নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিছু নই রে আমি কিছু নই...

অদ্ভুতুরে...

আমি কার! আমি কার! কে জানে!

অদ্ভুতুরে... › বিস্তারিত পোস্টঃ

পরাজিত নিজেকে নিয়ে এ পোস্ট...

০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

এর আগেও একবার এরকম লিখেছিলাম...



জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম। অনেক স্বপ্ন দেখতাম। অনেক অনেক বড় হব। আসলে আমার পরিবেশ আমাকে এ স্বপ্নগুলো দেখাতো। হয়ত দেখাতে বাধ্য করতো। ছোটবেলা হতেই জেনে এসেছি আমাকে নিয়ে আব্বু-আম্মু অনেক আশা করেন। আমার উপরে (হয়ত ক্যারিয়ারের উপরে) তাদের অনেক সম্মান নির্ভর করে আছে। আমি আমার আম্মু-আব্বু কে অনেক অনেক ভালবাসি। জানি তারাও আমাকে অনেক ভালবাসে। কিন্তু আজবধি আমি পারিনি তাদের আশা-ভালবাসার কোন প্রতিদান দিতে। বরং আমি জানি আমার এই ছন্নছাড়া জীবনের কথা শুনলে তারা অনেক কষ্ট পাবেন। তাই মনে হয় সবসময় এক ধরনের অভিনয় করে চলেছি। তাদের সাথে..., নিজের সাথে। ভালো ভাষায় হয়ত এই অভিনয় কে 'প্রতারনা' বলা হয়। কিন্তু আমি জানিনা কেন আমি এমন? নিজেকে প্রতিদিন কতবার প্রশ্ন করি! উত্তর পাইনা। আসলে আমি ভেবে পাইনা কি করে আমার দিনগুলো কেটে যায়! এলোমেলো সবকিছু এলোমেলো। অথচ আমি স্বপ্ন দেখি একজন গোছালো মানুশ হবার। শুধু যে বাবা-মা তাই না। সবাই আমার কাছথেকে প্রত্যাশা করে। এইতো সেদিন এক স্যার তার চেম্বারে ডেকে নিয়ে বললেন, "আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমাকে ক্লাসের ফার্স্ট বয় হিসেবে দেখতে চাই।" একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাস থেকে এমন কথা সে ছাত্রই প্রাপ্য যে অনেক মেধাবী। কিন্তু আমি তেমন কিছুই দেখাতে পারিনি। বরং প্রথম বর্ষেই DROP দিয়েছিলাম। ভাল লাগে যখন দেখি অনেকেই আমাকে বেশ পছন্দ করে। কিন্তু এর ভেতরে আমার যে প্রতাশ্যার চাপ যে দিন দিন বেড়ে চলেছে তাও বুঝতে পারি। কিন্তু তাতে আমার জীবনযাত্রার কোন পরিবর্তন হয়না। সেই ছন্নছাড়া!! আবার আর একটা চাপ সবসময় অনুভব করি যে আমাকে অনেকেই যত ভাল ভাবে, আমি হয়ত অতটা ভাল নই। এত মানুষের ভালোবাসা আমার প্রাপ্য নয়। তবে এটা সত্যি যে আমি চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে যে কাউকে সহযোগিতা করতে। অনেক সময় সেজন্য নিজের অনেক ক্ষতিও হয়। তবুও ভাল লাগে কারো হাসিমুখে THANK YOU শুনতে। তবুও আজঅবধি পাইনি মনের মত একজন বন্ধু যার সাথে সবকিছু শেয়ার করতে পারি। এখন গড়তে পারিনি একটা বন্ধু মহল। আসলে এখানেও দোষটা আমার। আমার চিন্তা-ভাবনার সাথে কারও মিল খুজে পাইনা। তাছাড়া আমার কাছে মনে হয় এখন আর কেউই স্বার্থ ছাড়া কিছু করতে চায়না। সবকিছুই fake মনে হয়। তাছাড়া যাকেই আপন ভেবেছি কিছুদিন পরেই বুঝি আমার ভুল হয়েছে। আর মানুষ একবার ভুল করে আর আমি বারবার করি। আসলে আল্লাহ আমার আবেগটা এত বেশি দিয়েছেন বলেই এত ভুল করি। আর এ কারনেই পারিনা self-control করতে। আমি জানিনা আমি কোন পথে চলেছি? সামনে কি অপেক্ষা করছে আল্লাহই ভালো জানেন। নিজেকে আজ নিজের কাছেই অপরিচিত মনে হয় ।



আমি একটা ব্যর্থ মানুষ (আজবধি)।

আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিঃ বিষয়ে ৩য় বর্ষে অধ্যয়নরত। যদিও চতুর্থ বর্ষে থাকার কথা ছিল (১ম বর্ষে অনেকটা আত্মবিশ্বাস হারিয়ে ফাইনাল পরিক্ষা দেইনি)। আমার এস.এস.সি. তে জিপিএ ৫ এবং এইচএসসি তে ৪.৩০ ছিল। কতদিন মনে নেই, তবে কবে থেকে আমি নিজেকে হতাশাবাদী একজন করে তৈরী করতে শুরু করেছি তা মনে নেই। তবে এখন আমার মনে হয় আমি কিছুই করতে পারিনা পারবো না। আমার বর্তমান ক্লাস রিজাল্টও খুব খারাপ (জিপিএ ২.৫+)। পড়াশোনাও করা একপ্রকার বাদ দিয়েছি (এই যে এখন যেমন আমার ৪র্থ বর্ষ ফাইনাল চলছে, সবাই পড়ছে আর আমি...)।

যাহোক আমি জানতে চাচ্ছি আমার এরকম পঁচা রিজাল্ট নিয়ে ভবিষ্যতে কি কিছু করা যাবে???

যদি যায় তাহলে কি করা যায় অথবা কারো কোন সদুপদেশ থাকলে জানাবেন প্লিজ।



তাছাড়া আমার এমত অবস্থায় কি করনীয় সে সংক্রান্ত পরামর্শ দিলে খুশি হব।



আমি জানিনা আমার এই বস্তা পঁচা লেখা কেউ সময় নষ্ট করে পরবে কিনা! আসলে মন টাকে হাল্কা করার জন্যই ব্লগে এসেছি। তবে আমি বর্তমানে যে অবস্থায় আছি তাতে কোন কিছুতেই মন আকাশ থেকে মেঘগুলো যাবে না। মাঝে মাঝে কাদঁতে ইচ্ছা হয়। যদি সেই কান্নার সাথে মেঘগুলো বৃষ্টি হয় ঝরে পরত! কিন্তু কাঁদতেও পারিনা। কেন? জানিনা...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

তৌফিক আনজাম বলেছেন: Jotils

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

ডেনজারাসবয় বলেছেন: ভাল লিখেছেন । ++++

৩| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৬

মাহবু১৫৪ বলেছেন: আপনি যে খুব হতাশা আর আত্মবিশ্বাস এর অভাবে ভুগছেন সেটা প্রমাণিত। কিছু কথা আপনাকে না বললেই নয়।

এস এস সি এবং এইচ এস সি তে বেশ ভাল ফল করেছেন আপনি। স্নাতকে খুব ভাল বিষয়ে পড়ছেন। আপনার উচিত হবে ভাল রেজ়াল্ট করে বের হওয়া। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাইলে এর বিকল্প নাই। আর উনাদের মুখের একটু হাসি যে কত দামী তা পরে হয়তো বুঝবেন।

একজন মানুষ কখনো একা চলতে পারে না। তার সঙ্গী সাথীর প্রয়োজন হয়। আপনি এর ব্যতিক্রম নন। আর তাই আপনার উচিত হবে বেশি বেশি বন্ধু বান্ধবদের সাথে মেশা। এক জনের বিপদে সাহায্য করা। ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক কাজে নিজেকে জড়ান। ঘুড়ে বেড়ান বন্ধুদের সাথে। মজা করুন।

বন্ধু বান্ধন যদি না তৈরি করতে পারেন তাহলে একটা সময় দেখবেন অনেক একা হয়ে গিয়ছেন। তখন প্রয়োজনের সময় কাউকে পাবেন না।

সবসময় পজ়িটিভ চিন্তা করুন। নিজের মনের উপর জোর রাখুন।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৫

আশিক মাসুম বলেছেন: ভাই পৃথিবীতে নিজের চে আপন আর কোন কিছু নাই। আর বাবা-মার কথা কি বলবো!! আমি তো বাবা-মাকে আমার নিজের দেহেই মনে করি। জন্মের পর থেকে ওনারা কত যত্ন করে আমাদের মানুষ করেন কিংবা করেছেন। ওনাদের ঋণ শোধ করার চিন্তা করাটাও পাগলামি ছাড়া আর কিছুই না। কিন্তু ওনাদের মুখে এক বিন্ধু হাসি ফুটাতে পারলে দেখবেন বুকের ভীতরটা কেমন সুখে ভড়ে উঠে।

কোথায় জেনো শুনে ছিলাম যে মানুষের স্বপ্ন যত বড় সে নিজেও ঠিক ততটাই বড়। নিজের লক্ষ ঠিক করে সাম্নের দিকে এগিয়ে যান , নিজের সুখ বাবা-মার সুখ নিয়ে চিন্তা করেন দেখবেন সব কিছুই অন্য রকম হবে।




আপনার জন্য অনেক শুভ কামনা থাকলো, ভাল থাকবেন।

৫| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং।

খারাপ দিন সবারই আসে, কারো বেশি দিন থাকে, কারো কম।

৬| ০৯ ই মে, ২০১৩ সকাল ৮:৪৫

কালোপরী বলেছেন: যা চাওয়ার আল্লাহ্‌র কাছে চান, আল্লাহই পথ দেখাবেন :)

কোন উপদেশ হিসেবে নয়, এ কথাটা আমার জীবনের প্রতিটি পরতে পরতে সত্যি হয়েছে, হবে ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.