নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনাসময়

খুব সাধারণ জীবন আমার

অচেনাসময় › বিস্তারিত পোস্টঃ

হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনটি কারা চালায় ? কি নিছক তামাস আজ চারিদিকে !!!!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৮

হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনটি কারা চালায় ? আর বাংলাদেশের ''অধিকার' নামক তথাকথিত সংগঠনটি কারা চালায় ? তাদের হালাল রুজিই বা কি ? এরা কারা তাদের পরিচয় জানার ব্যবস্থা করা হোক ।



হিউম্যান রাইটস ওয়াচ নাকি আম্রিকায় মানবতা বিরোধী কিছু পায় না । তারা মানবতা খুজেঁ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের জন্য । মানবতা খুজেঁ না ৭১ সালে। ইদানিং কালে তাদের আবিষ্কার হলো মানবতা নিয়ে মিশরের তাহরীর স্কয়ারে বিপর্যস্ত ? তাহরীর স্কয়ারে নাকি চলতেছে ব্যাপকহারে নারীর অবমাননা (ধর্ষণ) ।অথচ সবাই করলো প্রতিবাদ তারাই একমাত্র সংগঠন প্রতিবাদের মধ্যে পানি ঢালতেই টাকার বিনিময়ে এমন এহেন খবর প্রচার করেছে।



হিউম্যান রাইটস ওয়াচ গুয়াতামালা বে কারগারে মানবতা বিরোধী কিছু খুজে পায় না !!!!অথচ তারা মানবতা বিরোধী অপরাধ খুজতে চলে আসে কখনো বাংলাদেশ, কখনোও মিশর, কখনোও বা অন্য কোন দেশে। অথচ তারা নাকি মানবিকতা খুজে পায় যুক্তরাষ্ট্র,পাকিস্তান,আফ্রিকায় । হায়রে সেলুকাস !!!!! আর কত সাজাবি তোর রঙ্গ !!!!!



ঠিক তেমনি বাংলাদেশের 'অধিকার' যেটি নাকি চালায় তথাকথিত বেশ্যা বুদ্ধিজিবী ফরহাদ মাজহার ওরফে লুঙ্গি মাজহারের স্ত্রী শিরিন আখতার । তারা মানবতা খুজে না সাভারের এনাম মেডিক্যালে, খুজে না রামুর সম্প্রদায়িকতায়, খুজে না বাশঁখালীতে ,খুজে না হরতালে চলন্ত বাসে আগুন দেয়াতে,খুজে না সংখ্যালঘু নির্যাতনে । অথচ তারাই নাকি মানবতা খুজে হেফাজতের কাছে ? কি সেলুকাস !!!! কারা খুজে মানবতা , কি নিছক তামাস আজ চারিদিকে !!!!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
এই গ্রুপ্টি জামাতি বাঁশেরকেল্লাথেকে হেফাজতের ছবি নিয়ে কথিত গনহত্যার দাবিও করেছিল।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫

অচেনাসময় বলেছেন: সহমত

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.