![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক: সালেহা বড়লস্কর। তিনি ১৯৬৮ সাল থেকে লন্ডন প্রবাসি। জন্ম সিলেটের মৌলভীবাজার। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেন। পরে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা কে। লন্ডন প্রবাসি হওয়ার আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, দৈনিক আযাদ এবং" বেগম" নিয়মিতভাবে লিখেন। প্রবন্ধ, কবিতা রচনায় সিদ্ধ হস্ত হলেও সে খ্যাতি অর্জন করেন ছোট গল্প এবং রম্যরচনা লিখে। লন্ডনেও শিক্ষকতা পেশায় থেকে সাপ্তাহিক" জনমত ", জাগরন, সুরমা,নতুন দিন প্রভৃতি পত্রিকায়। তার অন্যান্য প্রকাশিত বই গুলো হলো ১।ঈদের বীণা ২। কুসুম্ভা ৩।ছড়ায় পড়ায়
তার লেখা কবিতা ইংরেজি সংস্করণ লন্ডনে একটি স্কুলে পড়ানো হয়।
প্রকাশনা: জ্যোসনা পাবলিসার্স
মূল্য:২০০টাকা
গল্পের বই।মোট ৪১ টি গল্প আছে।
প্রকাশনা: মহীয়সী পাবলিকেশন্স
মূল্য:২৫০ টাকা
উপন্যাস
প্রকাশনা:গদ্যপদ্য পাবলিকেশন
মূল্য: ১২৫ টাকা
কবিতা এবং ছড়া। মোট ৮৬ টি কবিতা এবং ছড়া আছে।
প্রকাশনা: জ্যোসনা পাবলিসার্স
মূল্য:১০০ টাকা।
কবিতার বই।মোট ৮৩ টি কবিতা আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সময় পেলে সংগ্রহ করতে পারেন। লন্ডন প্রবাসিদের জীবনের নানা আখ্যান আর বাংলাদেশি চালচিত্র।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
আপনি পড়েছেন, পড়ার মতো কিছু আছে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কোন কিছু না জেনে অবজ্ঞা প্রকাশ ভালো মানসিকতা প্রকাশ পায় না।
অবশ্যই ভালো এবং ভালো বলেই আমার সময় ব্যয় করছি। প্রবাসি বাংলাদেশিদের জীবনের কঠিন সত্য গুলো তিনি রম্য রসিকতায় তুলে ধরেছেন। হৃদয়ে পদ্মা অদূরে টেমস গল্প এবং দূর দিগন্ত খুব সুন্দর উপন্যাস।
নিজে পড়ে বিচার করতে পারেন
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ বাসার বলেছেন: এ রকম অবাক করা সারনেম আমি দেখিনি কখনো!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: তাইতো আপনাদের মতো যারা দেখেনি তাদের জন্যই পোষ্ট টা দিলাম
ধন্যবাদ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩
একটি পেন্সিল বলেছেন: ছোট্ট এ জীবনে কোনটা রেখে কোনটা পড়ি! ভাগ্যে থাকলে কখনো পড়া হয়েও যেতে পারে জীবন চক্রে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পড়বেন। অবশ্যই পড়বেন। ধন্যবাদ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
ছোট প্রশ্নে এই অবস্হা?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই যে চাঁদগাজী
আপনি ভীষন পাজী।
ধন্যবাদ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
সারনেমের বাহারে
মজা লাগে আহারে!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন:
জনাব
নাম আপনার বাসার।।।।
যা বলবেন সবই হাঁসার।।।।।
বুঝলাম আপনি অনেক মজা পান সব কিছুতেই।।
সারনেম অনেক কিছুই হতে পারে তা যেহেতু কোন ব্যক্তি মানুষের তা সম্মানের সাথেই দেখা উচিত । ধন্যবাদ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার কাছে কোন ভাবেই রসিকতার বলে মনে হচ্ছে না পোস্টটি। ধন্যবাদ আপনাকে। দুএকটা কবিতা কিংবা গল্পের ধারণা দিলে ভালো হতো।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বইগুলো আমি পড়েছি আমি সময় করে বই গুলো নিয়ে বিশদবর্ননা দিবো।
আপনাকে ধন্যবাদ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুণী একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিলেন ।
আমাদের অনেক প্রতিভা বিদেশে তাদের গুনের বিচ্ছুরণ ঘটাচ্ছেন , তাঁদেরকে এদেশের মানুষের সাথে পরিচয় করানোর প্রয়োজন রয়েছে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই এখন থেকে কবি, লেখক, সাহিত্যিক পরিচিতি নিয়ে আমি একটা নিয়মিত সিরিজ লিখবো ভাবছি। এই লেখক অনেক আগের প্রজন্মের। তার লেখা সত্যিই জীবন ঘেষা এবং এই প্রজন্মের অনেক কিছুর শেখার আছে।
ধন্যবাদ
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
পথহারা মানব বলেছেন: হৃদয়ে পদ্মা আদুরে টেমস...নামটা শুনেই অনেক ভাল লাগল আশা করি পড়তেও ভাল লাগবে!!!
আচ্ছা আপু বইটা কি দেশে পাওয়া যায়!!!
প্রবাসীদদের কে নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ!!! আসলে আমি ওনাদেরকে খুব শ্রদ্ধা করিতো তাই!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: "হৃদয়ে পদ্মা অদূরে টেমস" আসলেই অসাধারন বই।মোট ৪১ টি গল্প নিয়ে বাংলাদেশিদের জীবন যুদ্ধ , চালচিত্র, বাংলাদেশিদের বাস্তব জীবন নিয়ে লেখা অসাধারন সব অভিজ্ঞতার আখ্যান। অবশ্যই বাংলাদেশে পাওয়া যায়।
রায়হানা হোসেন নামের একজন মহিলা লেখক তার বইয়ের পরিবেশক। আপনি চাইলে লিংক দিতে পারি।
ধন্যবাদ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: এই লেখিকার নাম অজানা ছিল। দেশের বাইরে থেকে লিখে বলেই হয়তো।
যাই হোক - গল্পের বইগুলো সংগ্রহ করার চেষ্টা করব।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবশ্যই সময় পেলে পড়বেন। আমি বই গুলোর রিভিউ খুব শিঘ্রই দিবো।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ