নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

অবাকবিস্ময়২০০০

অবাকবিস্ময়২০০০ › বিস্তারিত পোস্টঃ

শিমু আপুর বিয়ে আর জনতার ঘুম হারাম

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

সুমাইয়া শিমুকে নিতে পাবলিকের এইসব আউল-ফাউল কমেন্টের কোন মানে হয়না । আমরা জাতি হিসাবে ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে খুব বেশি পছন্দ করি । আচ্ছা তারা যদি দুজন সুখি থাকে তাহলে এইসব আম-পাবলিকের কি আসে যায় ???

আসলে জেলাসী আমাদের সমাজের অনু পরমানুতে ছড়িয়ে গেছে ! এই ঘটনায় আঙ্গুর ফল টক টাইপের একটা ব্যাপার লক্ষ করতেছি

কোথায় জানি পড়ছিলাম – বাঙালি জাতি হিসাবে অতি মাত্রায় পরশ্রীকাতর আর গুনে কিছুটা হলেও মীরজাফর এর মতন । তার প্রমান অনেকটা এই ঘটনার পর হাতে নাতে পেয়ে গেলাম

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: এত হিংসা করে কি হবে? সিমুআপু কি আর জন্মেও তাদেরকে বিয়ে করতো যারা আজ দুস্কে মরে যাচ্ছে!!!!!!!!!!!

২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৭

তাতাত বলেছেন: জনতা বলতে নিজেকে বুঝাচ্ছেন না তো?

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৯

এস কাজী বলেছেন: সুমাইয়া শিমুর বিয়ে হওয়ার পর বুঝলাম দেশে কি পরিমান শাহরুখ আর সালমান খান রয়েছে। হাতায়া দেখলে দেখা যাবে হেগোর কারো তলার কাপড় ই ঠিক নাই আর তারা করে সমালোচনা। বুলশিট কোথাকার।

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮

রানার ব্লগ বলেছেন: কি কমু ভাই আবাল গুলার কান্দন দেইখা আমি হাসতে হাসতে শেষ

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

মেমননীয় বলেছেন: শিশুটা / আপটা কে?

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

মেমননীয় বলেছেন: শিশুটা / আপটা কে?

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

চলন বিল বলেছেন: কি হইছে? কার বিয়া হইছে? কে হিংসা করছে? কিভাবে? কেন? কোথায়? কার দ্বারা?

৮| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২

অবাকবিস্ময়২০০০ বলেছেন: নিজে আবার জনতা হবে কিভাবে ??? আমি নিজে তো ক্ষুদ্র বিশাল জনতার কাছে @ তাতাত

৯| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪

অবাকবিস্ময়২০০০ বলেছেন: গো গুগোল ব্র , ও সব জানে @চলন বিল

১০| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

অবাকবিস্ময়২০০০ বলেছেন: কেউ তো আর নিজের দিক তাকাইয়া কিছু কয় নাহ , এই যায়গায় তো প্রব্লেম @ এস কাজী

১১| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

অবাকবিস্ময়২০০০ বলেছেন: পুরাই হাসির ব্যাপার তো , হাস্তেই হবে @ রানার ব্লগ

১২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

অবাকবিস্ময়২০০০ বলেছেন: এরা তো আশায় ছিল মনে হয় , সব আশা শেষ @ শায়মা আপু

১৩| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

পথিক৬৫ বলেছেন: বাংলাদেশের প্রত্যেক টি ঘরে ঘরে একজন ম্যন্ডেলা দরকার।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪

অবাকবিস্ময়২০০০ বলেছেন: ম্যান্ডেলা কি করবে ?? পথিক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.