নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাতানো খেলা

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

অহেতুক অকারণ

জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে

অহেতুক অকারণ › বিস্তারিত পোস্টঃ

মতামত চাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

অবরোধের ২৮ দিন, প্রধান দুই দল কোন সমঝোতাতে পৌঁছাতে পারছে না, আমরা কি করবো??
বাসায় থাকব আর টক শো আর সংবাদ দেখবো, ভয়ে ভয়ে বাইরে বের হয়ে ককটেল খাব, পুলিশ এর হাতে মার খাব, অফিস থেকে কষ্ট করে ফিরতে গিয়ে আগুনে পুড়ে কয়লা হব, আমাদের সাধারন মানুষের সংখ্যা এবং ক্ষমতা এদের দৃশ্যমানভাবে মনে করিয়ে দেয়া এই মুহূর্তে খুব প্রয়োজন হয়ে উঠেছে।
১৯৪৫ সালে গান্ধীর অহিংস আন্দোলন এর আধুনিক কোন সংস্করণ আনা যেতে পারে।
এখানে আমি একটা পরিকল্পনা করলাম, আপনাদের কোন পরিকল্পনা থাকলে শেয়ার করতে পারেন-
১. অনশন করে আমি মরতে পারব না, তবে মোটর যানবাহন বর্জন করে পায়ে হাঁটা অথবা সাইকেল চালানো যেতে পারে, এতে রাস্তায় মানুষের সংখ্যা বেড়ে যাবে, সহিংসতা করার সুযোগ কমে যাবে, বর্তমান সরকার কে বুঝিয়ে দেয়া যাবে মানুষ আলোচনা চায়, সংঘাত নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.