| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

অলস বলার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ভ্রূ দু’টো অকুঞ্চিত থাকলে ক্ষমার আবেদন প্রত্যাহার করে নিচ্ছি। কারণ যারা এখানে আসেন শুধু পড়ার জন্য। কষ্ট স্বীকার করে নিজে কিছু লেখেন না, তাদেরকে অলসই বলা উচিত। তবে হ্যাঁ, যাদের সময় সুযোগের অভাব আছে, তাদের কথা আলাদা।
।
লেখার বিষয় খুজে না পাওয়াটা গামছা কাঁধে নিয়ে সারা বাড়ি খুঁজেও গামছা না পাওয়ার মত ব্যাপার। আপনার মনের মধ্যে ভেসে ওঠা যে কোন উপকারী চিন্তাটিকেই লিখে ফেলুন। হোক ১০ লাইন, ৫ লাইন দৈর্ঘের চিন্তা। ২ লাইনই হোক। তারপর লেখাটিকে আগাগোড়া মনে মনে পড়ুন ২ বার। কোথাও কোন সম্পাদনা থাকলে করে নিন। তারপর আগা গেড়া দুই বার জোরে জোরে শব্দ করে পড়ুন। কোন সম্পাদনা লাগলে করে নিন। ব্যাস, পোস্ট করে দিন। 
২| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫০
হাবিব  বলেছেন: ![]()
৩| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৪৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ![]()
৪| 
০৫ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: