নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোঁজে আছি।

নিরীক্ষক৩২৭

আমরা সবাই পাপী, আপন বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি

নিরীক্ষক৩২৭ › বিস্তারিত পোস্টঃ

সব গাধার বাচ্চাদের অধিকারে চলে যাবে

০৬ ই মে, ২০২০ সকাল ১০:৪৭


মাঠ পর্যায়ে দক্ষ কর্মীর সংকটে নমুনা নষ্ট হচ্ছে।
ল্যাবে দক্ষ টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষায় সমস্যা হচ্ছে, সরকার নাকি দশ বছর সে পদে কাউকে নিয়োগ দেয় না।
প্রতিদিনই পাওয়া যাচ্ছে চাল-চোর, যে দেশে রাজা ডিম চুরি করে তার প্রজারা মুরগি চুরি করে। এমন তো না উপরের মহল জানে না যে তাদের লোকজনেের ভিতর অনেকেই চোরছ্যাঁচড়। এইটা হইল সস্তা রাজনৈতিক ব্যর্থতা। দলাদলির ভিতর যাব না, গণতন্ত্র বাদ দিলাম ওয়ান পার্টি সিস্টেম ফলো করবি কর। পাবলিকের টাকা মেরে খাবি সেটাও বুঝলাম, ছোটলোকের জাত তোরা। কিন্তু সার্ভিসটা অন্তত ঠিক মত দে। নষ্টা গাধাদের হাতে রাজনীতি চলে গেছে।

এরপর বিশ্ববিদ্যালয়ে। যাও তোমরা পলিটিক্সই কর। দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় কিন্তু ইনোভেশনের জন্য কম, আন্দোলনের জন্য বিখ্যাত। তারাসহ অন্যান্য ভার্সিটির ভিতর বালছাল কাজ যেমন টঙ্গে বিড়ি টানা, চিল করে ঘুরে বেরানো, যা হবে দেখা যাবে মেন্টালিটি রোমান্টিসাইজ করা হয়। সেখানে পরিবেশ ল্যাবে কাজ করা থেকে সারারাত আড্ডা দেবার জন্য বেশি উপযোগী। আামার নিজের ভার্সিটিও সেই দোষে দুষ্ট। লাভ কি পাবলিকের কোটি কোটি টাকা এসব জায়গায় ঢেলে ? যদি সময়মত পাবলিকের কাজে না লাগে।

এরপর আসি বাপ-মা দের কাছে। "কেন তোমার বন্ধু বেশি মার্ক পেল তুমি কেন পেলে না? কি কম দিয়েছি তোমাকে?" মিলেনিয়াল জেনারেশোনের কেউ যদি এসব না শুনে বড় হয়ে থাকেন তাহলে সেটা আপনার সাত পুরুষের ভাগ্য। সে ছেলে মেডিকেল পড়তে চায় না তাকে জোর করে মেডিকেল কলেজে পাঠালে সে ল্যাব থেকে বেশি টঙ্গে ঘুরে বেরাবে। ডাক্তার, ইন্জিনিয়ার না হলে আপনার ছেলে-মেয়ে মরে যাবে না। একটু শিক্ষা দেন যেন ঘরে বসে খা্বার মেন্টালিটি না হয়। তাহলেই নিজেই কিছু করে খেতে পারবে।

আর সম্মানিত শিক্ষক সম্প্রদায়, সম্মান যে অর্জন করতে হয় আপনারা ভুলেই গেছেন আমার ধারনা। যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমাদের জাতি দেখতেছি মেরুদণ্ডহীন তাহলে দায় কার ?

বি:দ্র: আমার বাবার করোনা ভাইরাসের সিম্পটম দেখা গেছে। লাকিলি দেশের বাইরে থাকেন, শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারের কাছে যাবার সাথে সাথে অক্সিজেন দিয়ে অবজারভেশনে রেখেছে। আজকালের ভিতর টেস্ট রেজাল্ট জানা যাবে।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২০ সকাল ১১:৩৫

পুলক ঢালী বলেছেন: সহমত। আপনার আব্বা সুস্থ হয়ে উঠুন এই কামনা রইলো। তবে ক্ষোভের বশে বা----শব্দটি লিখেছেন এটা মুছে দিলে ভাল। সর্বাঙ্গীন ভাবে পোষ্টটি আমাদের দেশের বাস্তব পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। চুরি চামারির সাথে সার্ভিসটাও চুরি হয়ে যাচ্ছে।সত্যকথা। ভাল থাকুন।

০৬ ই মে, ২০২০ দুপুর ১২:১১

নিরীক্ষক৩২৭ বলেছেন: যদি মিথ্যা কথা বলে থাকি তাহলেই মুছতে বলবেন।

২| ০৬ ই মে, ২০২০ সকাল ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বার বছর গাধাদের হাতেই তো শাসিত! শোষিত! অধীকারে যাবার আর কিছূ বাকী আছে কি? X(
যখনই ওয়ান পার্টি সিস্টেমকে সাপোর্ট করবেন, তখন আর বিচার চাইবার কিছু নেই!
এমনইতো হবার কথা! এমনিতো হয় স্বৈরাচারে!

গাছের গোড়া পঁচে গেলে গাছ বাঁচে না।
গণতন্ত্র মরে গেলে জাতি বাঁচে না।
আমি পঁচা গোড়া মেনে নিয়ে ভাল ফলন আশা করলে- নিজেদেরও যে দখলদারদের স্ব-গোত্রই যে ভাবতে হবে।

০৬ ই মে, ২০২০ দুপুর ১২:১০

নিরীক্ষক৩২৭ বলেছেন: বারো বছর না স্বাধীনতার পর থেকেই এই দেশ গাধাশাসিত।
এই দেশ গণতন্ত্রের উপোযোগী না। একজন দেশপ্রেমিকের ভোট আরেকটা পাড়ার নেতার পাছা চাটা চামচার ভোট সমান হতে পারে না।ওয়ান পার্টি সিস্টেমকে কাজে লাগানো যায় কিভাবে ভিয়েতনাম, কিউবাদের দেখেন। যোগ্য লোক লাগে এইটাই হল কথা।

৩| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল হোক, আপনাকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ।

০৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৫

নিরীক্ষক৩২৭ বলেছেন: মঙ্গল তো হচ্ছে না রে ভাই।
আরেকটা সরকারি ছুটি মিস হয়ে গেল।

৪| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:০৪

পদ্মপুকুর বলেছেন: যশ্মিন দেশে যদাচার! যেখানে আগাপাশতলা সবই গাধাদের দখলে চলে গেছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের আর কি দোষ? আপনি চাইলে আহমদ ছফার গাভীবৃত্তান্ত পড়ে দেখতে পারেন। যদিও দেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আপনার বলা উপসর্গ নিয়ে গর্বই করি এখনও, তবুও আপনার কথাগুলো ঠিকই।

আসলেই তো তাই, প্রয়োজনের সময়ে কাজে না আসলে বেকার অর্থ অপচয়ের কি দরকার!

০৬ ই মে, ২০২০ দুপুর ১:৫০

নিরীক্ষক৩২৭ বলেছেন: ইনোভেশন নিয়ে গর্ব করতে পারেন সময় আর অর্থ অপচয় নিয়ে গর্ব করার কিছু দেখি না। আমাদের ডিপার্টমেন্টে আপনার বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট একজন স্যার আছে, প্রচুর ব্যস্ত থাকে রিসার্চ রিলেটেড কাজ নিয়ে। তাদের মতদের দেখে শিখি।

৫| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: দেশের কথা বলতে গেলে দিন রাত শেষ হবে। বাবার জন্য দোয়া করি। ভালো চিকিৎসা পাবে উনি।

০৬ ই মে, ২০২০ দুপুর ১:৫৩

নিরীক্ষক৩২৭ বলেছেন: ক্ষোভ থেকে লেখা আসলে।
ধন্যবাদ।
আশা করি ভালো চিকিৎসা পাবেন।

৬| ০৬ ই মে, ২০২০ বিকাল ৩:২৪

নতুন বলেছেন: আপনার বাবার সুস্থতা কামনা করছি।

দেশকে নিয়ে বলার কিছুই নাই।

এখনো জোর যার মুল্লুক তার কাটিয়ে উঠতে পারিনাই আমরা।

০৬ ই মে, ২০২০ বিকাল ৩:৩১

নিরীক্ষক৩২৭ বলেছেন: ধন্যবাদ।
সহমত পোষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.