হয়

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

গফুর মিয়া১৯১ বলেছেন: ইসলাম ধর্ম ও মুসলিমদের নিয়ে বাংলাদেশে যে কয়েকজন গবেষনা করে, কাজী ইব্রাহীম তাদের মধ্যে অনতম। আর গবেষকদের কথায় কিছু নতুনত্ব থাকবেই স্বাভাবিক। আর ভুলপথে চলিত মানুষের এই কথা একটু খারাপ লাগবে, এটাও স্বাভাবিক।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সর্বভূকেরা তার কথাও গিলে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫

নূর আলম হিরণ বলেছেন: এই জন্যই এদের মার্কেট ভালো যায়।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০

নতুন বলেছেন: উনার হয়তো মানুষিক সমস্যায় আক্রান্ত তাই এইসব বলছেন।

আর উনি মুফতি এবং হাদিস বিসারদ তাই তার কথার প্রতিবাদ দেশের বড় আলেমরাও করতে পারেনা । অনেক আলেমদের শিক্ষক তিনি।

অনেকেই বিব্রত কিন্তু সরাসরি কিছু বলেন না। এখন সবাই বলা শুরু করবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

নূর আলম হিরণ বলেছেন: এক বাক্যে উনাদের কথা বিশ্বাস করে নেওয়ার মানুষের সংখ্যা বেশি হওয়ায় তারা টিকে থাকে। অন্যথায় হারিয়ে যেত। হ্যাঁ, এখন অনেকেই বলা শুরু করবে।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্য করবোনা। :(

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

নূর আলম হিরণ বলেছেন: প্রতিউত্তর ও দিবো না :(

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জো বাইডেনের নামটা চরম হইছে!!! :)

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

কামরুননাহার কলি বলেছেন: বাংলাদেশের কোন কাঠ-মোল্লাই আমার পছন্দ না। কারণ তারা আত্মাজে কথা ছড়ায়। কোরআন বাদ দিয়ে তারা নিজেদের মতো হাদিস বানিয়ে জীবানু ছড়ায় তাই পছন্দ না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

নূর আলম হিরণ বলেছেন: এরা এদের ভক্তকুলের চাপে এসব বলে। তারা হজুরকে আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন ভাবে যার কারনে হজুর তাদের সন্তুষ্টি করতে এসব কথা বলে নিজেকে কিছু একটা জাহির করতে চায়।

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

কামরুননাহার কলি বলেছেন: বাংলাদেশের কোন আলেমকে নিয়ে আমি কখনোই কোন কথা বলিনা। এদের আমার একদম সহ্য হয়না। আমার পছন্দের একজনই আছেন তিনি হলেন ড. জাকির নায়েক। উনাকে ছাড়া কোন আলেমই আমার পছন্দ না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

নূর আলম হিরণ বলেছেন: ডঃ নায়েককে পছন্দ হওয়ার কারণ কি?

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩২

অধীতি বলেছেন: ওনারা কুরআন এবং হাদীসের ক্ষেত্রে যেভাবে সচেতন ভাবে গবেষণা করেন সেভাবে যে অন্য ক্ষেত্রগুলোতেও দরকার সেটা মনে করেন না। ওনারা শুরু থেকেই বিশ্বাস করেন সাইন্স এগুলো পড়ার থেকে ওনাদের কিতাবগুলো পড়া অতি উত্তম।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫০

নূর আলম হিরণ বলেছেন: আগামী দিনের বিজ্ঞান ও আমাদের করণীয় এটা নিয়ে একটা সেমিনারের আয়োজন করেন ফান্ড জোগাড় করতে ঘাম বের হয়ে যাবে। আর ইসলামে মোজেজা বা বিজ্ঞান এটা নিয়ে সেমিনার করেন পকেট ভর্তি ফান্ড এসে যাবে বেশি দৌড়াদৌড়িও করতে হবে না।

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বিজ্ঞানী সাহেবকে কি কারণে ধরেছে সেইটাইতো জানি না!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৮

নূর আলম হিরণ বলেছেন: আইন-শৃঙ্খলা বাহিনী বলছে এ ধরনের উদ্ভট ও ভিত্তিহীন কথা প্রচার করার জন্য ধরেছে। আর উনার ভক্তকুলেরা বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" এর বিরুদ্ধে কথা বলার জন্য ধরেছে।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৭

নতুন বলেছেন: আশা করি এখন আরো কিছু ওয়াজবাজ হুজুর কথার লাগাম ধরবে কাজীর অবস্থা দেখে।

ইউটিউবে এমন বিনেদন অনেক আছে। মাঝে মাঝে ফান হিসেবে বাংলা ওয়াজ শুনি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

নূর আলম হিরণ বলেছেন: ফান থেকে কিছুটা বঞ্চিত হবেন আগামী অনেক দিন :)

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৬

কামাল১৮ বলেছেন: উনি খাঁটি ইসলাম প্রচারক।সমস্যা থাকলে ইসলামে আছে।কোরানে যে বিজ্ঞান আছে উনি তাই প্রচার করেছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯

নূর আলম হিরণ বলেছেন: উনি কোরআন বহির্ভূতও অনেক কথা বলেছেন। আসলে কোরানে বিজ্ঞান খোঁজাটাই ভুল চিন্তা ভাবনা। শুধু বিশ্বাস নিয়ে বিজ্ঞান চর্চা করা সম্ভব না।

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: এই আধুনিক জগতে ধর্ম বিষয়টা অকেজো হয়ে গেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫০

নূর আলম হিরণ বলেছেন: ধর্ম কালচার হিসেবে যারা নিয়েছে তারা এগিয়ে গিয়েছে।

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন:

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫

নূর আলম হিরণ বলেছেন: তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে দেখলাম।

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪৯

কামাল১৮ বলেছেন: কোরান বহির্ভুত কথা উনি বলবেন কি ভাবে।মুমিনরা জানে,সকল সমস্যার সমাধান আছে কোরানে।উনি যা কিছু বলেন কোরানের আলোকে বলেন।উনি একজন ইসলামিক স্কলার,জাকির নায়কের মতো ডাক্তার না।ইসলাম নিয়ে কথা বলার মতো কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি নাই জাকির নায়েকের ,কাজী ইব্রাহীমের আছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৬

নূর আলম হিরণ বলেছেন: কোরানে স্পষ্ট বলা আছে স্বপ্নের উপর ভিত্তি করে কোনো কথা পাবলিকলি না ছড়ানো। উনি সেটা মানেননি। উনার বেশিরভাগ সোর্সই ছিল ইউটিউবের ভুঁইফোড় চ্যানেল গুলো।

২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:১৯

অগ্নিবেশ বলেছেন: কামরুননাহার কলি, আপনি কি পাবলিক প্রপারর্টি বিষয়ে জানেন??

৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তার কথায় খুব বিরক্ত ছিলাম। এখন দেখি সরকারও অনেক বিরক্ত হয়েছে।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:৩৬

নূর আলম হিরণ বলেছেন: হুম, বিরক্তিকর কথাবার্তা বেশিই বলতো এই বক্তা! ধৈর্য ধরে তার ওয়াজ শুনা যেতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.