নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

রক্তাক্ত জখম, অব্যর্থ মলম

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬


পূর্ববাংলার বাঙ্গালীদের মন অত্যন্ত সংবেদনশীল, প্রতিক্রিয়াশীল। তুচ্ছ কারণেই এরা মনে বেদনা অনুভব করে, উগ্র প্রতিক্রিয়া প্রদর্শন করার জন্য উদগ্রীব হয়ে ওঠে। তবে এদের মনবেদনা দূর করতে বেশি একটা বেগ পেতে হয়না। এদের উগ্রতাকে বশ করার জন্য খুব বেশি কিছু করতে হয়না। দরকার হয় শুধু সুষ্ঠু পরিকল্পনা আর পরিকল্পনার সুচারু বাস্তবায়ন।
.
অনিবার্য কারণ বসত এবারের নির্বাচনে পূর্ববাংলার বাঙ্গালীদেরকে তাদের খেয়ালখুশি মতো ভোট দেয়া থেকে বিরত রাখা হয়েছে।
দেশ জাতি এবং মানবতার মঙ্গলের স্বার্থেই ৩০ তারিখের নির্বাচনে সরকারকে জিরো টলারেন্সে থাকতে হয়েছে।
অশিক্ষিত বাঙ্গালীরা যেন যাকে তাকে ভোট দিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখ হয়েছে।
রাষ্ট্রযন্ত্রের প্রতিটি যন্ত্রাংশ এবং দেশপ্রেমিক সেকুলার জনতা অতন্দ্র প্রহরীর ভুমিকায় ভোট রক্ষা করেছেন।
বজলু ভাই আর বল্টু ভাইদের মত ভোটকেন্দ্রের লড়াকু সৈনিকরা বাঘের ভুমিকায় আর সিংহের ভুমিকায় অবদান রেখেছেন।
অবুঝ বাঙ্গালী এতে মনে আঁঘাত পেয়েছে। “যদি কোনদিন সুযোগ পাই তোদেরকে দেখে নেব”, বিড় বিড় করে বলছে।
বাঙ্গালীর মনোবেদনা সারানোর জন্য, তাদের উগ্রতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্জকর কিছু ঔষধ আছে। নিচের প্রেসক্রিপশনে এর কয়েকটি লিখে দেয়া হলো-

• ব্যাপক উদ্দীপনামুখর নৈশভোটের পরদিন থেকে ব্যপক উৎসবমুখর নৈশভোজের ব্যবস্থা করা।
• পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় বিশেষ চেতনা উদ্দীপক নৈশ বিনোদনের (কনসার্ট, পুতুল নাচ, মনোজ্ঞ যাত্রাপালা, স্বপ্নছোঁয়া র‌্যফেল ড্র) ব্যাবস্থা করা।
• নৌকাবাইচ, ঘোড়দৌড়, ষাড়ের লড়াই ইত্যাদি দেখে হাততালি দিতে দিতে মনের ব্যাথা কখন ভুলে যাবে নিজেরাও বুঝতে পারবে না বাঙ্গালী।
• আরো অনেক কার্যকর, অব্যর্থ ও পরীক্ষিত ঔষধ আছে, যা সেবন করিয়ে বাঙ্গালীর মন থেকে ৩০ ডিসেম্বরের জখম নিমেশেই সারিয়ে তোলা সম্ভব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: মলম ছাড়াই বাঙ্গালীরা ব্যথা সহ্য করে যাচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

আখ্যাত বলেছেন: মলমের প্রয়োগ শুরু হয়েছে তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.