![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিনন্দন
নুরুন নাহার লিলিয়ান।
রচনাকাল:৩০/১০/২০০৬
যদি একটা দিন
তোমার সাথে প্রতারণা করে ।
যদি একটা মাস;
যদি একটা বছরও তোমাকে প্রতারিত করে।
তবুও নিজেকে প্রতারিত ভেবো না ..।
হয়তো একটি সাফল্য আর শান্তিময় মুহূর্ত
তোমার হয়ে এই প্রকৃতির মাঝেই আছে।
যা তোমার সেইদিন,
মাস আর বছরগুলিকে তোয়াক্কা না করে
তোমাকে প্রজ্জলিত করবে…।
এ প্রকৃতির কাছেই সব হিসাব নিকাশ আছে ।
বিভ্রান্ত হইয়ো না…।
তুমি শুধু এই প্রকৃতিকে বিশ্বাস কর,
আর তার সাথে মিশে যাও…।
তাকে এবং তার সব কিছুকে অভিনন্দন জানাও ।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ড: আলী আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য সত্যি অনুপ্রানিত করে। ধন্যবাদ।
২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০২
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সুন্দর ধন্যবাদ
৩| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
আহা রুবন বলেছেন: মিষ্টি কবিতা। পড়ে আনন্দ পেয়েছি। শুভেচ্ছা।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মিষ্টি ধন্যবাদ।
৪| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১
সুলতানা সালমা বলেছেন: এ প্রকৃতির কাছেই সব হিসাব নিকাশ আছে ।
বিভ্রান্ত হইয়ো না…। সুন্দর!!!
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ
৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +
৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: রাজপুত্র আপনাকে দিশেহারা ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অভিনন্দন রইল ।
কবিতা পাঠে বিমোহিত ।
ছোট কিন্তু পাঠে ব্যপক আনন্দ।
শুভেচ্ছা রইল ।