![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
OVS (ওভ্স) পদ্ধতি প্রবর্তন করুন
একাদশ সংসদ নির্যাতনের ঠিক ১ মাস পর আজ সংসদের প্রথম অধিবেশন বসছে। তাই আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আর মহা মহিম সরকারের কাছে জানাচ্ছি ১ হালি আবেদন।
• আইন তৈরি করে গণতন্ত্রকে নিষিদ্ধ করুন। খুব কঠিন কিছু না। সবাই হ্যা বলবেন, তিনি (She) বলবেন, “হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। শেষ।
• ভোটানুষ্ঠান উপলক্ষে যে বিপুল অর্থাপচয় হয়, তা রোধ কল্পে হা/না ভোট চালু করুন। জনতার সামনে প্রশ্ন রাখা হবে, “আপনারা কি চান, উন্নয়নের ধারা অব্যাহত থাকুক”? জনতা ভোটে দেবে (ওপেনে) “হাঁ”। ব্যাস।
• জঙ্গীবাদ ও মৌলবাদের অনিবার্য উত্থান ঠেকাতে ‘গোপন-ব্যালট’ প্রথা দূর করুণ। আইন তৈরির মাধ্যমে OVS বা ‘Open Voting System’ পদ্ধতি প্রবর্তন করুন।
• আগামী দীনের যে কোন নির্বাচনে ৩০ডিসেম্বরের আদলে অবাধ ও আন্তর্জাতিক মানের ভোটানুষ্ঠান উপহার দিতে হবে।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গণতন্ত্রের জন্য আমরা উপযুক্ত নই।
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
আখ্যাত বলেছেন: সত্যি কথা।
সত্যি কথাটা সরকার জানে।
জানে বলেই গণতন্ত্রকে কফিনবন্ধী করেছে।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
আরোগ্য বলেছেন: সামনের বার নো ভোট ড্রামা, নো গণতন্ত্র।
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০
আখ্যাত বলেছেন: সংসদ চাইলে তাও হতে পারে, সাংবিধানিকভাবে।
এ নিয়ে রাজনীতি করার কী আছে?
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এদের কোন রাজনৈতিক দলই গণতন্ত্র জানেনা, বোঝেনা, মানে না। তারা বোঝে গদিতে বসা আর সেটা আঁকড়ে ধরে থাকা। ,
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
সাইন বোর্ড বলেছেন: কফিন এখনো বাইরে রেখেছেন ? আমি তো জানি কবর দেওয়া হয়ে গেছে ।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
আখ্যাত বলেছেন: আসুন ১ মিনিট নীরবতা পালন করি.....
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ পয়েন্টে ইট্টু সংশোধনি দেন ভায়া
আগামী দিনের যে কোন নির্বচনে ২৯ ডিসেম্বর (মিড নাইট ভোটিং) ষ্টাইলে করে দিতে পারেন
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
আখ্যাত বলেছেন: যথার্থই বলেছেন ভৃগু ভায়া
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: সহমত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
আখ্যাত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭
আখ্যাত বলেছেন:
বিনম্র শ্রদ্ধাঞ্জলী