নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা পড়লে আপনারাই জেনে যাবেন।
এমি মার্টিনেজ, বর্তমান সময়ের একজন আলোচিত গোল কিপার এবং সদ্য অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের গোল্গেন গ্লাভস বিজয়ী। বর্তমানে আর্জেন্টিনা ফুটবল টিমে মেসির পর যার স্থান।
এই বাজপাখি ব্যাক্তিগত সফরে গতকাল কলকাতায় আসেন। সৌভাগ্যক্রমে মাঝপথের বিরতিস্থল বেঁচে নেন বাংলাদেশ। সেটা আবার স্পঞ্চর করেন বানিজ্যিক প্রতিষ্ঠান “নেক্সট ভেঞ্চর”
১১ ঘন্টার এই বিরতিতে বাংলাদেশের অনেক বড় বড় কলা-কুশলী সাক্ষাৎ করার সুজোগ পেয়েছে কিন্তু বাংলাদেশ ফুটবলের ক্যাপ্টেন “জামাল ভুঁইয়া” সাক্ষাতের সুজোগ পায়নি।
শুরু থেকে শেষ পর্যন্ত আই টি সি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই সাথেই ছিলো।
আচ্ছাঃ আই টি সি’র সাথে ফুটবলের সম্পর্ক কি ?
তারপরে মাশরাফি বিন মুর্তাজা দেখা করার সুজোগ পেয়েছে পরিবার সহ।
মাশরাফি যদি সাবেক ক্রিকেট অধিনায়ক হিসেবে দেখা করার সুজোগ পায় তাহলে বর্তমান ক্যাপ্টেন রা কেনো সুজোগ পায়নি ?
জামাল ভুঁইয়া ও ফুটবলের টিমের বর্তমান অধিনায়ক।সে কেনো দেখা করার সুজোগ পায়নি ?
এই দায় কার ? নেক্সট ভেঞ্চারের ?
বাইরের দেশ থেকে কোনো অতিথি এলে তারকাছে কাকে রি-প্রেজেন্ট করা প্রয়োজন ?
দেশ নাকি দল ?
পলক সাহেব মার্টিনেজের হাতে নৌকা তুলে দেন। মার্টিনেজ কি নৌকায় উঠতে বাংলাদেশে এসেছে ?
বাংলাদেশ মানেই কি নৌকা ?
দেওয়ার মতো অনেক কিছুই ছিলো- স্মৃতিসৌধ, শহীদ মিনার ছিলো।
ক্ষমতার অপব্যাবহার চরম আকারে পৌঁছে গেছে। মাশরাফির নমিনেশন কে অনেকেই বাহ বাহ দিয়েছিলো রাজনীতিতে পরিবর্তন আসবে। রাজনীতি তে পরিবর্তন না আসলেও মাশরাফি’তে পরিবর্তন এসেছে।
আই টি সি ফুটবল ভাই ভাই
বাংলাদেশে নৌকার বিকল্প কিছুই নেই।
২| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
নতুন বলেছেন: জামাল ভুঁইয়া ও ফুটবলের টিমের বর্তমান অধিনায়ক।সে কেনো দেখা করার সুজোগ পায়নি ?
এই দায় কার ? নেক্সট ভেঞ্চারের ?
ভাই যদি আপনি তার সাথে দেখার সুযোগ পেতেন, তবে কি জিঙ্গাসা করতেন জামাল ভুইয়া দেখা করেছে কিনা?
আর যদি দেখতে তিনি বাইরে দাড়িয়ে আছে তখন আপনার পাস টা তাকে দিয়ে জামাল ভইয়াকে দেখা করতে?
৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:৫০
এইযেদুনিয়া বলেছেন: +
৪| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি গেঁও মানুষ, মার্টিনেজ আর জামাল ভুঁইয়া এর নাম প্রথম শুনলাম!