নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মেজাজ গরম !!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০২


মেজাজ গরম !!
© নূর মোহাম্মদ নূরু

নানান জনের তিক্ত কথায় হচ্ছে মেজাজ গরম,
যতই ভাবি বলুক যতোই রাখবো মাথা নরম।,
পাশ কাটিয়ে চলি তাদের তাতেও নাই শরম,
পা মাড়িয়ে ঝগড়া করা এটাই তাদের ধরম।

পরের বাড়ির হাড়ির খবর নেয়া তাদের চাই,
নিজের বাড়ি বিরাণ পড়ে সে খবর তো নাই।
কাকের মতো জোট বাঁধিয়া বৃথাই কা কা করে,
কি আসে যায় কাকা রবে কে বাঁচে কে মরে।

যতই তাড়াও আসবে ফিরে লাজ শরম যে কম,
দেখে শুনে ভাবি মনে আসবে তোদের যম।
ভূতের মতো এক মরিলে শতেক জন্ম নেয়,
রক্ত চুষে সকাল বিকাল দলে বৃদ্ধি পায়।

এদের জ্বালায় কত জনে ছাড়ছে যে ঘর বাড়ি,
আছে কেহ দূরে সরে মুখটি গোমরা করি।
এই সুযোগে করছে তারা নরক যে গুলজার,
ভাবচে তারা এমন যাবে আসবেনা কেউ আর।

দেখে এদের লম্ফ ঝম্প মেজাজ গেছে চড়ে,
ভূতের দেশে পাঠিয়ে দেবো সব কটাকে ধরে।
জোকের মতো কামড়ে ধরে রক্ত চুষে খাবে?
জোকের মুখে লবন দিলে জোকের মরণ হবে।

তাতেও যদি না হয় শরম মারবো তুলে আছাড়,
পালাবার যে পথ পাবেনা খুঁজবে কাপড় কাছার।
থাকি সবাই সান্তি সুখে এই দেশটা যে সবার।
ভাবো কেনো একাই রবে দেশটা তোমার মামার?

প্রকাশকালঃ ১৬ আগস্ট ২০২২ ইং

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: আমি বাচ্চা আমাকে মারবেন না গুরু..... B-)
ছড়ায় দশে দশ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ ইসিয়াক ভাই
দশে দশ দেবার জন্য।
শুভেচ্ছা আপনার জন্য।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২

ঢাবিয়ান বলেছেন: ক্যচাল ছড়া বলে সন্দেহ হচ্ছে :D

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঢাবিয়ান ভাই, আমি কী কাউকে
গালী দিয়েছি?
মজা পাইলাম।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো হয়েছে বরাবরের মত। কিন্তু সব কথা বলতে হয় না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভাই মন্তব্য প্রদানের জন্য।
সব কথা সব সময় সবাই না বললেও
বরিশাইল্যারাতো বলে, চিল্লাইয়া বলেন
ঠিক কিনা?

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ইগনোর করার চেয়ে বড় কোন আর্ট নেই। ২ নং মন্তব্যের ভদ্র লোক ছড়ায় কেন ক্যাচাল কোথা থেকে পেলেন? এসব মন্তব্য ইগনোর করে সুস্থ ব্যক্তি জীবনে এবং ব্লগ সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলোতে নিজেকে সুস্থ রাখুন। অনলাইনে কিংবা অফলাইনে সত্যিকারের ২/৩ জন প্রকৃত মানুষই যথেষ্ট।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিচ্ছু মনে করিনাই, ঢাবিয়ান ভাই
দড়িকে সাপ মনে করে ভয়
পেয়েছেন হয়তো!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন:

ছবি - ফেসবুক।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে কারনেই হয়তো বলা হয়,
"যেমন বুনো ওল তেমন
বাঘা তেঁতুল"

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

জগতারন বলেছেন:
+++
আজকের কবিতাও
আমার ভালো লেগেছে!
লাইক দিলাম !!!

{এবার নরম মেজাজের একটি কবিতা চাই প্রবাসীদের নিয়ে।
যাহারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে বিশ্বের যে কোন কঠিন অর্থনৈতিক মন্দায়}

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা ধন্যবাদ আপনাকে অনুপ্রানিত করা মন্তব্য ও
প্লাসের জন্য।আপনার ফরমায়েশ মাথায় রইলো।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি সনেট লিখেন ভাইজান।
আমার ধারনা সেটি চমৎকার হবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই,
ধন্যবাদ আপনার এক্সপেক্টেশনের জন্য।
কিন্তু দাদা সনেটের যোগ বিয়োগ, গুন ভাগ
কিছুইতে জানিনা। ইদুর ধরার মন্ত্র নিয়ে
সাপ ধরতে যাওয়া কী বুদ্ধিমানের কাজ হবে;
যদিও আমি বুদ্ধিমান না।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তথগুলি নিয়ে সামান্য নাড়াচাড়া করেন, দুই একটা নমুনা নতুন করে পড়েন। তারপর চেষ্টা করেন।
সনেটের নামে অনেক অখাদ্য আমি দেখেছি। আমি মোটামুটি নিশ্চিত, আপনি যদি লিখতে পারেন সেটি আলাদা একটি মাত্রা পাবে সামুতে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য। আমাদের ব্লগে সনেট কবি কয়েক শতাধিক সনেট লিখে এখন মহা জাগতিক চিন্তা নাম ধারণ করেছেন। আমি সনেট লেখা শুরু করলে অনেকের তোপের মুখে পড়তে হবে। ব্লগ ছাড়া হবারও সম্ভাবনা আছে। তার থেকে এই ভালো নয় কী?

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ৭/৮ নং মন্তব্যে সহমত। একটা চেষ্টা হয়ে যাক। প্রয়োজনে ১ বছর সময় লাগুক। সনেট হোক একটা।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাকে গাছে চড়াইয়া
নিবেন শেষে মই সরাইয়া! :)

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৪

পোড়া বেগুন বলেছেন:
খুব সুন্দর হয়েছে। এ দেশ আমাদের সবার।
কেউ ভাড়াটিয়া নই যে ভয় দেখালে পালাতে হবে।
কবিতায় +

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে + দেবার জন্য।
আপনার লেখা দেখিনা বেশ কিছুদিন।
লাষ্ট পোষ্টটি সরিয়েছেন নাকি?

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: বুঝতে পেরেছি কেনো কি কারনে কি জন্য!!!
খাপে খাপ মিলে গেছে- তবে মাথাটা ঠান্ডা করুন। এই নিয়ে রাতে আবার রাগ করে উপোস পেটে ঘুমাবেন নাই- পিত্তি জ্বালা করবে!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি জ্ঞানী মানুষ, বুঝবেনই তো।
তবে ভয় বা চিন্তার কিছু নাই তপন'দা।
পিত্তি যাতে না জ্বলে সে জন্য দুপুর ও
রাতের খাবার শেষ করার আগে গরম
ভাতে লবন আর পানি দিয়ে খেয়ে নেই।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৩

কামাল৮০ বলেছেন: এই ছড়ার মর্ম উদ্ধার করা আমার কাজ না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তপন দাদা ঠিকই ছড়ার মর্ম উদ্ধার করে ফেলেছেন।
তপন দাদা বস!
কিন্তু আপনার মতো আমিও ছড়ার মর্ম উদ্ধার করতে
পারলাম না!

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


মজা দেই,মজা লই তারপর মেজাজ হারাই?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাহাতক আর মেজাজ ঠিক থাকে বলেন!
মেজাজওতো মানুষ!

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৭

কাছের-মানুষ বলেছেন: আপনি মাথা ঠান্ডা করুন, ছড়া ভাল হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাথা আমার ঠান্ডা আছে
কুল ব্রেনে কই,
আমরাতো দেইনাই কারো
পাকা ধানে মই!

দেয়ালে পিঠ ঠেকে গেলে
রইবোনা চুপ আর,
হিসেব করে দেখুন তাদের
বাড়ছে কত বাড়!

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪১

জুল ভার্ন বলেছেন: যেকোনো অবস্থায় মেজাজ ঠান্ডা রাখুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাদ্র মাসের তাল পাকা গরমে
মেজাজ আর কত ঠান্ডা রাখতে বলেন?

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২২

ফেনা বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

কেমন আছেন দাদা???

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ ভাই,
ভালো আছি মহান করুনাময়ের
কৃপায়। আপনি কেমন আছেন?

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯

ককচক বলেছেন: ক্যাচাল ট্যাচাল কইরো না ব্রো
ক্যাচাল ভালো নয়,
ক্যাচাল করলো কারণে অকারণে
মুণ্ডু গরম হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্যাচাল পাইলেন কই ভাই,
সাদাকে সাদা দেখুন,
সাদাকে ভূত ভেবে
ভয় পাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.