নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৈশোর থেকে সাহিত্য চর্চা করি। সোশ্যাল একটিভিস্ট হয়ে ওঠা স্বপ্ন ছিল না। প্রত্রিকার সম্পাদনা রবের পক্ষ থেকে অনন্য জিম্মাদারি। পত্রিকা চালাতে গিয়ে স্বৈরাচারের একাধিক মামলায় যুক্ত হওয়াটাও খোদা ইচ্ছে। ধর্মকে যেমন ভালোবাসি, তেমনই ধর্মের নামে অধর্মকে চরম ঘৃণা ক

ওবাইদুল্লাহ ওবাইদ

সত্য ও সুন্দরের পক্ষে কথা বলতে ও শুনতে এ পথচলা। কুসংস্কার ও কুরসম দূর হয়ে সত্যের শুভ সকাল হোক; এমনটাই কামনা করি। ইহকাল পরকালে যা কিছু সত্য তা-ই আমার ধর্ম; আমার বিশ্বাস।

ওবাইদুল্লাহ ওবাইদ › বিস্তারিত পোস্টঃ

কথিত মা দিবসকে 'না' বলুন

১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৩২

পশ্চিমারা নিজেদের মা'কে চরম অবহেলা করে। শেষ বয়সে মা'দের স্থান হয় বৃদ্ধাশ্রমে। ওই জানোয়ার গুলোর কাছে মা'র কোন মূল্য নেই। তাদের ঘরে একটি কুকুরের স্থান হতে পারে। খুব সযত্নে রাখে কুকুরটিকে। কিন্তু জনম দুঃখিনী চির দুঃখিনী মায়ের স্থান ওল্ড হোমেও হয় না। তাই তারা শুধু একটি দিন মা'কে স্মরণ করার জন্য 'মা দিবস' পালন করে। কিন্তু আমরা তো তাদের মতো নরপিপাসু জানোয়ার নই। আমরা সব সময় সর্বদা মাকে ভালোবাসি। তাই আমাদের বিশেষ একটি দিনের প্রয়োজন হয় না। আমরা আমাদের সারা জীবনকে মা'দিবস মনে করি। আমরা শুধু একটি দিনে নয়, সব সময় মায়ের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি। এবং করবো ইনশা আল্লাহ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: পশ্চিমারা নিজেদের মা'কে চরম অবহেলা করে এটা আপনারে কৈল ক্যাডা?এমনভাবে কইতাসেন যেন সবাই করে।পশ্চিমের কোনদেশে কোন এলাকায় গিয়ে এটা দেখে আসছেন।আর ঢালাওভাবে জানোয়ার বলে নিজেকে কি প্রমাণ করলেন?

২| ১১ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: মা দিবস নিয়ে মাতামাতি দেখলে তাজ্জব হয়ে যাই। অন্য দিনে খবর থাকে না, কেবল এই দিনটাতে দরদ যেন উথলে পরে। পশ্চিমাদের হুবহু অনুকরণ করতে যেয়ে এই অবস্থা। এরকম যে হবে সে কথা রাসুল (সাঃ) আগেই বলে গেছেন।

নবী করিম (সাঃ) বর্ণনা করে গেছেন যে, তার উম্মতদের একদল লোক আচরণ, অভ্যাস ও জীবনাচারের ক্ষেত্রে পূর্ববর্তী পথভ্রষ্ট ইহুদী-খৃষ্টান জাতিকে হুবহু অনুসরণ করবে ।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করিম (সাঃ) বলেছেন- "কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না আমার উম্মত পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির হুবহু অনুসরণ শুরু করবে । এমনকি তারা যদি একহাত সামনে গিয়ে থাকে, আমার উম্মতও যাবে । এক গজ পেছনে গিয়ে থাকে, আমার উম্মতও তাই করবে । সাহাবারা জিজ্ঞেস করলেন, 'পারস্য ও রোম জাতির মত ?' জিজ্ঞেস করা হলে নবীজী (সাঃ) বললেন - তা না হলে আর কাদের মত ?' (বুখারী)

আল্লাহ আমাদের মায়ের সাথে সদ্ব্যবহার আর ভালো আচরণ করার তাওফিক দান করুন। শুধু মা দিবসে না, মায়ের প্রতি শ্রদ্ধা যেন বছরের ৩৬৫ দিনই থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.