নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্রকুমার মিত্রের ২৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২২


প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্রকুমার মিত্র। রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম। সামাজিক উপন্যাস, পৌরাণিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্য—সর্বত্র তাঁর অবাধ বিচরণ ছিল। গজেন্দ্রকুমার মিত্রের হাজারের বেশি ছোটগল্প এবং ৫০টিরও বেশি উপন্যাস প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘মনে ছিল আশা’ এবং গল্পগ্রন্থ ‘স্ত্রিয়াশ্চরিত্রম’। ১৯৫৯ সালে তাঁর ‘কলকাতার কাছেই’ উপন্যাসটি আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। তাঁর ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’, ‘পৌষ-ফাগুনের পালা’—এই ট্রিলজি আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস। পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করে। ১৯৯৪ সালের আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি মারা যান। আজ তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকী। প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক গজেন্দ্রকুমার মিত্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

গজেন্দ্রকুমার মিত্র ১৯০৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর বৃটিশ ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যশিক্ষা শুরু হয় কাশীর এংলো-বেঙ্গলী স্কুলে। কলকাতায় ফিরে এসে ঢাকুরিয়া অঞ্চলে গজেন্দ্রকুমার বসবাস শুরু করেন এবং বালিগঞ্জ জগদ্বন্ধু ইনস্টিটিউশনে ভর্তি হন। স্কুল জীবন অতিক্রম করে অতঃপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। আই.এসসি পড়া অসমাপ্ত রেখে বই এর ব্যবসায় যোগ দেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় "মিত্র ও ঘোষ" নামক বিখ্যাত প্রকাশনা সংস্থা স্থাপন করেন। ১৯৪০ সাল পর্যন্ত্ বই বিক্রি করেছেন গজেন্দ্রকুমার। স্কুল শিক্ষা সমাপ্তির কিছু পরেই বন্ধু সুমথনাথের সঙ্গে মাসিক সাহিত্যিক পত্রিকা 'কথাসাহিত্য' শুরু করেন। তাঁর প্রকাশিত উপন্যাস গ্রন্থ সমূহঃ

১। 'রাত্রির তপস্যা' (১৯৫০), ২। 'পাঞ্চজন্য'(১৯৭৯) ৩। 'বহ্নিকন্যা'(১৯৬০), ৩। 'রাই জাগো রাই জাগো' প্রভৃতি। তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প গ্রন্থ হলঃ ১। 'কথা কল্পনা কাহিনী', ২। 'স্বর্ণমৃগ' ৩। ছোটদের জন্য 'রামায়ণ' এবং আত্মজীবনীমূলক গ্রন্থঃম 'আদি আছে অন্ত নেই' লেখকের স্বীকৃতিস্বরূপ গজেন্দ্রকুমার মিত্র কলকাতার কাছেই উপন্য্যাসের জন্য কাদেমী পুরস্কার এবং পৌষ ফাগুনের পালার জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় তার তিরোধান ঘটে। আজ তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকী। প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক গজেন্দ্রকুমার মিত্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: গজেন্দ্রকুমার স্যারকে আজই প্রথম চিনলাম।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অপেক্ষা করুন্, আরো নতুন নতুন কাউকে
চিনতে পারবেন, জানতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.