নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

ফালতু একটা ভিডিও আমাদের আবেগের ফুলঝুরি

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৪

ভারতের এক পিচ্চি এক সাধারন থার্ডক্লাশ ভিডিও বানিয়ে YOUTUBE এ ছেড়ে দিল আর সেইটা আমরা হাজার হাজার শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলাম ।
ভিডিও তে লেখা ছিল –India creates Bangladesh !!

বললেই কি হয়ে গেলো ?? আমরা ও ওইটাকে শেয়ার দিয়ে হিট খাওয়ায়ে দিলাম ।। ঐ ছেলে হয়তো তার ভিডিও এর জনপ্রিয়তা দেখে মিটিমিটি হাসতেছে

আমরা জানি আমাদের বাঙ্গালিদের আবেগের অনেক বড় উৎস আমাদের স্বাধীনতা । আর এইটা নিয়ে কথা বললে সবারি অনেক বেশে লাগে । লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত , এক পিচ্চি ছেলে ওইটা নিয়ে কটূক্তি করলেই কি তাই হয়ে গেলো !

বরং পুরা ফেমসিকার হওয়ার জন্য ঐ ছেলে ঐ কাজতা করছে এবং সে পুরোপুরি সফল !

হ্যাপি যে মানের নায়িকা ছিল তাতে তাকে সামনের দশ বছরেও কেউ চিনত কিনা সন্দেহ কিন্তু এখন রুবেলের সাথে নেগেটিভ ব্যাপারটার কারনে সবাই চিনে এবং সে অনেক জনপ্রিয় । এই ভিডিও ক্রিয়েটর ছেলেটিকে সারা পৃথিবীতে আমরাই জনপ্রিয় বানিয়ে দিলাম এই আর কি !

যাই হোক যে কোন ভাবে ১৯ তারিখের ম্যাচে জয় চাই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

নতুন বলেছেন: কথায় আছে No publicity is Bad publicity.

এই রকমের জনপ্রিয়তার উদাহরন সানিলিউন.... এখন কোথায় পৌছেগেছে.. :-0

আগামী কাল আমাদের ক্রিকেট টিম কোন মতেই হারবেনা.... ম্যাচের ফলাফল ঠিক হয়েই আছে...

হয় ম্যাচ জিতবে আর না হলে আমাদের হৃদয় তো এমনেই জিতে আছে... :D

২| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অবাকবিস্ময়২০০০ বলেছেন: মাদের হৃদয় তো এমনেই জিতে আছে..
কমেন্ট করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.