![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় শুধু বড় হতে চাইতাম । ক্লাস থ্রিতে থাকতে চাইছি কবে ফোরে উঠবো , আইনার সামনে ফিতা নিতে চেক দিতাম আগের চেয়ে একটু লম্বা হতে পেরেছি কিনা ! ক্লাস নাইনে থাকতে ভাবতাম কবে এস এস সি শেষ করে কলেজে যাব ।কলেজে থাকতেও কলেজের পড়াশুনা ভালো লাগতো না মনে হতো কবে বিশ্ববিদ্যালয়য়ের জন্য কোচিং এ ভর্তি হব !
এখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবার সময় মনে হয় আগের সময় টা ফিক্সড থাকতো । বড় হতে আর চাইনা ! এই সময়টাকে ধ্রুব রাখতে পারলেই বেশ হতো । কিন্তু সময় বয়ে নিয়ে যায় আগামির স্রোতে যার সাথে সবাইকে ভাসতে ভাসতে সামনে যেতে হয় । আর ঘাড়ে আসতে আসতে জেঁকে বসে দায়িত্ববোধ !
মনে হয় ! আবার ছোট হয়ে যেতে পারতাম , স্কুল জীবনে অথবা কোলে কোলে ঘোরার সেই দিনগুলাতে
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল