নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

১১৬ জন ধর্মব্যবসায়ীর তালিকা প্রকাশ !!

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৪


১১৬ জন ধর্মব্যবসায়ীর তালিকা প্রকাশ !!
গত ১২ই মে ২০২২ ইং গণকমিশনে দুদকে যে শ্বেতপত্র দিয়েছেন তাতে ১১৬ জন ব্যক্তির বিরুদ্ধে 'ধর্ম ব্যবসা, সারাদেশে মৌলবাদী তৎপরতা, সাম্প্রদায়িক সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, অনিয়ম, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের' অভিযোগ করা হয়েছে। এক হাজার মাদরাসার তথ্য-উপাত্তের ওপর তদন্ত করে এই তালিকা জমা দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের সমন্বয়ে গঠিত গণকমিশন। বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্ত গণকমিশনের প্রকাশিত শ্বেতপত্রের কপি দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করা হয়েছে। দুদকে জমা দেওয়া এসব নাম শ্বেতপত্রের ৭৬০ ও ৭৬১ পৃষ্ঠায় উল্লেখ করা আছে। ধর্ম ব্যবসায়ী’র এ তালিকায় যেমন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় আলেম-উলামাদের নাম দেখা গেছে তেমনি এ তালিকায় একজন মৃত আরেকজন ভারতীয়র নাম রয়েছে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মভীরু মুসলমান ও দেশের প্রখ্যাত আলেম সমাজ।

আমি গণকমিশন কতৃক আলেম সমাজকে দেওয়া অন্য বিশেষণ নিয়ে কোন মন্তব্য না করে শুধু মাত্র ধর্ম ব্যবসায়ী নিয়ে আলোকপাত করছি। ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড। বৈধভাবে সম্পদ উপার্জন ও লাভের উদ্দেশ্যে মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যই ব্যবসায়। বক্তিগত এবং জাগতিক লাভের জন্য যারা ধর্মকে পুঁজি কবে তারাই ধর্ম ব্যবসায়ী। তালিকায় যাদের নাম এসেছে তারা কি সবাই ধর্ম ব্যবসায়ী? নাকি বিনা লাভে শুধু মাত্র আল্লাহর সন্তষ্টি ও তাঁর বাণী প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন? তবে কোন কোন আলেম ওলামারা যে জাগতিক ব্যক্তিগতভাবে লাভবান হবার জন্য যে ধর্মকে ব্যভহার করেন না তা নয়। তবে মুষ্টিগত কয়েক জনের জন্য আলেম সম্প্রদায়ের উপর কালিমা লেপন যুক্তিযুক্ত নয়।

একজন শিক্ষকের ভুল ধরতে হলে একজন অভিজ্ঞ শিক্ষকের প্রযোজন, তেমনি একজন ডাক্তারের ভুল ধরতে হলে একজন অভিজ্ঞ ডাক্তারের দরকার। আমার মতো নাদান যদি ডাক্তারের ভুল ধরে তা হলে রোগী আয়ু থাকতেই পরকালের জগতের যাত্রী হতে সাধ্য । একজন মুফতি বা মাওলানার দোষ ত্রুটি খুঁজে বের করা একজন বিজ্ঞ আলেম বা হাদিস বিশারদের পক্ষেই সম্ভব। আমাদের দেশে অনেক নামী দামী ও বিজ্ঞ আলেম আছেন, তা ছাড়াও আছে ধর্ম মন্ত্রানালয় ও ইসলামিক ফাউন্ডেশন যেখানে অনেক বিজ্ঞ আলেমদের পদচারণা আছে। তাদের যদি এই তালিকা প্রণয়ন করা হতো তা হলে হয়ত এমন বিতর্ক হতোনা। কিন্তু যারা এই তালিকা প্রস্তুত করেছেন তাদেরকি সে যোগ্যতা রয়েছে বলে আপনার ধারণা? উত্তর যদি না হয় তবে নতুন করে কেনো এই বিতর্ক? ঘর পোড়ায়ে আলু পোড়া খেতে চাওয়া কেনো? আর উত্তর যদি হ্যাঁ হয় তা হলে মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডশনের কাজটা কি?

খবরের সুত্রঃ ১ম প্যারায় উল্লেখ করা হয়েছে
প্রকাশকালঃ ২১ মে ২০২২ ইং
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী

মন্তব্য ৫১ টি রেটিং +০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

আশিকি ৪ বলেছেন: অনেক জামায়াত-শিবির আওয়ামী লীগে ঢুকে পড়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

২০ শে মে, ২০২২ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুবিধাবাদীরা আগেও ছিলো এখনও আছে
আগামীতেও থাকবে। তারে নিজেদের জন্য
দুনিয়ার বিত্ত বৈভব বাড়ানোর জন্য হাদিস
কোরাআনের ভুল ব্যখ্যা দিতে ভয় পায়না
মূলতঃ তারাই ধর্মব্যবসায়ী। এদের থেকে
দূর থাকুন।

২| ২০ শে মে, ২০২২ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: ধর্ম ব্যাবসায়ি না বলে আপনি এদের ধর্ম প্রেমিক বলতে চাইছেন ?

এই হালারপুতেরগো সবগুলার চরিত্র একই । একজন তো যৌনদাসী নিয়া ধরা পড়ছিল , ভুলে গেলেন নাকি দাদা ?
এরা কামায় কিন্তু ট্যাক্স দেয়না । এটা তাদের শেষ সুযোগ ট্যাক্স দিয়ে হালাল হইয়া যাওয়া।

২০ শে মে, ২০২২ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে কোন কারণে কোন আলেম ভন্ড হতে পারে
কিন্তু ভন্ডরা কখনোই আলেম হয়না। কথার
হেরফেরে মাওলানা মুফতিরা ধর্মব্যাবসায়ী
হতে পারে তবে ধর্মব্যাবসায়ীরা মুফতি
মাওলানা হয় না।

৩| ২০ শে মে, ২০২২ রাত ৮:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: কিছু জুব্বা মুছলিমের(ধর্ম ব্যাবসায়ী ) সাথে কিছু মুছলিম কে জড়ানো হচ্ছে
মূল কারণ আগামী নির্বাচনের আগে জনতার নজর সরানো।

২০ শে মে, ২০২২ রাত ৮:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখতে হবে এই তালিকা কারা করেছেন?
অন্তরালের রহস্য কি?
আমাদের ধর্ম মন্ত্রণালয়
আর ইসলামিক ফাও
এন্ডেশিন কি ফাও ফাও
বেতন খায়?

৪| ২০ শে মে, ২০২২ রাত ৮:১৭

সভ্য বলেছেন: আমরা দেখতে চাই সরকার এই লিষ্ট বানিয়ে তারপর কি করেন।

২০ শে মে, ২০২২ রাত ৮:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকার কি করবে জানি না,
তবে ঘোলা তেলে কেউ
আলু পোড়া খাবে।

৫| ২০ শে মে, ২০২২ রাত ৮:২৭

তানভির জুমার বলেছেন: শাহ আজিজ বলেছেন: ধর্ম ব্যাবসায়ি না বলে আপনি এদের ধর্ম প্রেমিক বলতে চাইছেন ?
এই হালারপুতেরগো সবগুলার চরিত্র একই । একজন তো যৌনদাসী নিয়া ধরা পড়ছিল , ভুলে গেলেন নাকি দাদা ?
এরা কামায় কিন্তু ট্যাক্স দেয়না । এটা তাদের শেষ সুযোগ ট্যাক্স দিয়ে হালাল হইয়া যাওয়া

সবাই চরিত্র কখনোই এক না, বলেন আপনি ভালো মানুষের দেখা পান নি। এদের মধ্যে সম্পদশালী অনেকই ট্যাক্স দেয়।

২০ শে মে, ২০২২ রাত ৯:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


6 কে উলটা করে দেখলে 9 মনে হবে।
তাই কেউ 6 দেখে আবার কেউ 9 দেখে।
সবার দেখাই ঠিক তবে দেখার প্রেক্ষিত
আলাদা। সুবিধা মতো যে যার মতো
করে দেখে।

৬| ২০ শে মে, ২০২২ রাত ৮:৩৪

তানভির জুমার বলেছেন: যারা এই ১১৬ জনের তালিকা তৈরী করেছে তারা আমাদের সমাজ এবং দেশে প্রমানিত ঘৃণিত ব্যাক্তি। এদের কে কেউ দাম দেয় না তাই একটা কিছু করে ফোকাসে আসার চেষ্টা করছে। বাংলাদেশে পরিচিতি পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইসলাম ধর্ম আর হুজুরদের সমালোচনা করা।

২০ শে মে, ২০২২ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাদের দাম থাকুক বা না থাকুক,
নিন্দিত হোক বা নন্দিত তা নিয়ে
আমাদের কোন হ্যাডেক নাই।
তবে হাতুড়ে ডাক্তার দিয়ে
মেজর কোন অপারেশন
করালে তার কি পরিণতি
হয় তা সকলের জানা
আছে। আমাদের দেশে
কি বিজ্ঞ আলেম মুফতির
আকাল পড়েছে যে এত বড়
একটা সিদ্ধান্ত নেবার জন্য
ককাসের স্মরণাপন্য হতে
হয়! হায় সেলুকাস!...

৭| ২০ শে মে, ২০২২ রাত ৮:৪৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কিছু বললাম না। ব্লগে টেগ বেড়ে গিয়েছে, কেউ বলে ছাগূ কেউ বলে ভাদা, কেউ বলে হনু।

২০ শে মে, ২০২২ রাত ৯:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাসনিম ভাই টেগ জিনিস টা কি?
ব্যাগ জাতীয় কিছু?
সোনাগাজি বলে
প্রশ্নফাঁস জেনারেশন
শুনতে মন্দ লাগে না।

৮| ২০ শে মে, ২০২২ রাত ৯:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি যদি বলি আইন করে আলেমদের থেকে কর নিন। তারা বৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন তবে লীগ এসে বলবে আমি রাজাকার। যদি ভুলভাল কথা বলার জন্য, দেশদ্রোহের জন্য অথবা বিজ্ঞান নিয়ে আউল ফাউল বক্তৃতার জন্য লিস্ট করতেন গণ কমিশন তবে তাহা সমর্থন যোগ্য ছিলে। যেখানে আলেমদের কর দেয়ার কোন আইন নেই সেখানে কর না দেয়ার জন্য ধর্ম ব্যবসায়ী বলা অনুচিত। ২ নাম্বার মন্তব্য কারীর কাছে সম্মানের সাথে জিজ্ঞেস করতে চাই তাদের কর দেয়ার আইন বাংলাদেশে কখন থেকে অনুমোদিত হয়েছে?

২০ শে মে, ২০২২ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাসনিম ভাই এদের বিরুদ্ধে অভিযোগতো একটা দুটো নয়!
অভিযোগের লিষ্ট বহুত লম্বা! ধর্ম ব্যবসায়ী শুধু শিরোনাম! কথা
তা নয়, এই লিষ্ট করার এখতিয়ার কি তাদের আছে?

২য় মন্তব্যকারীর মনোযোগ আকষ'ণ করছি।

৯| ২০ শে মে, ২০২২ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



এরা যেসব ওয়াজ মোয়াজ করে, এতে সামজে বিভক্তি হয়?

২০ শে মে, ২০২২ রাত ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এরা নয়, কেউ কেউ বলে
এরা তাদের প্রিতিবাদও করে।

১০| ২০ শে মে, ২০২২ রাত ৯:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সর্বনাশ! আমার প্রিয় চরমোনাইর পীর সাহেবের নামও দেখি আছে!!!

কারা করলো এটা? কোন লিংক তো দেখছি না পোস্টে!

২০ শে মে, ২০২২ রাত ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার প্রিয় চরমোনাইর পীর সাহেবের নাম যেখানে
দেখেছেন সেখানেতো দেখার কথা কারা এই লিষ্ট করেছে।
তাছাড়া অত্র লেখার ১ম প্যারায় বলা আছে লিষ্ট কে করেছে।
ধন্যবাদ সত্যপথিক!

১১| ২০ শে মে, ২০২২ রাত ১০:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
একটা তালিকা শুধু করা হয়েছে।
এই তালিকা তো গুপ্তহত্যার তালিকা না, চাপাতি দিয়ে কোপাতে বলেনি। মামলাও ঠুকে দেয় নি।
দেশে হাজার হাজার ধর্মব্যবসায়ীর ভিতরে মাত্র ১১৬ জন ধূর্ত প্রতারক কোটিপতি মোল্লাদের একটি তালিকা করা হয়েছে। তালিকাটি জাস্ট দুদকের কাছে দেওয়া হয়েছে এটা যাচাই করার জন্য তদন্ত করার জন্য দুদক প্রয়োজনে তদন্ত করবে। মেরে তো ফেলবে না।
আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ থাকবে।

২০ শে মে, ২০২২ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানলাম আপনার যুক্তি!
এবার আপনি বলুন খুন
প্রমাণিত না হওয়া অবধি
কাউকে খুনী বিলা যাবে?
এদের উপর যে অভিযোগ
আনা হিয়েছে তা প্রমাণিত
না হলে যে কালিমা তাদের
গায়ে লাগলো তা কি সাবানে
যাবে? তারা কি সম্মানহানীর
মামলা করবে?

তা ছাড়া দেশে এত এত ইস্যু
যেমন মজুদদার, সিন্ডিকেট,
কসাই ডাক্তারদের লিষ্ট হয়েছে?
শুধু মোল্লারাই বলির পাঠা যাদের
কল্যানে অন্তত পাঁচ ওয়াক্তে
আল্লাহকে ভজনা করি।

১২| ২০ শে মে, ২০২২ রাত ১১:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেশ থেকে সাড়ে চার লাখ কোটি টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ কবে করবে? @হাসান কালবৈশাখী

২১ শে মে, ২০২২ রাত ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও সে একই প্রশ্ন!
কালোবাজারী, ঘুষখোর,
সিন্ডিকেটকারীদের
তালিকা চাই।

১৩| ২১ শে মে, ২০২২ রাত ১২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধর্মব্যবসায়ীর সঠিক সংঞ্জা আজো আমার কাছে অজানা।
অনেকেই ধর্ম নিয়ে ব্যবসা করে , যারা ধর্ম মানেনা তারাও।

২১ শে মে, ২০২২ রাত ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গ

ধর্মকে যারা নিজের ব্যক্তিগত লাভের
হাতিয়ার হিসেবে ব্যবহার করে
তারাই ধর্মব্যবসায়ী। যেমন
শিক্ষাকে যারা ব্যক্তিগত লাভের
হাতিয়ার হিসেবে ব্যবহার করে
প্তারা শিক্ষা ব্যবসায়ী।

১৪| ২১ শে মে, ২০২২ রাত ১২:৪৮

নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন: একজন মুফতি বা মাওলানার দোষ ত্রুটি খুঁজে বের করা একজন বিজ্ঞ আলেম বা হাদিস বিশারদের পক্ষেই সম্ভব। আমাদের এসব আলেমরা যদি আইনস্টাইন, স্টিফেন হকিং, ডারউইনের দোষত্রুটি খুঁজে বের করতে পারে, তাহলে একজন আইনজীবী, সাংবাদিক, বিচারপতি তাদের দোষত্রুটি খুঁজে বের করতে পারবে না কেনো?

২১ শে মে, ২০২২ রাত ২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হিরণ সাব একজন বিজ্ঞ মুফতি বা মাওলানারা কোরান ও
হালদিসের আলোকে আইনস্টাইন, স্টিফেন হকিং,ডারউইনের
দোষত্রুটি নয় ভুল ত্রুটি খুঁজে বের করেন। যা সাধারণ মানুষের
পক্ষে সম্ভব নয়। কোরাআন হাদিসে কোন ভুল ত্রুটি নাই।
যা সবাই জানেন ও মানেন। যারা মানেন না তাদের কথা৷ ভিন্ন

১৫| ২১ শে মে, ২০২২ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: উনারা ওয়াজ এঁর নামে ক্রাইম করছে।

২১ শে মে, ২০২২ রাত ২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই নয়। কিছু কিছু ধর্মব্যবসায়ী যুক্তি দিয়ে
যাফের প্রতিবাদ করেন্য নিজ্ঞ হক্কানি আলেমগণ।

১৬| ২১ শে মে, ২০২২ ভোর ৬:০৯

অগ্নিবেশ বলেছেন: নুরু চাচা, আওয়ামী না হইলে কি আওয়ামীর ভুল ধরা যাবে না? বুদ্ধি কি হাঁটুতে গিয়ে ঠেকছে? ডাকতার যদি ডাকাতি করে তাহলে তার প্রতিবাদ করতে কি ডাক্তারী পাশ করা লাগবে?? শাক দিয়ে আর কত ঢাকবেন?? পচা গন্ধ কি আতরে সহজেই চলে যাবে??

২১ শে মে, ২০২২ দুপুর ২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অগ্নিবেশ হোন বা দরবেশ বুদ্ধি হাটুতে থাকাকুক বা মাথায়!
বুঝিনা তালকানারা কেন মূল বিষটা পাশ কাটিয়ে গিয়ে ক্যাচাল
করার পায়তারা করছে। আমার প্রশ্ন ছিলো এই ফিষ্টটা কেনো
সংসদের আদিবাসী ও সংখালঘু ককাসের সহয়ায়তা
সাহায্য নিতে হলো?
আমাদের ধর্মমন্ত্রনালয় এবং ইসলামিক ফাউন্ডশনের কাজটা কি?
কেউ আমার প্রশ্নের সঠিক জবাব না দিয়ে কেউ কেউ ক্যাচাল করার
মানসে চাঁদগাজীর প্রশ্নফাঁস তত্তের প্রমাণ দিয়েছেন।

১৭| ২১ শে মে, ২০২২ সকাল ৯:২৯

নিমো বলেছেন: লেখক বলেছেন:
আমারও সে একই প্রশ্ন!
কালোবাজারী, ঘুষখোর,
সিন্ডিকেটকারীদের
তালিকা চাই।

আপনি নিজেইতো একজন সাংঘাতিক থুক্কু সাংবাদিক, তা একটা অনুসন্ধান করে দেশ ও জাতির উপকার করুন।

২১ শে মে, ২০২২ বিকাল ৩:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাংবাদিকের কাজ কোন সংস্থার
ভালো বা মন্দ কাজের বিশ্লেষণ করা।
সুত্র ধরিয়ে দেয়া, যার ভিত্তিতে
অনুসন্ধান করবে সংশ্লিষ্ট সংস্থা।
বিচার করবে বিচার বিভাগ, তার
বিস্তারিত তুলে ধরা সাংবাদিকের
কাজ। ক্লিয়ার!

১৮| ২১ শে মে, ২০২২ সকাল ৯:৫৫

নিমো বলেছেন: আলিম, জালিম সবারই কর দিতে হয়।

২১ শে মে, ২০২২ বিকাল ৩:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুমো এরশাদ মসজিদের বিজলির বিল
মওকুফ করে দিয়েছিলেন। দেশের বীর
সন্তান মুক্তিযোদ্ধাদের বাস ভাড়া
লাগেনা! It depends. They
desarve it.

১৯| ২১ শে মে, ২০২২ সকাল ১১:৩৩

সাসুম বলেছেন: আহারে! এই দ্বীনের পোদের মানুষ গুলাকে এভাবে হেনস্তা করার কোন মানে হয়না।
এই নাষ্টেক নাসারা সরকার এভাবেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

হে আল্লা, আপ্নে আপনার কুদ্রত দিয়ে এই জালেম দের ধ্বংস করে দিন

আমিন

২১ শে মে, ২০২২ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা
গবেষণার বিষয়।
তবে জন্মের পর শিশুর মুখে আল্লাহ ও
রসুলের (সঃ) নাম ও মৃত্যুর পরে
শেষ কৃত্যে তাদের স্মরণাপন্ন হতে
হয় সকল মুসলমানকে হোক সে
আস্তিক বা নাস্তিক।
আপনার ভাষায়ঃ আল্লা, আপ্নে আপনার কুদ্রত দিয়ে জালেমদের ধ্বংস করে দিন। আমিন

২০| ২১ শে মে, ২০২২ দুপুর ১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো ইমামগন ছাড়া আর গুলো দেশে না থাকা ভাল। এরা সারাদিন হিংসা বিদ্বেষ গীবত ফেতনা ফ্যাসাদ এগুলো তে লিপ্ত।দুঃখিত নুরু ভাই ওদের অনেকে শয়তানকে হার মানায়।

২১ শে মে, ২০২২ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই, ইমামগণ মন্দ হয়না কখনোই।
তবে মন্দরা কখনো কখনো ইমাম হয়। যেমন
ভেজাল গাভীর দুধ হয়না তবে গাভীরর দুধ
ভেজাল হয়।
দুঃ খিত হবার কিছু নাই, শুনেছি বদ আলেমদের
অনেকগুলো দল ( সম্ভবত ৭০ টি দল) দোজখবাসী
হবে তাদের বদ আমলের জন্য।

২১| ২১ শে মে, ২০২২ দুপুর ২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: লাইম লাইটে আসার জন্য মানুষ কত কিছু করে। মাকে যে ঘর ছাড়া করে তার কাছ থেকে নৈতিকতা শিখতে হচ্ছে।

২১ শে মে, ২০২২ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুনেছি কলি কালে
অঘাট ঘাট হবে,
বেজাত জাতে উঠবে।
দজ্জালের হাতে যাবে
দন্ড মুন্ডের ক্ষমতা!

২২| ২১ শে মে, ২০২২ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: গত ১৫ বছরে যারা ওয়াজ করেছেন, তাদের ওয়াজ দিয়ে দেশ বা সমাজের কোনো উপকার হয় নাই। উপকার হয়েছে শুধু ওয়াজকারীর।

২১ শে মে, ২০২২ বিকাল ৪:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের গ্রামের মাদ্রাসার তরফ থেকে
প্রতিবছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে
ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
আমি মাঝে মাঝ রাত অবধি কমদামী
ওয়সজিনদের বয়ান শুনেছি। আমার
কখনো মনে হয়নি তারা কোন খারাপ
কথা বলেন যাতে কারো অপকার
হয়েছে।

২৩| ২১ শে মে, ২০২২ বিকাল ৩:১৮

নিমো বলেছেন: @কাকু, আপনার ডিগবাজি যুক্তিগুলো পড়ে হাসি থামাতে পারছি না। ভালো থাকুন।

২১ শে মে, ২০২২ বিকাল ৪:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসুন, হাসলে মনের ময়লা কাটে,
তখন আর হারপিকের দারস্থ হতে
হয় না।

২৪| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুল টা যদি মোটাদাগে হয়,তাহলে যে কেউ ধতে পারবে। ডাক্তার যদি পেটের ভিতর গজ ব্যান্ডেজ রেখে দেয়,এটাকে ভুল বলার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই।
রাসুল সাঃ বলেছেন, দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য যারা দ্বিনি এলেম শিক্ষা করে তাদের উপর লানত।

২২ শে মে, ২০২২ রাত ১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য যারা দ্বিনি এলেম শিক্ষা করে
তারাই ধর্মব্যবসায়ী। এদের জন্য শেষ বিচার দিনে আছে কঠিন
সাজা।

২৫| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২০

নতুন বলেছেন: তালিকায় যাদের নাম এসেছে তারা কি সবাই ধর্ম ব্যবসায়ী? নাকি বিনা লাভে শুধু মাত্র আল্লাহর সন্তষ্টি ও তাঁর বাণী প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন? তবে কোন কোন আলেম ওলামারা যে জাগতিক ব্যক্তিগতভাবে লাভবান হবার জন্য যে ধর্মকে ব্যভহার করেন না তা নয়। তবে মুষ্টিগত কয়েক জনের জন্য আলেম সম্প্রদায়ের উপর কালিমা লেপন যুক্তিযুক্ত নয়।

আপনি যেই সব আলেম ওলামাদের কথা বলছেন তারাদের নাম এই লিস্টিতে হয়তো বা নাই। যারা ওয়াজবাজ তারা টাকার জন্য ওয়াজ করে বেড়ায়। একে অপরের কুতসা রটায় আর মানুষকে উসকে দেয়।

২৬| ২৩ শে মে, ২০২২ রাত ১২:৫১

নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন:

হিরণ সাব একজন বিজ্ঞ মুফতি বা মাওলানারা কোরান ও
হালদিসের আলোকে আইনস্টাইন, স্টিফেন হকিং,ডারউইনের
দোষত্রুটি নয় ভুল ত্রুটি খুঁজে বের করেন। যা সাধারণ মানুষের
পক্ষে সম্ভব নয়। কোরাআন হাদিসে কোন ভুল ত্রুটি নাই।
যা সবাই জানেন ও মানেন। যারা মানেন না তাদের কথা৷ ভিন্ন

তো কোনো আইনজীবী, সাংবাদিক, বিচারপতি যদি সমাজবিজ্ঞান, অপরাধবিজ্ঞান, সংবিধানের আলোকে তাদের দোষত্রুটি, ভুল ধরা কি সম্ভব না?

২৭| ০২ রা জুন, ২০২২ রাত ২:৪৮

গরল বলেছেন: স্বাস্থ, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছু নিয়েই ব্যাবসা চলে, ধর্ম নিয়ে ব্যাবসা করলে সমস্যা কোথায়, সেটাকে নীতিমালার মধ্যে আনলেই হয়, ব্যাবসা করবে ভ্যাট ট্যাক্স দিবে, তাহলেই হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.