নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা এবং শিক্ষকদের আচরন

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫

পরীক্ষার হল এ স্যার –ম্যামদের কিছুই আচরণ এতো বাজে লাগে !এমনিতে পরিক্ষার আগে ২-৩ রাত পড়ে মাথার ভেতরে পুরাই ডিস্ক ভর্তি ।তারপর সামনে বসে স্যার-ম্যা মদের মিলে জুড়িয়ে দেয়া কিছু রঙ্গ- কাহিনী।।



বাস্তবের সাথে অনেকের ই মিলে যাবে ।নিজের অভিজ্ঞতা থেকে সংগৃহীত -----



--আমার মেয়টা এতো দুষ্ট !কোন কথাই শোনে না ।শুধু Computer গেইম আর কার্টুন ।পড়াশুনার নামে খোজ নাই ।



--আপা আর বলবেন নাহ ।আমাদের জিতু তো ক্রিকেট ছাড়া কিছু বুঝেই নাহ ।খেলা শুরু হলেই হইছে খাওয়া –দাওয়া সব নাই হয়ে যায়



--স্যার আমার মেয়েটা এসব করলেও Result কিন্তু সব সময় ভাল করে ।এইবার ও সেরা দশে ছিল ।



--আপা থাকবে নাহ ।আপনার মেয়ে বলে কথা ! হা হা হা



(আমাদের অবস্থা এপাশে ভয়াবহ --)



--যাহ ।আপনি যা বলেন নাহ



---- ছাত্রদের দিকে তাকিয়ে ‘এই তোমরা এতো কথা বল কেন?? সবগুলাই বেয়াদব !কিছুই পড়াশুনা করে নাহ –শুধু সারাদিন Tuitiony আর রাতে ফেইচবুকিং ।এদের দিয়ে জাতি কি পাবে??



----ঠিক বলেছেন স্যার ।আমাদের সবাই কত sincere ছিলাম ! এদের দেখলেই কেমন লাগে ...



---কি আর বলব ম্যাম ।আমার মেয়েটার ও এই রোগ এ ধরছে।। শুধু ফেইচবুক আর ফেইচবুক



---আপা আপনি তো দিনে দিনে সুন্দর ই হচ্ছেন !



---আপনি কিন্তু একটু বেশি ই বলেন !আপনি কিন্তু কম না



( কিছুই মনে নাই ।।যা পড়ছিলাম সামনে বসে এদের কথা শুনেই ভুলে গেছি )





এর ভিতরে পিওনের চা- বিস্কিট আপেল কমলা নিয়া প্রবেশ ।



সামনে বসাইয়া গোগ্রাসে চাবাচ্ছেন সদ্য পাস করা দুইজন মেধাবী স্যার-ম্যাম ।আর এক্সাম এর Tension এ সকালে আমার নাস্তা পর্যন্ত করা হইনি



-----এক্সাম হলে স্যারদের কিছু আচরণ এমনিতেই পেইন লাগে ।কিন্তু কিছুই করার নেই ।After all,, তারা শিক্ষক ,আমরা শিক্ষার্থী !



!

এতো গেল এক্সাম হল এর কথা । এরপর বেরিয়ে বান্ধবীকে জিজ্ঞেস করলাম –কিরে কেমন দিলি?? তার আর আফসুসের সীমা নাই

কারন জিগাইলে বলল সে নাকি এক মার্ক্স ছেড়ে আসছে !! মনে মনে আমি আল্লাহ মাইরালা আমগো মাইরালা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.