| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
( রাবার বাগানের পাহাড়ি শ্রমিক)
 
 
( রাবার কারখানার কাচা রাবার) 
 
 
( রাবার তৈরীর মেশিন)
 
 
( পাহাড়ি স্কুলের  শিশু)
 
 
( রাবার তৈরীর চুল্লি) 
 
( কাচা রাবার) 
  
 
(রাবার তৈরীর মেশিন) 
 
 
( রাবার কারখানা)  
 
 
( পাহাড়ি নারী শ্রমিক) 
 
 
( পাহাড়ি নারী শ্রমিক) 
 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আরো অনেক সুন্দর এবং গুরুত্ববহ ছবি ছিল। বুঝলাম না আপলোড হয়না কেনো?
২| 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: একটি ভাল বিষয় নিয়ে লিখেছেন । রাবার গাছের বাগান , সারি সারি গাছ গাছ থেকে রাবার অাহরণ কাজে পাহারীদের কাজের দুটো করা হল এখানে সংযোজন।
অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য 
সাথে রইল শুভেচ্ছা।
 
   
 
 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ। গাছ থেকে কেমন করে রাবার সংগ্রহ করে সেেছবি আছে কিন্তু কেন জানি আপলোড হচেছ না।
৩| 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:০৪
প্রামানিক বলেছেন: ছবি দেখে অনেক কিছু জানা হলো।
 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই ধন্যবাদ।
৪| 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৭:৫০
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ, কোন অসুবিধা নেই , অনেক সময় এরকম হয় , ব্রাউজার পরিবর্তন করে দেখুন চলে আসবে । গুগল ক্রোমে এরকম আমার হয়েছে কয়েকবার । তখন ব্রাউজার পরিবর্তনে কাজ হয়েছে আবার। যাহোক এখানেতো আছে আর এ  ব্লগ বাড়ী পুরাটাইতো আপনার ।
শুভেচ্ছা রইল ।
৫| 
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:৪০
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
৬| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ২:০৮
রক্তিম দিগন্ত বলেছেন: 
ছবিগুলো সুব্দর। 
আপু, ছবি আপলোড হচ্ছে না কারণ, ছবির সাইজের কারণে লিমিট এক্সেস হয়ে গেছে। অনেকগুলো ছবি হলে একবারে সব আপলোড করা যায় না।
ধাপে ধাপে আপলোড করে 'প্রিভিউ দেখুন এবং পোস্ট করুন' চাপুন। তারপর যে পেজ আসবে সেটা থেকে 'এডিট করুন' চাপুন।
এভাবে এভাবে করে সবগুলো আপলোড হয়ে গেলে পরে পোস্ট করে দিন।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:১৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ। সেভাবেই এডিট করে করেই ছবি গুলো আপলোড করেছি। কিন্তু কিছু ছবি হচেছই না।
৭| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:৪০
কবীর বলেছেন: ছবিগুলো সুন্দর
 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:১৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ
৮| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট।
৯| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:০৩
নিশি মানব বলেছেন: আর কিছু লিখেন। বিস্তারিত লিখেন।
রাবার বাগান কিভাবে হয়। কিভাবে চাষ করে। 
বানিজ্যিক ভাবে কতটুকু লাভবান হওয়া যায়।
১০| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:১৩
নিশি মানব বলেছেন: আর কিছু লিখেন। বিস্তারিত লিখেন।
রাবার বাগান কিভাবে হয়। কিভাবে চাষ করে। 
বানিজ্যিক ভাবে কতটুকু লাভবান হওয়া যায়।
১১| 
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৯:১৫
নিশি মানব বলেছেন: আর কিছু লিখেন। বিস্তারিত লিখেন।
রাবার বাগান কিভাবে হয়। কিভাবে চাষ করে। 
বানিজ্যিক ভাবে কতটুকু লাভবান হওয়া যায়।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
যাক, মানুষের জন্য কাজের ব্যবস্হা হয়েছে।