![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিচের উদ্দীপকদ্বয় মনোযোগ সহকারে পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওঃ (প্রশ্নের মানঃ ১ + ২ + ৩ + ৪ = ১০)
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সংখালঘু নিরীহ এক যুবক বিশ্বজিৎ। স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা এবং এতিমের টাকা মেরে খাওয়া লোকেরা মিলে বিশ্বজিৎকে উপর্যুপরি কোপ মারতে লাগলো। কোপাতে কোপাতে মেরেই ফেললো। ওপেনে। ওপেনেই মেরে ফেললো।
।
মহাকালের মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল বহুপ্রতিক্ষিত গোবেচারা একাদশ নির্বাচন। BNPজামাতের জঙ্গীরা একজোট হয়ে উপর্যুপরি সিল মারতে থাকলো। সিলাতে সিলাতে ভরেই ফেললো বাক্স। প্রতিটি ভোটারকে সিল মারতে বাধ্য করলো। ওপেনে। ওপেনেই সিল মারালো।
।
ক. ‘ওপেনে’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
খ. BNP এর পূর্ণরূপ কী? নিজের সৃজনশীলতা থেকে লেখ।
গ. “শান্তিপূর্ণ নির্বাচন এবং সংখ্যালঘু সংরক্ষণ নিশ্চিত করতে জামাতের ফাঁসি এখন সময়ের দাবি”, ব্যাক্ষা কর।
ঘ. কোনটি বেশি গুরুতর ঘটনা, বিশ্বজিৎকে ওপেনে জোরপূর্বক কোপানো নাকি বাঙ্গালীদেরকে ওপেনে জোরপূর্বক সিল মারানো? তোমার সুচিন্তিত অভিমত সৃজনশীল পদ্ধতিতে তুলে ধর।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯
আখ্যাত বলেছেন: যিনি বলেছেন, সত্যই বলেছেন।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনা ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
আখ্যাত বলেছেন: ১০ এর মধ্যে একও পাইলানা মামা
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
তারেক ফাহিম বলেছেন: প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিভাবে উত্তর দিবো
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪
আখ্যাত বলেছেন: উত্তর না দিলে নাম্বারও দেব না।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯
ম্যাঙ্গো পিপল মানে আম জনতা বলেছেন: এই প্রশ্নের উত্তর যে যে দেবে,
তার নামে আইসিটি আইনে
মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭
আখ্যাত বলেছেন: “মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে” ভেবে সবাই যদি সেদিন (৭১ সাল) বসে থাকতো, স্বাধীনতার স্বাদ পেতেন না কোন দিন।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ইতিহাসের মামলার খাতায় তোমাকেও তুলে নিলাম বৎস
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০
আখ্যাত বলেছেন: মামলার ভয় কাপুরুষরাই করে
বীরপুরুষরা করেনা
বঙ্গবন্ধু করেননি
করলে এ জাতি কখনই স্বাধীনতার স্বাদ পেতনা
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
বাংলার মেলা বলেছেন: ক। 'ওপেন' শব্দটি শিশুতোষ খেলার গান 'বায়স্কোপ' থেকে এসেছে।
খ। বিএনপি এর পুর্ণ অর্থ হল 'বেইল নাই পোলাপাইন'
গ। উপরে কোপানোর ছবিটার ভিলেন যদি জামাত হয়, তাইলে তো সংখ্যালঘু সংরক্ষণে জামাতের ফাঁসির কোন বিকল্প নাই, আর নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য (২০১৪) ও (২০১৮) জামাতের ফাঁসি আসলেই কার্যকর।
ঘ। যে আকাল পড়েছে, তাতে কোন ঘটনারই কোন গুরুত্ব নেই, এগুলো ছাড়া
হ্যালিপ্যাড অবদি হেঁটেই গেলেন প্রধানমন্ত্রী
এবার রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী
১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
আখ্যাত বলেছেন: ১০ পেয়েছেন
ফুল মার্ক পেয়েছে
তবে খ নং প্রশ্নের বিকল্প উত্তরও কারেক্ট হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: আমি অনেক কিছুই বুঝতে পারি, যা তোমরা বুঝতে পারো না।