নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাতানো খেলা

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

অহেতুক অকারণ

জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে

অহেতুক অকারণ › বিস্তারিত পোস্টঃ

ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে

২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৬

আমি খুঁজে বেড়াই আমার মাকে

নীল সাগরের তীরে

দেখি মা যে আমার দাঁড়িয়ে আছে

গাঙ শালিকের ভীড়ে



ওগো বাংলা মা আমার

যতো সুখ তোমার আলিঙ্গনে।।



আমার হয় না কোথাও যাওয়া

হৃদয় মাঝে বয় যে শুধু

সবুজ শ্যামল হাওয়া

আমি উথাল পাথাল তোমার ছোঁয়ায়

ঘুমিয়ে পড়ি মাগো তোমায় ঘিরে,



ওগো বাংলা মা আমার

যতো সুখ তোমার আলিঙ্গনে।।



আধাঁর ঘরের বাতি, ওগো আমার বাংলাদেশ

সে আলোতে সাজাবো গো তোমার ছিন্নবেশ

মাগো তুমি অলংকার,

তুমি আমার অহংকারে স্বনার্লী বাহার

আমি কোথায় যাবো তোমায় ছেড়ে

রেখো মাগো তোমার অশ্রু নীড়ে,



ওগো বাংলা মা আমার

যতো সুখ তোমার আলিঙ্গনে।।



ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৭

রুবেল শাহ বলেছেন: +

২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬

অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২২

মেহরাব শাহরিয়ার বলেছেন: কবিতাটা পড়ে খুব গ্রামের কথা মনে পড়ছে ...............
ছুটে যেতে ইচ্ছা করছে , খুব খুব বেশি.........
+++

২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৯

অহেতুক অকারণ বলেছেন: মায়ের কাছে যেতে কার না ভাল লাগে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪২

প্রচেত্য বলেছেন: চমতকার

২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৭

অহেতুক অকারণ বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৪

মৃন্ময় আহমেদ বলেছেন: ভালো হইছে।।

ছিন্নবেশ হবে না, হবে 'ছিন্নবাস'।।

২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩

অহেতুক অকারণ বলেছেন: মৃন্ময়, গানটি আমি গতকাল প্রায় দশবার শুনেছি, এটা ছিন্নবেশ-ই হবে।

২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩

অহেতুক অকারণ বলেছেন: মৃন্ময়, গানটি আমি গতকাল প্রায় দশবার শুনেছি, এটা ছিন্নবেশ-ই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.