![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটি বেশি প্রিয়?
ক. জয় বাংলা
খ. জয় মা কালী
গ. আল্লাহু আকবার
উত্তর "ক" হলে আপনি বাঙ্গালি, এবং আপনি জন্মেছেন অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গে ৷ অবিভক্ত পাকিস্তানের পূর্বপাকিস্তানে৷ স্বাধীন বাংলাদেশের কোন এক স্থানে ৷
উত্তর "খ" হলে আপনি হিন্দু
উত্তর "ক এবং খ" হলে আপনি বাঙালি হিন্দু
উত্তর "খ এবং ক" হলে আপনি হিন্দু বাঙালি
উত্তর "গ" হলে আপনি মুসলি, আপনার ঘরবাড়ি পৃথিবীর যে মেরুতেই হোক, আপনার জন্ম এখন থেকে কোটি বছর আগে হোক, আজ থেকে বহু বছর পরে হোক৷
উত্তর "ক এবং গ" হলে আপনি বাঙালি মুসলিম
উত্তর "গ এবং ক" হলে আপনি মুসলিম বাঙালি
.
জয় বাংলা
একটি স্লোগান৷ অর্থ, "বাংলার জয় হোক!" ৭১ সালের পূর্ববাংলার (পূর্বপাকিস্তান) বাঙালিদের বৃহত্তম অংশের প্রেরণার উৎস ছিল এ স্লোগান৷ আজকের বিশাল বাংলাদেশেও, জনসংখ্যার বিপুল বৃহৎ বিশাল এক অংশের প্রাণপ্রিয় এ স্লোগান৷ বাংলাদেশী বাঙ্গালিদের অর্ধ শতাব্দী কালের শ্রেষ্ঠ স্লোগান৷ পূর্ববঙ্গের বাঙালিদেরকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা শক্তি ও সাহস যুগিয়েছিল এই স্লোগান।
"যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা সুরমা বুড়িগঙ্গা বহমান
ততদিন তুমি বেচে রবে তেজদ্বীপ্ত মহিমান্বিত হে স্লোগান৷"
.
জয় মা কালী
একটি স্লোগান৷ অর্থ, "মা কালীর জয় হোক!" সারা ভারত উপমহাদেশের হিন্দুদের হাজার বছরের শ্রেষ্ঠ স্লোগান৷ মুসলিম দরবেশ শাহজালালের বিরুদ্ধে যুদ্ধ করার সময় গৌরগবিন্দদের প্রেরণার উৎস ছিলো এ স্লোগান৷ শাহমখদুম শাহপরান বখতিয়ার খানজাহানআলীদের মত অবৈধ অনুপ্রবেশকারীদের প্রতিহত করার সংগ্রামের সময় হিন্দু রাজা এবং তাদের পারিষদদের প্রেরণার, সাহসের এবং শক্তির উৎস ছিলো এই স্লোগান৷
"যতদিন রবে দুর্গা কালী সরস্বতি মোনসা পূজা চলমান
ততদিন তুমি বেচে রবে মহিমান্বিত পূজনীয় হে স্লোগান৷"
.
আল্লাহু আকবার
একটি স্লোগান৷ অর্থ, "আল্লাহ সবার চেয়ে বড়"৷ সারা পৃথিবীর মুসলমানদের কোটি বছরের শ্রেষ্ঠ স্লোগান৷ যুগে যুগে মুসলমানদের শক্তি সাহস ও প্রেরণার উৎস এ স্লোগান৷
"যতদিন রবে প্রশান্ত এন্টার্কটিকা আটলান্টিক বহমান
ততদিন চিরউন্নত রবে মহিমান্বিত এই স্লোগান"৷
১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৯
আখ্যাত বলেছেন: বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহু আকবার।
বাংলাদেশ দীর্ঘজীবি হোক।