নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

ভার্সিটি লাইফের CGPA ও এর কিছু বাস্তব ব্যাবহার

১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

ভার্সিটি লাইফে CGPA একটা ফ্যাক্টর ।। প্রথম বর্ষে এসেই কিছু কিছু স্টুডেন্ট অনেক ভাল করে ফেলে ।। কারন প্রথমে সবাই আসলেই সিস্টেম টা ভালোভাবে বুঝে না কিভাবে ভাল GPA ক্যারি করা যায় । আর যারা প্রথম বর্ষে ভাল করে তারা অনেক বড় একটা লিড নেয় আর সেইটা দিয়েই পসিসন করে নেই ( অনেক বিভাগে) ।
কারন প্রথম বর্ষের ফলাফল থেকে তার পরে খুব কমই বিচ্যুতি দেখা যায় , সব ক্ষেত্রে নয় অবশই এর ব্যতিক্রম আছে ।।
প্রথম দিকে যারা ভাল করে তারা একটু পাট নিয়েই চলে ।। টিচারদের দৃষ্টিও তাদের উপরে বেশ ভাল করেই পড়ে ।। অনেক ক্ষেত্রে খারাপ করা স্টুডেন্ট হটাত করেই একটা মিড টার্মে ভাল করে ফেলে ,এই যেমন প্রথম হয়ে যায় !! তখন প্রথম দিকের স্টুডেন্টরা একটু আড় চোখে তাকায় , এমন যে তারাই শুধু প্রথম হবার জন্য এই ধরণীতে এসেছে ।। অনেক ক্ষেত্রে এইটা শিক্ষকদের খাতা দেখায় ভুল অথবা দৈবিক কারন হিসাবে চালিয়ে দিয়ে চায় ! সবাই যে একি লেভেলের এইটা ততদিনে তারা ভুলেই গেছে ।। কারন মধ্যমানের শিক্ষার্থী রা তাদের প্রচেষ্টা অনেক অংশে কমিয়ে দেয় কারন প্রথম বর্ষেই একটা বিশাল তফাতের সৃষ্টি হয়েছে প্রথম দিকের স্টুডেন্টদের সাথে হাজার চেষ্টা করেলেও প্রথম হওয়া যাবে নাহ
এদিকে মেয়েদের সাথে ছেলেদের CGPA বেশ একটা গড়মিল চলে আসে ।। এ নিয়েও তাদের ভাবের সীমা নেই !! ৩.৭ পেলেও যেখানে কোন মেয়ে খুশি হতে পারে না সেখানে কোন ছেলে ৩.৫ পেয়ে স্টার বন্ধুদের ট্রিট মারতে চলে যায় ।। অনেক ক্ষেত্রে মহান আল্লাহ এর পরে এই সফলতার দাবীদার তার কারনে অকারনে সময় নষ্ট কারী গার্ল ফ্রেন্ডকে দিয়ে দেয় !!
CGPA অনেক হতে পারে !! CGPA চারে হয় , ৩ এ হয় এমনকি ২.৫ তে ও হয় !!
এত্ত ভাবের কি আছে রে ভাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.