![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন চলেই যায় । কোন না ভাবেই চলে ...ভাল থেকে অথবা খারাপ থেকে এক ভাবে না এক ভাবে চলেই যায় ।। কোন কিছু নিয়ে এতো এত পরিতাপের কিছু নাই । সবাই সবকিছু যেমন পায়না , সবার সবকিছু পাওয়া ওঁ উচিত না !!
ভোরের ওঠা সূর্যকে দেখতে না পেয়ে তো কত অন্ধ তার সারাটা জীবন কাটিয়ে দেয় ।সূর্য সমান সম্পদের আসায় থেকে কত মিলিওনিয়ার এর রাতের ঘুম পর্যন্ত আসে না ।।
কার দেয়া এককালীন দুখকে সারাজীবনের মেঘ ভেবে সারাটা জীবন কাটানোর কোন মানে নাই
জীবন কেটেই যায় , শিতনিদ্রা অথবা দীর্ঘ ভ্রমনে
আফসোস করলেই আফসোস , না করলে নাই
©somewhere in net ltd.