নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোঁজে আছি।

নিরীক্ষক৩২৭

আমরা সবাই পাপী, আপন বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি

নিরীক্ষক৩২৭ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকানদের জন্য সহী বাংগালি রাজনীতিনামা

০৩ রা জুন, ২০২০ ভোর ৫:৩৭


খালি কি ভাইয়া মুখে গণতন্ত্রের কথা বলে দেশে দেশে 'আমেরিকান ইন্টারেস্ট' রক্ষা করিলে হইবে? শুধু করর্পোরেট ইন্টারেস্ট দেখলে কিভাবে হবে, সাথে ক্ষমতায় থাকার অদম্য ইচ্ছাশক্তিরও দরকার আছে। এত দিন মনে করতাম আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সেই ইচ্ছাশক্তির অভাব আছে, ট্রাম্প সাহেব আমার ভুল ধরায় দেওয়ার কারনে এই পোস্ট তাকে উৎসর্গ করলাম।

কাজের কথায় আসি এবার। রিপাবলিকান প্রেসিডেন্টকে উৎসর্গ করলেও এখানে ডেমোক্র্যাটদের জন্যও শিক্ষার বিষয় আছে। আশা করি দুই পার্টির সকল সিনেটর এই রচনা থেকে শিক্ষা লইবে।

১। নিজেদের দলের কোন একটা প্রাক্তন প্রেসিডেন্ট সিলেক্ট করে সেটাকে আরেকটা ধর্ম বানায় ফেলতে হবে। আরে ভাই নীতি-নৈতিকতা দিয়ে কি এখন ভাত হয়। লিংকন সাহেব কি করে গেছিল সেটা দিনে ১৪ বার আউড়াইতে হবে। ডেমোক্র্যাটদের বসে থাকলে হবে না, রুজভেল্ট সাহেবের কীর্তি সমানে আউড়াইতে হবে। সাথে চেস্টা করতে হবে ওয়াশিংটন সাহেবকে নিজের দলের বলে প্রচার করতে।

২। যেই দলই ক্ষমতায় যাও না কেন মনে করে সিলেবাস চেন্জ করবা কিন্তু। বিশেষভাবে তোমার দল কিভাবে আমেরিকার পক্ষের শক্তি সেটাতো বাচ্চাদের বোঝাতে হবে নাকি। মনে রাখবা, সেখানে কীর্তিবান নেতা যেন খালি তোমার দলেরই হয়। বিপক্ষ দল তো চেতনা-বিরোধী দল।

৩। পত্রিকা গুলোকে নিজের দলে নিয়ে নিবা। তোমার কুকীর্তির কথা যদি আমজনতা না-ই তাইলেই্‌ হইলো। তারা তাদের মনমত ইউটিউব দেখবে, তোমরা তোমাদের মত কাজ করবা। দুই পক্ষই খুশি।

৪। সব থেকে জরুরি যে কাজ করতে হবে তা হল ছাত্রদের,উঠতি বয়সীদের মধ্যে ক্যাচাল লাগায় রাখবা। এই কাজটা করতে পারো নাই বলেই আজ এত বড় আন্দোলন সামাল দেওয়া লাগতেছে। ক্যাচাল কালচার তো একদিনে হবে না সময় লাগবে। তোমাদের হাই-ইসকুল, ভারসিটিগুলাতে পলিটিক্যাল উইং খুলতে হবে। বালছাল ছাত্রদের নিয়ে তোমাদের কাজ করতে হবে। তাদেরকে দিয়ে দলের চেতনা উজ্জীবিত করতে হবে। চেতনা ছাড়া রাজনীতি হয় নাকি আবার। যেহেতু তোমাদের এই কালচার নাই সেহেতু এবার কালচার ইমপোর্টের জন্য তলাবিহীন ঝুড়ির ভিতরেই হাত দেওয়া লাগবে। বাংলাদেশ থেকে ছাত্রলীগের কিছু স্যাম্পল নিয়ে যাও। প্রথম যেদিন পাবলিক মাঠে নামলো সেদিন যদি তোমরা 'স্যাম্পল' ব্যবহার করতা তাহলে এই দিন দেখা লাগতো না। সাথে বাংলাদেশেরও কিছু এক্সপোর্ট হইলো। গারমেন্টস নামের দাস ব্যবসা করে আর কতদিন চলে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ ভোর ৫:৪৭

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে হলে পুলিশ এতদিনে একজন দশজন মেরে ফেলতো।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২০

নিরীক্ষক৩২৭ বলেছেন: করোনায় পুলিশের ভূমিকা দেখে সে মত বদলে গেছে।
আমাদের পুলিশরা কি আমেরিকান পুলিশদের মত স্বাধীনতা পায়? আমার মনে হয় তারা রাজনীতির কাছে বন্দি।
অবশ্য ভালো-মন্দ তো সবখানেই আছে।

২| ০৩ রা জুন, ২০২০ ভোর ৫:৫৫

কল্পদ্রুম বলেছেন: বাংলাদেশের রাজনীতির আন্তর্জাতিক কোচিং সেন্টার খুলে ফেলেন।ওবায়দুর কাদের সহ সেলিব্রিটি রাজনীতিবিদদের দিয়ে ক্লাস নেওয়াবেন।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২১

নিরীক্ষক৩২৭ বলেছেন: হ, চিন্তা ভাবনা আছে।
তারা দেশের সম্পদ, তাদেরকে কাজে লাগাতে হবে।

৩| ০৩ রা জুন, ২০২০ ভোর ৬:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিচিত্র এই দেশ বিচিত্র এই দেশের মানুষ ।এই দেশ যেন যুগ যুগ ধরে একটি দলই শাসন করছে,অন্য দল যেন করে নাই,তারা যেন পুলিশের হেমলেট দিয়ে পুলিশের মাথা থেতলিয়ে দিতে দেখে নাই।বাস ভর্তি লোক সই পেট্রল বোমা দিয়ে পুড়িয়ে মারতে দেখে নাই।সংখ্যালঘুদের বাড়ী মুহুর্তের মধ্যে নাই করে দিতে দেখে নাই।সংখ্যালঘু চোট মেয়ে টিকে দলবেধে ধর্ষণ করতে দেখেনাই।এই রকম কয়েকশ ঘটনা লিখতে পারি যা শুনলে বাংলাদেশের নাগরিক পরিচয় দিতেও লজ্জা লাগবে।তাই চুপকরে থাকাই ভাল।পারলে ভালো কথা বলুন,নয়তো চুপ থাকুন।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫

নিরীক্ষক৩২৭ বলেছেন: একজন একটা অন্যায় করলে সেটা অন্য আরেকজনের অন্যায়কে বৈধতা দেয় না।

৪| ০৩ রা জুন, ২০২০ ভোর ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দলের লোকদের লেখাপড়া নেই; কিন্তু ব্যুরোক্রেটরা তো ইউনিভার্সিটির গ্রেজুয়েট, ওদের কি অবদান?

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৬

নিরীক্ষক৩২৭ বলেছেন: তাদের অবদান আমার থেকে ভালো মনে হয় আপনিই জানেন।

৫| ০৩ রা জুন, ২০২০ ভোর ৬:৩৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ট্রাম্পের জন্য সার্বজনীন 'বাংলা রাজনীতি'র পাঠ:

- "যে যায় লংকায় সেই হয় রাবন"
- "সালিশ মানলাম, কিন্তু তালগাছ আমার"
- "আমরা সবাই দালাল হবো, পাক-ভারতের নুন খাবো"

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নিরীক্ষক৩২৭ বলেছেন: ভালো বলেছেন। :D

৬| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক অবশেষে বাংলার হৃত গৌরব ফিরিয়া আসিল ;)

আমরিকারে কোচিং দেবার মতো উস্তাদি যখন হাতে আছে . .
চেতনার শিক্ষা, শেয়ার বাজার ট্রেইনিং, ব্যাংকলুট, লুটেরাদের উপদেষ্টা বানানি,
মায় করোনা নিয়া এত নাকানি চুবানিই খাইতে হইতো না আম্রিকার! আগে যদি খালি বাংলা পলিসি শীখতে পারতো ;)

বেটার লেট দেন নেভার-
ভাই স্যাম্পল এক্সপোর্টের কামডা কিন্তু বুক দিয়া রাখলাম ;)
আপনের কমিশন সুইস ব্যাংকে কনফার্ম :P

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: অবশ্যই।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কাজ দিব। :D

৭| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৯

পদ্মপুকুর বলেছেন: এম্নেই আমাদের ব্রেইনড্রেইন হয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের নিজস্ব যে ঐতিহ্য, সেইটাও আপ্নে বৈশ্বিক করতে চাচ্ছেন... ভাই নিজের বলে কিছু তো রাখেন :-0

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০

নিরীক্ষক৩২৭ বলেছেন: ঐতিহ্য ভাগ করলে বেড়ে যায়। :D

৮| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ মানবিক না। এটাই সব সমস্যার কারন।

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নিরীক্ষক৩২৭ বলেছেন: কেন মানবিক না সেটা বোঝার চেষ্টা করে যাচ্ছি এখনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.