নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজরখেচর

কবিতা

অরূপ চক্রবর্ত্তী

সাধারণ

অরূপ চক্রবর্ত্তী › বিস্তারিত পোস্টঃ

ছায়াকান্না

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

আমরা দুজন থেকেছিলাম পানসে মেঘে মেঘে

দূর-পাহাড়ের নীরবতায় ছায়া ছায়া জেগে;

শ্বেতী-দাগী দুটি পাখি ঠোঁটে মাখামাখি

কণ্ঠ ছিল ভিন্ন; বেসুর সুর মিলে মিশে

ছন্দ হত তবু; আর অন্ধ সে-খুনসুটি

কেউ কি দেখতে পেত? হয়তো দেখার চোখ ছিলনা।

অনুভবে চুপিচুপি আমরা ছিলাম মিশে-

যেমন করে ঠাসবুনোনে মলিন রঙিন স্মৃতি

এক জীবনে থাকে; যেমন করে একি বনে

বৃক্ষলতা পত্র-ছায়ায় মিহি কথায় হারায়;

আমরা দুজন ঠিক তেমনি ছিলাম; মেঘে মেঘে

সাদা-কালো দিন কাটাতাম, রাত কাটাতাম; শুধু

কলঙ্ক-দাগ পীড়া দিতো- কোথায় যেন

গুড় গুড় গুড় শব্দ হতো- বৃষ্টি হতো যদি?



নিচে ছিল রঙ; অচিন সব রঙ

শতরঞ্জি পাতা রেশমি জলে

রঙের পরিচলন।



তাই দেখে না দুজন,দীর্ণ করে মেঘের বলয়

চ্যুত হলাম হীরক জলে তুলোর মতো ঝরে।

তারপর খুব বৃষ্টি হল; শন শন শন হাওয়া!



উড়িয়ে নিয়ে এলো; এই কোন আঘাটায়?

কলঙ্ক-দাগ যেমন ছিল আছে। কেবল বাঁধনটুকুই ছিন্ন!

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: নিচে ছিল রঙ; অচিন সব রঙ
শতরঞ্জি পাতা রেশমি জলে
রঙের পরিচলন।


সুন্দর কবিতা ।কলঙ্ক মোচন হয়না মুছে যায় সম্পর্ক প্রেম ভালবাসা নিষ্ঠুর পৃথিবী। নিষ্ঠুর নিয়ম রীতি। তবু তা মেনে নিয়ে বেচে থাকা আমাদের পথ চলা।

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

অরূপ চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

বোকামন বলেছেন:
সুন্দর কবিতা ! প্লাস ...

নিচে ছিল রঙ; অচিন সব রঙ
শতরঞ্জি পাতা রেশমি জলে
রঙের পরিচলন

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

অরূপ চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইল। ভালো থাকুন নিরন্তর।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

অরূপ চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার +++++

যেমন করে ঠাসবুনোনে মলিন রঙিন স্মৃতি
এক জীবনে থাকে; যেমন করে একি বনে
বৃক্ষলতা পত্র-ছায়ায় মিহি কথায় হারায়;

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

অরূপ চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন। ভালো থাকুন নিরন্তর।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

একজন আরমান বলেছেন:
সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

অরূপ চক্রবর্ত্তী বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.