নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

পরাবাস্তব শহরে

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫

ভাজা রুটির মত অস্বচ্ছ কাচের জানালা দিয়ে যখন মুক্ত বিহঙ্গের ছবি তুলি
তখন শহরে একটি সর্বনাশ ঘটে গেছে!
ক্রেন উল্টে গেছে,
মানুষ চাপা পড়েছে
বর কনে বসে আছে পাশাপাশি
জীবন্ত অথচ ধূসর একটি সময়ে
পাশের আত্মীয়টি থেতলে মরে পরে আছে
গাড়িটি থমকে আছে,
চারিপাশে অসংখ্য কৃত্রিম চোখ সংগ্রহ করছে তাদের দূর্দশার চিত্র।
কারোরটা স্থির,কারোরটা গতিশীল
স্থানীয় সময় থেকে শুরু করে তথ্যবহুল এক-একটি উপস্থাপনা।

আমি যখন বিহঙ্গদের উড়েচলা দেখছিলাম
তখন শহরের একটি প্রেম যুগলবন্দী হচ্ছিল
লিফট বেয়ে বাসায় এসে দেখি সর্বনাশের ভিডিও
কাফকাকে হাত বুলিয়ে দিলাম
বল্লাম গ্রেগর স্যামসাতো একটি রাতের সময় পেয়েছিল
অথচ দেখো কত দ্রুততর সময়ে তারা বসে আছে মৃতদের সাথে
অসচ্ছ কাচের বাইরে দিয়ে উড়ে চলা বিহঙ্গরা কোথায় যাচ্ছে? কারা ওরা?
ঘেমে উঠি
বিরবির করে বলে উঠি সেই সকল অপরিতুষ্ট আত্মা!
আমি মেটামরফোসিস থেকে ভুতের গলির দিকে আগাই
শহিদুল জহির আমাকে মালিটোলা থেকে নিয়ে আসে
পরাবাস্তবতার শহরে।

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৯

জুল ভার্ন বলেছেন: চমতকার!

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৪

অধীতি বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৫

অধীতি বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লাগলো।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৫

অধীতি বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: শহিদুল জহির আমাকে .... টেনে নিয়ে আসে পরাবাস্তবতার শহরে - চমৎকার!
কবিতা ভালো লেগেছে। কবিতায় প্লাস। + +

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৫

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সুরিয়ালিস্টিক কবিতা !

দারুণ হয়েছে এই কবিতাটা । আসলেই নাগরিক জীবনে চলা এত এত ধ্বংসযজ্ঞ থেকে পালাতে পরাবাস্তবতাতে ডুব দেয়া বাদে আর কোন উপায় নেই । আপনার কবিতা তাই বলছে !!

ভালো থাকবেন । চলমান থাকুক আপনার এই কবিতা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.