![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লবণ এবং সুগার ২টি অপরিহার্য উপাদান৷ শরীরের উপাদান৷ বস্তুগত উপাদান (hardware)৷ তবে শরীরের সুস্থতার জন্য লবণ ও সুগারের সঠিক মাত্রাটি প্রয়োজন৷ তা না হলে অশান্তি অনিবার্য৷
.
নিষ্ঠুরতা এবং দয়ামায়া ২টি অপরিহার্য উপাদান৷ চরিত্রের উপাদান৷ অবস্তুগত উপাদান (software)৷ তবে চরিত্রের সুস্থতার জন্য নিষ্ঠুরতা ও দয়ামায়ার সঠিক মাত্রাটি প্রয়োজন৷ তা না হলে অনিবার্য অশান্তি৷
.
কিছু প্রয়োজনীয়, বরং অপরিহার্য নিষ্ঠুরতা আছে৷ কিছু সমর্থিত, সমাদ্রিত বরং জননন্দিত নিষ্ঠুরতা আছে৷ যেমন—
১. জীবহত্যা৷ যেমন— লালশাক পুইশাক পালনশাক হত্যা, সুন্দরী মেহগনি মেগনি গাছ হত্যা, রুই, কাতলা ইলিশ মাছ হত্যা, রাজহাঁস মুরগি কবুতর হত্যা, গরু ছাগল মহিশ হত্যা ইত্যাদি৷
২. গণহত্যায় গণধর্ষণে অংশগ্রহণরত পাকি সেনার / বার্মিজ সেনার হৃৎপিণ্ডটি গুলি করে এফোড় ওফড় করে দেয়া৷
৩. হত্যাযজ্ঞে মত্ত আবুজাহেলদের মুন্ডু ঝটিকা আঘাত হেনে দ্বিখণ্ডিত করে ফেলা৷
৪. একাত্তরের অপরাধীদের গলায় রসি বেঁধে ঝুলিয়ে রাখা৷ শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করে করে একদম নিথর নীরব হয়ে যাওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখা৷
৫. উন্নিশশো একাত্তর সালে, দিনের আলোয়, হাজার লোকের চোখের সামনে, বিশ্বজিতের হত্যাকারী / ধর্ষণ করে মাথা ন্যাড়াকারী পাক সেনাদেরকে নির্মমভাবে শাস্তি নিশ্চিত করে সকল পোটেনশিয়াল হত্যাকারী ধর্ষণকারীর জন্য শিক্ষণীয় নজির তৈরি করা৷
৬. চাকুর ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নেয়ার চেষ্টায় রত লোকটির নাকের উপর সযত্নে ঘুশি স্থাপন করে নাকের বারান্দায় রক্তের স্রোত নামিয়ে আনা৷
৭. গণহত্যায় রত সাদা বন্দুকধারীটির মাথায় সন্তর্পণে বাঁশাঘাত করে মসজিদের কার্পেটের উপরে সসম্মানে শুইয়ে দেয়া৷
৮. নিরপরাধ ভিপিপ্রার্থী নুরের উপরে পৈশাচিক আক্রমণ চালানো সন্ত্রাসী জামাতশিবিরের নরপিশাচদেরকে উদাহরণ স্থাপনকারী শাস্তি প্রদান করা।
৯.
১০.
১১.
১২.
.......
................
২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৫
আখ্যাত বলেছেন:
অগোছালো পোষ্টকেও “বেশ” বলাতে পারা সহজ নয়
সবাই পারেনা
আপনাকে ধন্যবাদ
আপনি একটি “প্রয়োজনীয় ও সমর্থনযোগ্য নিষ্ঠুরতা”র নাম বলেন
যদি সময় সুযোগ হয়।
২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: বেশ অগোছালো পোষ্ট।