![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানিরা পরাজিত জাতি। আমরা বিজয়ী জাতি। যুদ্ধজয়ী জাতি আমরা। আমরা বিচক্ষণ জাতি। রাজনীতি জানি আমরা। ৪৭ এর সমুচিত জবাব দিয়েছি ৭১ এ। পাকিস্তানকে এক আঘাতে দুই টুকরো করার সোনালী সুযোগটি সেদিন হাতছাড়া হলে আজ আমাদের........। ভাবতেও গা শিউরে ওঠে।
আমরা বীরের জাতি। বিজয়ের নেশায় আমাদের দুই চোখ টক টক করে, এই জিভ লক লক করে। সাহসের ভিষণতায় আমাদের দুই গোফ থির থির করে। বিজয়ের দৃপ্ত প্রত্যায় বুকে নিয়ে হানা দিয়েছিলাম মৌলবাদী পাকিস্তানের আস্তানায়। লক্ষ্মীছাড়া পাকিদের অপতৎপরতায় বাধাগ্রস্ত হয় আমাদের সাহসী তৎপরতা। লক্ষবস্তু গুঁড়িয়ে দেয়া সম্ভব হলনা একটুর জন্য।
অভিনন্দনরা থেমে যাওয়া পাত্র নন। আমরা দমে যাইনি মোটেই। কবি বলেছেন, “একবার না পারিলে দেখ শত বার”। পানির নিচ দিয়ে গিয়ে ছোবল হানলাম। কিন্তু ঐ বজ্জাত জবনরা বড়ই জঙ্গী। আমাদের সাবমেরিনটিকে জব্দ করার ধৃষ্টতা দেখালো।
জঙ্গী পাক বাহিনী অভিনন্দনকে ব্যাপক মানসিক নির্যাতন চালিয়েছে। “আপনার নাম কী, ভারতের কোথায় আপনার বাড়ি......” এমন হাজারো অনাবশ্যক প্রশ্ন করে তাকে বিরক্ত করেছে বর্বর পাক বাহিনী। রণকৌশলী অভিনন্দন সুকৌশলে ওদের প্রতিটি প্রশ্নের মোকাবেলা করেছেন। মোকাবেলা করে বীর বিক্রমে, বিজয়ীর বেশে স্বদেশপ্রত্যাবর্তন করেছেন।
অভিনন্দনরা দমবে না। থামবে না। শত্রুকে বধ করার মরণপণ এই সাধনা চলবে চলতেই থাকবে নিরন্তর। কবির কণ্ঠে কণ্ঠ মিলেয়ে এসো গেয়ে উঠি-
যতদিন রবে পদ্মা মেঘনা ফারাক্কা ও তিস্তা দৃশ্যমান
ততদিন রবে তোমার নাম ওগো অভিনন্দন বর্তমান
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১৩
আখ্যাত বলেছেন:
ধন্যবাদ দাদা
২| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আমরা জাতি হিসেবে গ্রেট।
০৭ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৩৮
আখ্যাত বলেছেন: :
সন্দেহ নেই
৩| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৫
হাবিব বলেছেন:
বাংলাদেশের মাটি বায়ু মায়ের মতন মুখ
দেখলে তারে আনন্দে তাই ভরে উঠে বুক
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০৩
আখ্যাত বলেছেন:
বাংলাদেশের মানুষগুলোর মাটির মতন মন
তাই বোঝেনা শত্রু কে যে, কিংবা কে আপন
৪| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৯
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: একখান কথা অভিনন্দন জিতল টা কি? আজে বাজে চিন্তা! অবাকই হই!
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০৪
আখ্যাত বলেছেন:
বর্বর পাকিদের কবল থেকে মুক্ত হয়ে সহি সালামতে কামব্যাক করতে পারাটাই এক মহাবিজয়
৫| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৮
গেছো দাদা বলেছেন: এটা প্রোপাগান্ডা মূলক পোষ্ট । অনেক মিথ্যা তথ্যে ভর্তি । জানিনা , ভারতের উপর পোষ্টদাতার এত রাগ কিসের !!
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০৬
আখ্যাত বলেছেন:
সমালোচনা সুনির্দিষ্ট হলে সংশোধিত হওয়া সহজ হতো
তবুও ধন্যবাদ দাদা
৬| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১:২৭
প্রশ্নবোধক (?) বলেছেন: @গেছো দাদা, পোষ্টদাতার কি কারনে ক্ষোভ জানিনা। তবে বেশিরভাগ ভারতীয়ই এই পোষ্টের সাথে মিলে যায়। এমনটাই স্বাভাবিক । পৃথিবীতে খুব কম মানুষই ফ্রেশ সত্য ধারণ করতে পারে। ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০৬
আখ্যাত বলেছেন:
গেছো দাদা আর প্রশ্নবোধক, দু’জনকেই থ্যাংকস
৭| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:১৩
আবদুল মমিন বলেছেন: ভারতীয়রা যে একটা মিথ্যুক জাতী তা প্রমান না করলেই ভাল হত । অভিনন্দনের নাম কি বাড়ি কোথায় , এটা একটা অত্যাচার ছিল । হা হাহা ,পাগলের প্রলাপ কারে কয় ? ১৯৭১ সালের জয় টা কি বাংলাদেশের ? নাকি ভারতিয়দের তা কি আবার বলতে হবে ? ব্লগার যদি ভারতীয় হয়ে থাকেন তা হলে আপনার ছেয়ে মিথ্যাবাদী মনে হয় আপনি বাস্তবতা কম ই দেখেন । আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তা হলে আপনার থেকে বড় দালাল আর কেহ নাই ।
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১০
আখ্যাত বলেছেন:
১৯৭১ সালে জয়টা কার হয়েছে?
উত্তরঃ আমাদের হয়েছে।
আমরাইতো সেদিন পাকিদের থেকে মুচলেকা নিয়েছিলাম
ভারত আর বাংলাদেশের স্বার্থকে আলাদা করে না দেখার অনুরোধ করছি
আরে দাদা, বাংলাদেশেকে ভূমিষ্ট করলো কে?
ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করতে পারবেন?
৮| ০৭ ই মার্চ, ২০১৯ ভোর ৫:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাইজান, উনাকে ডেকে দুইটা মেডেল দেন।
০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১০
আখ্যাত বলেছেন:
নোবেল কমিটিকে বলুন গিয়ে
৯| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখার সাথে দ্বিমত পোষণ করছি। আপনি একটা মন্তব্যে লিখেছেন,
ভারত আর বাংলাদেশের স্বার্থকে আলাদা করে না দেখার অনুরোধ করছি
আরে দাদা, বাংলাদেশেকে ভূমিষ্ট করলো কে?
ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করতে পারবেন?
মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে অস্বীকার করার উপায় নেই, তারপরেও বলবো ভারত আর বাংলাদেশ দু'টোই স্বাধীন রাষ্ট্র, সুতরাং দুটো দেশের স্বার্থকে একভাবে দেখার কোন উপায় নেই। সিমান্তে নির্বিচারে বাংলাদেশী হত্যা, তিস্তার ন্যায্য পানি না দেয়া, ভারতের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি, আর সাম্প্রতিক সময়ের ভারতে গড়ে ওঠা বাংলাদেশী বিদ্বেষী রাজনৈতিক মনোভাব অনেক কিছুর পরিচয় বহন করে।
বাংলাদেশের জন্ম হয়েছে, বাঙালী চেতনাবোধ আর ন্যায্য অধিকার আদায়ে মাধ্যমে নিজের আত্মপরিচয় বিশ্বের বুকে স্থাপন করার প্রয়োজনবোধ থেকে। এই দেশ কারো দয়া দাক্ষিন্যে পাওয়া নয়। ভারতের সাথে বাংলাদেশের অস্তিত্বের কোন সম্পর্ক নেই। দয়া করে ভারতপ্রীতি দেখাতে গিয়ে, বাংলাদেশের সম্মানকে প্রশ্নবিদ্ধ করবেন না।
০৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৪
আখ্যাত বলেছেন: :
আবেগঘন মন্তব্যের জন্য ভূইয়া ভাইকে ধন্যবাদ
১০| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৯
ভুয়া মফিজ বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১০
আখ্যাত বলেছেন: :
আবারো ভুয়ামি?
১১| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭
অক্পটে বলেছেন: আপনাকে অভিনন্দন লেখাটির জন্য।
বেশিরভাগ পাঠক আপনার লেখার অর্থ আবিস্কার করতে পারেনি।
০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১১
আখ্যাত বলেছেন:
হতে পারে
১২| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৭
মতিউর রহমান১০০ বলেছেন: ২৪৫ বার পঠিত এই ব্লগে ১০ জন মন্তব্য করলেও, লিখাটির আক্ষরিক অর্থের চেয়ে লুকানো ভাবানুবাদ বুঝেছেন মাত্র ৩ জন[মন্তব্য দেখেই বোঝা যায়]........ ইদানিং পড়ে/ না পড়ে, বুঝে/ না বুঝে, দরকারে/বেদরকারে মন্তব্য করে, সাধারন/অসাধারন পোস্ট লিখে, পেজ রিলোড দিয়ে ২০ মিনিটে ৫৪২০ বার পঠিত বানিয়ে.......... ব্লগার হওয়ার এক অশুভ প্রতিযোগিতা.........সেই সাথে দেখা যাচ্ছে ব্লগারের প্রতি ব্লগারের পারস্পারিক শ্রদ্ধাবোধও!
০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১২
আখ্যাত বলেছেন:
পারস্পারিক শ্রদ্ধাবোধতো কাঙ্খিত মতিউর
আপনাকে ধন্যবাদ
১৩| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৬
আসাফ উদ দৌলা বলেছেন: এটা যে একটা স্যাটায়ার পোস্ট এটা দেখি অনেকেই বুঝতে পারলনা।
নাকি আমি একটু বেশি বুঝে ফেললাম !!!!
০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৩
আখ্যাত বলেছেন:
তা জানি না
আগে আমাকে একটু শিখান-
স্ট্যায়ার পোস্ট কী জিনিস
১৪| ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
ঢাবিয়ান বলেছেন: ব্লগাররা অনেকেই আপনার পোস্ট বুঝতে পারেনি কারন ভাষার মারপ্যাচ আপনি খুব ভাল জানেন। আপনি সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়ে এই পোস্ট লিখেছেন এবং আমাদের স্বাধীনতা নিয়ে উপহাসও করেছেন। আশাকরি ব্লগ কতৃপক্ষ ব্যবস্থা নেবে।
০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৬
আখ্যাত বলেছেন:
ভদ্র মার্জিত ও বিচক্ষণ প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ ঢাবিয়ান
অনেকে আপনাকে “প্রশ্নফাঁস জেনারেশন” বলে উপহাস করতে ভালবাসে
কিন্তু কেন জানি বিশ্বাস করতে পারিনা, আপনি ফাঁস হওয়া প্রশ্নের সাহায্যে ঢাবিয়ান হয়েছেন
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৭
মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা তো সেই জাতি।। শুভ কামনা।।