![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো কুড়িয়ে এখানে নিয়ে এসে ছুঁড়ে ফেলা হয়!!!
যুধিষ্ঠিরকে রাজকুমার পদে অভিষিক্ত করা হয়েছে। পাণ্ডব ভাইদের শৌর্য-বীর্যে প্রজারা মুগ্ধ।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভারতবর্ষের রাজাসনে কৌরবদের বসার সম্ভাবনা শূণ্যের কোঠায়। কিন্তু, এভাবে হার মেনে নিতে হবে?
অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ডেকে পাঠালেন কুরু-বংশের প্রবীণতম, বিশ্বস্ত মন্ত্রী-পরামর্শদাতা কণিক-কে।
কি বললেন কণিক?
কি সেই নীতি যা জেনে কিংবা অজান্তে রাজনীতির ময়দানে প্রয়োগ করছে সবাই
আগে পড়ে নিনঃ
মহাভারত নিয়ে যা লিখছি তার স্পিন-অফ হিসেবে একটা ভিডিও (আসলে অডিও, চেহারা দেখাইতে অনিচ্ছুক বিধায়)। আপনি মহাভারত বা রাজনৈতিক কূট-কাচালীতে আগ্রহী না হলে এভয়েড করেন। ২২ মিনিটের ভিডিও, অযথাই প্যারা নেয়ার প্রয়োজন নাই। যারা যারা দেখবেন ও দেখবেন না, সবাইকেই ধন্যবাদ।
বিদ্রঃ উচ্চারণে অনেক ভুল আছে, একটা কোর্সই করে ফেলবো নাকি? আর শ্বাস যেমনে নিচ্ছি, নিজেই ভাবছি আমি হাঁপানি রুগী নাকি!
সরাসরি ইউটিউবেও যেতে পারেন!
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৭
অজ্ঞ বালক বলেছেন: হা হা হা। এই প্রথম পডকাস্ট বানালাম। ইনকাম নিয়ে ভাবছিনা। কাজ ভালো হলে, হিট আসবে। ইনকামও হবে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০
বোকা পুরুষ বলেছেন: ভিডিও টা দেখবো, কিন্তু আপনার লেখা পড়ে বেশি ভালো লাগছিলো, পারলে আবার লেখা শুরু করুন কুরুক্ষেত্র সমন্ধে জানতে চাই
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
অজ্ঞ বালক বলেছেন: ভাই, এটা বই আকারে আসবে। আমার লেখা চলছে। কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। আর তিনদিনেই শেষ হবে। তবে পোস্ট আসবে ধীরে ধীরে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৫
নীল আকাশ বলেছেন: অফিসে ইউটিউব দেখা যায় না। লক করা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
অজ্ঞ বালক বলেছেন: অফিসের লোকেরা খুবই খ্রাপ। পরে দেখে নিয়েন সময় করে।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬
নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: ইউটিউব থেকে আপনার ইনকাম কেমন??