![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭১ এ যারা মুক্তি যুদ্ধের পক্ষে ছিলেন, তাঁরাই ছিলেন বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির নিকৃষ্টতম সন্তানরা ছিল যুদ্ধের বিপক্ষে।
আজকের দিনে যারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে আছেন, তারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির নিকৃষ্টতম সন্তানদের অবস্থান কোটার বিরুদ্ধে।
ছাত্রলীগের নেতাকর্মীরা এ যুগের শ্রেষ্ঠ সন্তান, বাংলা মায়ের শান্তিপ্রিয় শান্ত ছেলের দল, জাতির মায়ের মুক্তিকামী সোনার ছেলের দল, ওদের বিকাশ হোক! নুরুল হকরা এ যামানার নিকৃষ্ট সন্তান, পাকিস্তানের উগ্রবাদী জঙ্গীবাদীর দল, ওদের বিনাশ চাই।
তাঁর (Her) নিজস্ব বুদ্ধিমত্তার কারণে বেঁচে গেল অসংখ্য প্রাণ। তাথা কথিত VP নুর আর তার জঙ্গী সঙ্গীদেরকে প্রতিহত করা হয়েছে। তাঁর (Her) নির্ভীক সৈনিকদের সুদক্ষ ডিম হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় হানাদার নুর বাহিনী। শত্রুমুক্ত হলো SM হলের মাটি। প্রাণে বেঁচে গেলো অগনিত নিরীহ জীবন।
০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৫
আখ্যাত বলেছেন:
আমারা তোমার শত্রুঘাতী সোনার ছেলে
শুধু অস্ত্র পেলেই শত্রু খতম করতে জানি
তোমার ভয় নেই মা আমরা
চাপাতি ধরতে জানি
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনার কি জীবনের মায়া কম, নাকি বিদেশ থাকেন?
০৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৯
আখ্যাত বলেছেন:
আকাশের সাথে যার পরিচয় আছে
পৃথিবীর পুরোটাই তার ঘর বাড়ি
তবে দেশে থাকে তাদেরকেও নির্ভীক হতে হবে
মৃত্যুকে ভয় পায় শুধু ভীরু নির্বোধরাই
তবে ভীরু নির্বোধরাই এ সংসারে সংখ্যাগরিষ্ঠ
তবে তিনি (She) কিন্তও ভীরু নন
তিনি বলেছেন, “মৃত্যুকে ভয় পাইনা, মৃত্যুতো একটিদন আসবেই”
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৯
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ চাকুরী সৃষ্টি না করে কোটা সৃষ্টি করেছে, ওদের মাথায় মগজ ছিলো না কোনদিন।
০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬
আখ্যাত বলেছেন:
জেলখানার নির্জন পরিবেশ পেলে নুরুল হক বই লিখবে
অনেক পাঠকপ্রিয় হবে সেই বই
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: ভিপি দিয়ে কাম হবে না।
০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৩
আখ্যাত বলেছেন:
নুর একদিন বঙ্গবন্ধু হবে
৫| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: ছাত্ররা তোমরা লেখা পড়ায় মন দাও।
০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪
আখ্যাত বলেছেন:
নুর “অসমাপ্ত আত্মজীবনী” লিখবে একটিদন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫০
আরোগ্য বলেছেন: আমরা তোমার শান্তিকামী শান্ত ছেলে,
তবু অস্ত্র হাতে ধরতে পারি,
আমরা প্রতিবাদ করতে পারি।