![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যদি বৃষ্টি হতাম
উথাল-পাতাল ছন্দ
আবুঝ ছলে ভিজিয়ে দিতাম
তোমার মনের দিগন্ত ।
তোমার যত আনুভুতি –হাজার রঙের প্রজাপতি
দিতাম সবি ছুঁয়ে
গাছের যত নতুন ডগা –সদ্য ফোটা নতুন পাতা
যেত সবি ভিজে
আমার স্পর্শ পেয়ে !!
এই শহরের বৃষ্টির মাঝে
তোমায় খুজে ফিরি ,
নতুন দিনে বৃষ্টি মাঝে
ছন্দে ছন্দে আমি কবি ।
(বৃষ্টির ছন্দে ছন্দে কবিতা লেখার অপচেষ্টা )
©somewhere in net ltd.