নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের কোনটা গরম? :) :)

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৬



















মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

নিমো বলেছেন: আমার মেজাজ, রক্ত, চান্দি সবই গরম। এমনকি বাসার পিসিও একটুই আগে গরমে বন্ধ হয়ে গিয়েছিল।

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২০

নূর আলম হিরণ বলেছেন: আমার ফ্যাক্টরির মেশিন পর্যন্ত অফ করে রাখতে হচ্ছে একটু পরপর

২| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগের প্রথম পেজ তো দেখছি অশ্লীল পোষ্টারে ছেয়ে গেছে!

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

নূর আলম হিরণ বলেছেন: :(

৩| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

কামাল১৮ বলেছেন: সমাজের এতো অনিয়ম দেখেও কেউ যখন গরম কিছু লিখছে না।আমার মনে হয় ব্লগাররা খুবই নরম।

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২২

নূর আলম হিরণ বলেছেন: না, লিখছে তো অনেকেই। এত বাহিরে আর কি বা করার আছে ব্লগারদের। সরকারের লোকজন এখন মনে হয় ব্লগ পড়ে না।

৪| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: এসব ছবিই আমাদের আবহমান বাংলার সাংস্কৃতিক - কৃষ্টির পরিচয় সম্পর্কিত ব্যাফোক মজার ছবি । যাতে খালি গেনের কথা :(( বলা আছে।

তাই আমার মনে হয় " নরম-গরম" ই ঐবার পারে।
কারন, আমরা ঐডাই।

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

নূর আলম হিরণ বলেছেন: তা যা বলেছেন :)

৫| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০০

যুবায়ের আহমেদ বলেছেন: মেজাজ গরম

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

নূর আলম হিরণ বলেছেন: স্বাভাবিক:(

৬| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

চেয়ারম্যান সাব বলেছেন:

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

নূর আলম হিরণ বলেছেন: এটা মিস হয়ে গেছে আমার পোস্টে :)

৭| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

তানভির জুমার বলেছেন: গরম (রাগ) মোস্ট অব দা টাইম শয়তানের পক্ষ থেকে আসে তাই অযথা রাগ করা উচিত নয়। তবে বিদ্যুৎ এর অভাবে যখন বাসার আইপিএসও বন্ধ হয়ে যায় তখন চান্দি ঠিক রাখা কঠিন। আমরা না হয় কোনভাবে চললাম কিন্তু এই গরমে বৃদ্ধ-বাচ্ছাদের খুব কষ্ট হয় লোডশেডিং জন্য। আরেকটি কথা ইসব সিনেমা কিন্তু বাংলার সমাজ কে ধবংস করেছে অনেকাংশে।

০৬ ই জুন, ২০২৩ রাত ৮:১৫

নূর আলম হিরণ বলেছেন: শয়তানের উপর সব দোষ চাপিয়ে দিলে আসল শয়তানদের পাপ হালকা হয়ে যাবে।

৮| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

নিমো বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: ব্লগের প্রথম পেজ তো দেখছি অশ্লীল পোষ্টারে ছেয়ে গেছে!
ভাইজান ব্যবসায়ীদের নষ্টামী, ধর্মের নামে ভন্ডামী, রাজনীতিবিদদের অসততা, জনগণ নামক ভেড়ার পালের কান্ডাজ্ঞানহীন কাজের চেয়েও কি অশ্লীল ?

০৬ ই জুন, ২০২৩ রাত ৮:১৬

নূর আলম হিরণ বলেছেন: এই ছবিগুলিও বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সমস্ত প্রশংসা আল্লাহতালার বলে হলে শুরু করা হতো।

৯| ০৬ ই জুন, ২০২৩ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এখন কার আবহাওয়াই গরম।

০৭ ই জুন, ২০২৩ রাত ১২:১৯

নূর আলম হিরণ বলেছেন: ৪১° ডিগ্রি ভাবা যায়!

১০| ০৬ ই জুন, ২০২৩ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: আবহাওয়া গরমের কারণে মাথা ও মেজাজ গরম!

০৭ ই জুন, ২০২৩ রাত ১২:২০

নূর আলম হিরণ বলেছেন: একই অবস্থা। তার উপর ইলেকট্রিসিটি যে সার্ভিস দিচ্ছে তাতে অবস্থা আরো গরম হচ্ছে।

১১| ০৬ ই জুন, ২০২৩ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: এই গরমে এত্তো গরম পোষ্ট!! আমার তো শরির গরম হয়ে যাচ্ছে

০৭ ই জুন, ২০২৩ রাত ১২:২১

নূর আলম হিরণ বলেছেন: হাহাহা :)

১২| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: চারিদিকে অনেক গরম।
আমি নাদান মানুষ। আমাকে কোনো গরম স্পর্শ করছে না। আমি এগারো তালায় বন্ধুর অফিসে বসে কফি খাচ্ছি। বন্ধুর অফিস টা সুন্দর। এসিটা বেশ ভালো।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:০৬

নূর আলম হিরণ বলেছেন: যাক ভালো। শরীরের প্রতি যত্ন নেবেন এসির ঠান্ডা আবার যখন বাইরে গরমে বের হবে তখন সমস্যা হতে পারে।

১৩| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:১০

রানার ব্লগ বলেছেন: আমার চা গরম । খাইতে গেলেই ঠোঁট পুড়ে যায় !

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:০৮

নূর আলম হিরণ বলেছেন: আমিও গরম চা খেতে পারিনা। আমার এক কাপ চায়ের সাথে আমার বউ এক মগ চা খেয়ে ফেলে।

১৪| ০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পকেট থেকে শুরু করে ভাগ্য সবই ঠান্ডা এখন কী আর গরম বলা যাবে !!

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:০৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, একটা উপায় বের করে ফেলতে পারবেন। চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.