![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমাদের সমাজ নিয়ে এক গ্রহে বসবাস করি। হাত পা চোখ কান মাথা বুদ্ধি নিয়ে আমরা মানুষ পরিচয় নিয়ে বড় হই। কিন্তু এর মধ্যেই বুঝতে পারি বড় হতে হতে আমরা অনেকেই আর মানুষ থাকি না। এখন অমানুষী আচরন আমাদের স্বাভাবিক প্রবৃত্তি।
ইদানীং কঠিন একটা রোগ মহামারী আকারে দেখা দিয়েছে। তা হলো হীনমন্যতার হিংসার মহা চুলকানী রোগ। আমরা খারাপ থাকা আর নেগেটিভ শুনতে অভ্যস্থ। ভাল আছেন, চারপাশে ভাল খবর গুলো আমাদের দুঃখী করে তুলে। আমরা ভাল খবরটাকে খারাপ জামা পড়াতে ব্যস্ত হয়ে পড়ি। ল্যাং দিয়ে ফেলে কলংকের মালা না দিতে পারলে আমরা শান্তি পাই না।
এই বেবি বাংলাদেশ বড় হবে বলে মনে হয়না। এখানকার অসুস্থ বুদ্ধিজীবীরা চিরদিন জন্য বাচ্চা শ্রেনী। মনের জগতের ব্যপ্তি হয়নি। তাই পিছনে লাগা আমাদের চিরন্তন অভিরুচি।
এ থেকে যতো দিন না মুক্তি ততোদিন বাংলাদেশ বেবি থাকবে বড় আর হবে না।
বড় হতে হলে চুলকানী রোগ কমানোর ওষুধ আবিস্কার করতে হবে।
২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ওষুধ হল কেউ খোঁচা দিলেই ঘুড়িয়ে একটা চড় মারা ..।.।.।। ।কুকুর শ্রেণীর পুরুষ আর মহিলায় ভরে গেছে এই পৃথিবী । অদ্ভুত সব মানসিক রোগী । তবে দুই একজন ভাল মানুষ আছে বলেই দেশ টা আর পৃথিবী টা টিকে আছে ।
২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:১০
মশিউর মানিক বলেছেন: ভালো বলেছেন। আসলেই আমাদের প্রতিটা ক্ষেত্রেই চুলকানিটা ব্যাপক আকার ধারন করেছে এ থেকে আমাদের বের হয়ে আসার উপায় বের করতে হবে তবেই বেবি বাংলাদেশ একদিন বড় হবে।
২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৭
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবুঝ হিংসা আর ষড়রিপু তে আক্রান্ত আমাদের পৃথিবীর মানুষ গুলো । কেউ পরিশ্রম করবে না কিন্তু ফল ভোগ করতে চাইবে ।আর সামনের কেউ ভাল করলে তাকে পা ধরে টেনে নামানোর জন্য আদা জল খেয়ে নামতে হবে । অনেক আগেই এই দেশ এগিয়ে যেত । কিন্তু নেড়ি কুকুর শ্রেণীর লোকজনের জন্যই এই দেশটা আজও অন্ধকারে । আল্লাহ্ এদের হেদায়েত করুক।
৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
@জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয়,
প্লীজ, আমার প্রো-পিকটা ব্যবহার করবেন না; কোটী কোটী সুন্দর প্রো-পিক থেকে একটা নিতে পারেন আপনি!
৪| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৮
পবন সরকার বলেছেন: কথা মন্দ নয়
২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মন্দ কথা স্বাস্থ্য সম্মত নয় । তাই ভাল কথাই বলি । আপনাকে ধন্যবাদ।
৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: অসহ্য একটা ব্যাপার
২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই অসহ্যকর ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: ওষধ আবিষ্কার করাটা খুব জরুরী।