![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনজামামকে ওয়ার্ড ২০ বছর ক্রিকেট খেলতে দেখেছে কিন্তু তাকে এক অক্ষর ইংরেজি বলতে দেখি নাই ,
এখনকার আফ্রিদি ১৫ বছর খেলে গেল কিন্তু ইংরেজি বলতে পারলো নাহ হয়ত অনেক চেষ্টা করছে শিখতে
এইসব দেখতে দেখতে দেখতে রমিজ ভাবছিল অন্যরাও মনে হয় এমনি , তাই ভুল করে তামিমের কাছে ঐসব ভুলভাল ভবলে ফেলছে
কিন্তু এমন ভুল কিভাবে করলো তামিম তো আর নতুন নাহ , প্রায় ৯-১০ বছর ক্রিকেটে আছে
আসলে ইচ্ছা করেই রমিজ এই বেয়াদপিটা করছে !!—
কুত্তার লেজ কখনো সোজা হয়না –এই কথাটা রমিজ রাজা কাল আবার মনে করায়ে দিল
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
অবাকবিস্ময়২০০০ বলেছেন: নিজ দেশে ডেকে অপমান করা ছোটলোকের কাজ ! রমিজ ওইটাই করছে ---কানকাটা রমিজ
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১
শুভ্র বিকেল বলেছেন: রমিজ্জ্যা আমাদেরকে খাটো করার জন্য বলেছেন। এই কান ঢাকা রমিজ্জ্যা আরো কয়েকবার এই রকম উল্টাপাল্টা কথা বলেছেন। ব্লাড প্রব্লেম।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
অবাকবিস্ময়২০০০ বলেছেন: ব্লাডি সিক আই থিংক
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: রমিজ রাজার এই প্রশ্ন করার যুক্তিযুক্ত কোন কারণ নেই। আমার জানামতে রমিজ রাজা আগেও তামিমের সাথে কথা বলেছে। সেইটাও ইংরেজীতে।
সে আসলে বাংলাদেশীদের দেখতেই পারে না। এইটাই সমস্যা! সে এখনো সেই আদিম যুগেই পড়ে রয়েছে।