নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনীয়, বরং অপরিহার্য নিষ্ঠুরতা, সমর্থিত, সমাদ্রিত বরং জননন্দিত নিষ্ঠুরতা

২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩০

লবণ এবং সুগার ২টি অপরিহার্য উপাদান৷ শরীরের উপাদান৷ বস্তুগত উপাদান (hardware)৷ তবে শরীরের সুস্থতার জন্য লবণ ও সুগারের সঠিক মাত্রাটি প্রয়োজন৷ তা না হলে অশান্তি অনিবার্য৷
.
নিষ্ঠুরতা এবং দয়ামায়া ২টি অপরিহার্য উপাদান৷ চরিত্রের উপাদান৷ অবস্তুগত উপাদান (software)৷ তবে চরিত্রের সুস্থতার জন্য নিষ্ঠুরতা ও দয়ামায়ার সঠিক মাত্রাটি প্রয়োজন৷ তা না হলে অনিবার্য অশান্তি৷
.
কিছু প্রয়োজনীয়, বরং অপরিহার্য নিষ্ঠুরতা আছে৷ কিছু সমর্থিত, সমাদ্রিত বরং জননন্দিত নিষ্ঠুরতা আছে৷ যেমন—

১. জীবহত্যা৷ যেমন— লালশাক পুইশাক পালনশাক হত্যা, সুন্দরী মেহগনি মেগনি গাছ হত্যা, রুই, কাতলা ইলিশ মাছ হত্যা, রাজহাঁস মুরগি কবুতর হত্যা, গরু ছাগল মহিশ হত্যা ইত্যাদি৷

২. গণহত্যায় গণধর্ষণে অংশগ্রহণরত পাকি সেনার / বার্মিজ সেনার হৃৎপিণ্ডটি গুলি করে এফোড় ওফড় করে দেয়া

৩. হত্যাযজ্ঞে মত্ত আবুজাহেলদের মুন্ডু ঝটিকা আঘাত হেনে দ্বিখণ্ডিত করে ফেলা

৪. একাত্তরের অপরাধীদের গলায় রসি বেঁধে ঝুলিয়ে রাখা৷ শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করে করে একদম নিথর নীরব হয়ে যাওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখা

৫. উন্নিশশো একাত্তর সালে, দিনের আলোয়, হাজার লোকের চোখের সামনে, বিশ্বজিতের হত্যাকারী / ধর্ষণ করে মাথা ন্যাড়াকারী পাক সেনাদেরকে নির্মমভাবে শাস্তি নিশ্চিত করে সকল পোটেনশিয়াল হত্যাকারী ধর্ষণকারীর জন্য শিক্ষণীয় নজির তৈরি করা৷

৬. চাকুর ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নেয়ার চেষ্টায় রত লোকটির নাকের উপর সযত্নে ঘুশি স্থাপন করে নাকের বারান্দায় রক্তের স্রোত নামিয়ে আনা

৭. গণহত্যায় রত সাদা বন্দুকধারীটির মাথায় সন্তর্পণে বাঁশাঘাত করে মসজিদের কার্পেটের উপরে সসম্মানে শুইয়ে দেয়া

৮. নিরপরাধ ভিপিপ্রার্থী নুরের উপরে পৈশাচিক আক্রমণ চালানো সন্ত্রাসী জামাতশিবিরের নরপিশাচদেরকে উদাহরণ স্থাপনকারী শাস্তি প্রদান করা।

৯.
১০.
১১.
১২.
.......
................

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: বেশ অগোছালো পোষ্ট।

২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৫

আখ্যাত বলেছেন:
অগোছালো পোষ্টকেও “বেশ” বলাতে পারা সহজ নয়
সবাই পারেনা
আপনাকে ধন্যবাদ
আপনি একটি “প্রয়োজনীয় ও সমর্থনযোগ্য নিষ্ঠুরতা”র নাম বলেন
যদি সময় সুযোগ হয়।

২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.